My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Monday , October 28/2024
Assalamu Alaikum. Hope everyone is well. Today I will review a Bengali drama among you. The name of the Bengali drama I reviewed is "Bau Vision Powerful".
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো " বৌ ভিশন পাওয়ারফুল"।
🎥" বৌ ভিশন পাওয়ারফুল"🎥
গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
Name of the play | Bau Vision Powerful. |
---|---|
Director | Taifur Jahan Asik. |
Acting | Mosharraf Karim, Tanha Tasnia Islam, Sohana Sharmin, Lima Roza, Anwar Hossain, Mahabub Al Rashid Khan,. |
Length | 40 minutes. |
Language | Bengali. |
Release date | 25.07.2021 Eng. |
|নাটকের নাম| বৌ ভিশন পাওয়ারফুল। |
|---|---|
পরিচালক| তাইফুর জাহান আসিক। |
অভিনয় |মোশাররফ করিম, তানহা তাসনিয়া ইসলাম, সোহানা শারমিন, লিমা রোজা, আনোয়ার হোসেন, মাহাবুব আল রশিদ খান,। |
দৈর্ঘ্য | ৪০মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |২৫.০৭.২০২১ ইং।|
নাটকের সারসংক্ষেপঃ
At the beginning of the play, it is seen that Musharraf Karim is driving his micro car on the streets, killing local fare. And this scene is seen by a caller from his office. The next day after watching, when Musharraf Karim is in the office, he gets a call at that time and the caller asks him, you do a good job and your salary is good, but why do you go around on the street like this for local rent.
নাটকের শুরুতে দেখা যায় যে মোশারফ করিম তার মাইক্রো কার নিয়ে রাস্তায়, লোকাল ভাড়া মেরে বেড়াচ্ছে। আর এই দৃশ্য তার অফিসের একজন কলিং দেখে। দেখার পরের দিন অফিসে যখন মোশারফ করিম থাকে, ঠিক সেই সময় তার কলিং আসে এবং কলিং এসে তাকে জিজ্ঞেস করে, তুমিতো ভালো রকম একটা চাকরি করো আর তোমার বেতনও ভালো তারপরও তুমি কেন এইভাবে রাস্তায় লোকাল ভাড়া মেরে বেড়াও।
He then tells his calling about his past. He says my wife takes all the money I earn in this office. And he told her that something had happened to him. I was once caught by robbers and took all my money, since then my wife talked to my office boss and my entire mine money automatically went to him. But brother, I have to spend my money or look after the parents who are in my village house. So I do this without hesitation. And Musharraf Karim also said that I shared the words with you, so that my wife should not know this.He then tells his calling about his past. He says my wife takes all the money I earn in this office. And he told her that something had happened to him. I was once caught by robbers and took all my money, since then my wife talked to my office boss and my entire mine money automatically went to him. But brother, I have to spend my money or look after the parents who are in my village house. So I do this without hesitation. And Musharraf Karim also said that I shared the words with you, so that my wife should not know this.
তখন সে তার কলিং কে তার পূর্বের কথা বলে। সে বলে আমি এই অফিসে যাই ইনকাম করি তার পুরো টাকাটাই আমার বউ নিয়ে নেয়। এবং তার সাথে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা তিনি তাকে বলে। আমাকে একবার ছিনতাইকারীরা ধরে সমস্ত টাকা নিয়ে নিয়েছিল, তারপর থেকে আমার বউ আমার অফিসের বসের সাথে কথা বলে আমার পুরো মাইনের টাকাটা অটোমেটিক ভাবে তার কাছে চলে যায়। তবে ভাই আমারতো হাত খরচ বা আমার গ্রামের বাসায় যে মা বাবা আছে তাদের তো দেখতে হয়। তাই আমি নিরুপায় হয়ে এই কাজ করি। এবং মোশারফ করিম আরো বলে যে আমি যে আপনার সাথে কথা গুলো শেয়ার করলাম, এই কথা যেন কোনমতে আমার বউ না জানতে পারে।তখন সে তার কলিং কে তার পূর্বের কথা বলে। সে বলে আমি এই অফিসে যাই ইনকাম করি তার পুরো টাকাটাই আমার বউ নিয়ে নেয়। এবং তার সাথে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা তিনি তাকে বলে। আমাকে একবার ছিনতাইকারীরা ধরে সমস্ত টাকা নিয়ে নিয়েছিল, তারপর থেকে আমার বউ আমার অফিসের বসের সাথে কথা বলে আমার পুরো মাইনের টাকাটা অটোমেটিক ভাবে তার কাছে চলে যায়। তবে ভাই আমারতো হাত খরচ বা আমার গ্রামের বাসায় যে মা বাবা আছে তাদের তো দেখতে হয়। তাই আমি নিরুপায় হয়ে এই কাজ করি। এবং মোশারফ করিম আরো বলে যে আমি যে আপনার সাথে কথা গুলো শেয়ার করলাম, এই কথা যেন কোনমতে আমার বউ না জানতে পারে।
Now let's see the next scene, when Moseraf Karim was driving his car, his wife saw him taking a woman to the hospital. And when his wife saw this, Musharraf Karim did not say anything at first. But he kept searching for that woman in his mind.
