হ্যালো বন্ধুরা
তাই ভাবছি ব্লাডটা টেস্ট করে নিব। দোয়া করবেন টেস্টে যেন খারাপ কিছু না আসে। যাই হোক বন্ধুরা যা বলার জন্য এসেছি ,আমার বড় মেয়ে উম্মে জেরিন সাইয়্যেরা এমবিবিএস পরীক্ষা দিয়েছে। সে কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যেই ,গত ২৫ আগস্ট তার এম,বি,বি,এস ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় কৃতজ্ঞতা স্বাক্ষর রেখেছে ।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
আর সেই সুবাদে আমরা পরিবারের কয়েকজন একটু ভালো-মন্দ খাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম । পোস্ট শেয়ার দেওয়ার জন্য ভেবেছিলাম সেদিনই । কারণ হলো আপনাদের সাথে শেয়ার করব আনন্দঘন মুহূর্তটি।কিন্তু তাৎক্ষণিক শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর করা হয়নি এখনও আমার বাসায় অসুস্থই সবাই ।আমার সাহেবের অবস্থা খুব খারাপ এখনো পর্যন্ত,আমি মোটামুটি সুস্থ হয়েছি।
রেস্টুরেন্ট বলতে তো আশুগঞ্জে যেতে হয় ওখানের একটি রেস্টুরেন্টে যেয়ে ওদের পছন্দের কিছু খাবার খেয়েছিলাম। যেহেতু,আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তাই ইচ্ছে করেই দুপুরের খাবারটা একটু কম খেয়েছি কারণ। আপনার সেট মেন্যু খাব বলেই মনস্থির করে গিয়েছিলাম বাসা থেকে, সেই সাথে ফাস্টফুডস ও ছিল কিছু।
তবে ওখানে যেয়ে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে আমাদের স্টুডেন্ট ।আমি ইতিমধ্যেই আপনাদের সাথে বিভিন্ন লেখাতে শেয়ার করেছি এই বিষয়টি। আসলে এখানে দীর্ঘদিন থাকার ফলে আনাচে-কানাচে অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের।তাই স্টুডেন্ট হিসেবে যে সম্মানটুকু দেওয়ার কথা ,সেটাওরা দিয়ে থাকেন বরাবরই ।সেজন্য রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি।
তাছাড়া আমরা স্বামী স্ত্রী দুজনেই টিচার সেজন্য সম্মান টাও দ্বিগুণ পরিমাণে পাই আলহামদুলিল্লাহ ।আল্লার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করবার মতো নয়।
![]() |
---|
বন্ধুরা, দীর্ঘ ছয় বছর পড়াশোনা করে আমার মেয়ে এমবিবিএস পাশ করেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপনারা ।সবার দোয়া করবেন ও যেন একজন মানবিক ডাক্তার হতে পারে এবং দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে ।ডাক্তারদের যেই দুর্নাম রয়েছে সেটা যেন সে কাটিয়ে উঠতে পারে। তাদের দ্বারা যেন একটি নতুন প্রজন্ম তৈরি হয় ডাক্তার সমাজের মধ্যে সেই প্রত্যাশাই করি সব সময় ।
তাছাড়া একটু ব্যস্ত রয়েছি বিয়ে-শাদির ব্যাপারেও বিভিন্ন দিক দিয়ে আসছে ।দেখছি যদি সবকিছু মিলে যায় ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই বিয়ের কাজটা ও সম্পন্ন করে ফেলব ।তাই ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়মিত পোস্ট করতে পারছি না। আপনাদের সাথে সংযুক্ত হতে পারছি না , তাই আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ।আমি ও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত ,এখানেই শেষ করছি ।