এবার পরের দৃশ্য দেখি মোসারফ করিম যখন তার গাড়ি নিয়ে ভাড়া মারছিল ঠিক তখন তার বউ দেখে ফেলে তার স্বামী একজন মহিলাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আর এই বিষয়টি তার বউ দেখে মোশারফ করিমের প্রথম পর্যায়ে কিছু বলে না। তবে সে মনে মনে ঐ মহিলার খজ করতে থাকে।
Finally he finds the woman. And he goes to the woman and asks her what is your husband's name and what does your husband do, everything he describes matches with Musharraf Karim. And then Musharraf began to suspect Karim's wife Musharraf.
অবশেষে সে মহিলার খোঁজ পায়। এবং সে মহিলার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তোমার স্বামীর নাম কি এবং তোমার স্বামী কি করে, সে যেসব বর্ণনা দেয় সবকিছু ও মোশারফ করিমের সাথে মিলে যায়। আর তখন মোশারফ করিমের বউ মোশারফকে সন্দেহ করতে থাকে।
Now it is seen that Musharraf's wife calls a Mastan in her area to discipline Musharraf. And Mastan says to chastise her husband. Let her frighten her husband and beat him and break his legs so that he cannot make love with another woman. It is then seen that Mastan comes to Musharraf's house and threatens Musharraf with a pistol.
এবার দেখা যায় যে মোশারফ এর বউ মোশারফকে শায়েস্তা করার জন্য তার এলাকায় একজন মাস্তান কে ডাকে। এবং মাস্তান কে বলে যে তার স্বামীকে শায়েস্তা করার জন্য। সে যেন তার স্বামীকে ভয় দেখায় এবং তার স্বামীকে মারধর করে এবং পা দুটো ভেঙে দেয় যাতে করে সে অন্য মহিলার সাথে প্রেম না করতে পারে। এরপর দেখা যায় যে মোশারেফের বাড়িতে মাস্টানটি আসে এবং একটি পিস্তল নিয়ে মোশারফকে ভয় দেখাতে থাকে।
Now in the next scene we see that Musharraf Karim enters the house and closes the door to save his life.
এবার পরের দৃশে দেখি যে মোশারফ করিম তার প্রাণ বাঁচানোর জন্য ঘরের ভিতরে ঢুকে আর দরজা বন্ধ করে দেয়।
Now let's see that Musharraf Karim's wife, whom she suspected of loving her husband, called all of them and called her husband to come out and said look all your loved ones have come. Everyone wants to see you. Then Musharraf Karim came out of the room. No one recognizes anyone after coming out. Then Musharraf Karim looked at his wife in shock. Then Musharraf Karim said that they are all passengers of my car. Then he opened the matter. Say that you leave the money in my job mine. My own way I need to earn my own way to take care of my parents. For this I am a local renter with my own car during my work.Now let's see that Musharraf Karim's wife, whom she suspected of loving her husband, called all of them and called her husband to come out and said look all your loved ones have come. Everyone wants to see you. Then Musharraf Karim came out of the room. No one recognizes anyone after coming out. Then Musharraf Karim looked at his wife in shock. Then Musharraf Karim said that they are all passengers of my car. Then he opened the matter. Say that you leave the money in my job mine. My own way I need to earn my own way to take care of my parents. For this I am a local renter with my own car during my work.
এবার দেখি যে মোশারফ করিমের বউ যাদেরকে সন্দেহ করতো তার স্বামীর প্রেম করে, তাদের সবাইকে ডেকে আনে এবং ডেকে নিয়ে তার স্বামীকে বাইরে আসতে বলে এবং বলে যে দেখো তোমার ভালোবাসার সকল মানুষ এসেছে। সবাই তোমাকে দেখতে চায়। তখন মোশারফ করিম রুম থেকে বাইরে আসে। বাইরে আসার পর কেউ কাউকে চিনতে পারেনা। তখন মোশারফ করিম হতবাক হয়ে তার বউয়ের দিকে তাকিয়ে থাকে। তখন মোশারফ করিম বলে যে এরা সবাই হলো আমার গাড়ির প্যাসেঞ্জার। তখন সে বিষয়টি খুলে বলে। বলে যে তুমি আমার চাকরির মাইনে টাকাটা রেখে দাও । আমার নিজের চলাফেরা ওবাবা-মা কে দেখাশোনা করার জন্য আমার নিজস্ব ভাবে ইনকাম করা লাগে। এর জন্য আমি আমার কাজের ফাঁকে নিজের গাড়ি নিয়ে লোকাল ভাড়ামারি।এবার দেখি যে মোশারফ করিমের বউ যাদেরকে সন্দেহ করতো তার স্বামীর প্রেম করে, তাদের সবাইকে ডেকে আনে এবং ডেকে নিয়ে তার স্বামীকে বাইরে আসতে বলে এবং বলে যে দেখো তোমার ভালোবাসার সকল মানুষ এসেছে। সবাই তোমাকে দেখতে চায়। তখন মোশারফ করিম রুম থেকে বাইরে আসে। বাইরে আসার পর কেউ কাউকে চিনতে পারেনা। তখন মোশারফ করিম হতবাক হয়ে তার বউয়ের দিকে তাকিয়ে থাকে। তখন মোশারফ করিম বলে যে এরা সবাই হলো আমার গাড়ির প্যাসেঞ্জার। তখন সে বিষয়টি খুলে বলে। বলে যে তুমি আমার চাকরির মাইনে টাকাটা রেখে দাও । আমার নিজের চলাফেরা ওবাবা-মা কে দেখাশোনা করার জন্য আমার নিজস্ব ভাবে ইনকাম করা লাগে। এর জন্য আমি আমার কাজের ফাঁকে নিজের গাড়ি নিয়ে লোকাল ভাড়ামারি।
The matter was then understood by everyone and then everyone left Musharraf's house. And at the last stage, Musharraf's wife realizes her own mistake. Then she apologizes to her husband. And the play ends with an apology.The matter was then understood by everyone and then everyone left Musharraf's house. And at the last stage, Musharraf's wife realizes her own mistake. Then she apologizes to her husband. And the play ends with an apology.
বিষয়টি তখন সবাই বুঝতে পারে এবং তখন সবাই মোশারেফের বাসা ছেড়ে চলে যায়। এবং লাস্ট পর্যায়ে দেখা যায় মোশারেফের বউ তার নিজের ভুল বুঝতে পারে। তখন সে তার স্বামীর কাছে ক্ষমা চাই। আর ক্ষমা চাওয়ার মাধ্যমে নাটকের পরিসমাপ্তি ঘটে।বিষয়টি তখন সবাই বুঝতে পারে এবং তখন সবাই মোশারেফের বাসা ছেড়ে চলে যায়। এবং লাস্ট পর্যায়ে দেখা যায় মোশারেফের বউ তার নিজের ভুল বুঝতে পারে। তখন সে তার স্বামীর কাছে ক্ষমা চাই। আর ক্ষমা চাওয়ার মাধ্যমে নাটকের পরিসমাপ্তি ঘটে।
ব্যক্তিগত মতামতঃ
In my personal opinion the drama was pretty good. Every character in the play is beautifully portrayed. What I want to convey through this drama is the undermining of individual freedom. Especially how a husband is helpless towards his wife is well illustrated here.In my personal opinion the drama was pretty good. Every character in the play is beautifully portrayed. What I want to convey through this drama is the undermining of individual freedom. Especially how a husband is helpless towards his wife is well illustrated here.
আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নাটকটি বেশ সুন্দর ছিল। নাটকের প্রতিটি চরিত্র বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই নাটকটি মাধ্যমে যেটি বুঝাতে চেয়েছি সেটি হলো ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুন্ন করা। বিশেষ করে একজন স্বামী তার বউয়ের কাছে কিভাবে নিরুপায় হয়ে থাকে সেই বিষয়টি এখানে ভালোভাবে ফুটিয়ে তুলে ধরেছে।আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নাটকটি বেশ সুন্দর ছিল। নাটকের প্রতিটি চরিত্র বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই নাটকটি মাধ্যমে যেটি বুঝাতে চেয়েছি সেটি হলো ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুন্ন করা। বিশেষ করে একজন স্বামী তার বউয়ের কাছে কিভাবে নিরুপায় হয়ে থাকে সেই বিষয়টি এখানে ভালোভাবে ফুটিয়ে তুলে ধরেছে।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।