Photography post

in blurt-188398 •  13 days ago 
IMG_20250305_195008.jpg


হ্যালো বন্ধুরা

বন্ধুরা সবাই কেমন আছেন ।আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনারা কে কেমন আছেন জানাবেন। আজ আপনাদের মাঝে উপস্থাপন করব আমার ফটোগ্রাফি পোস্ট।। ফটোগ্রাফি করতে আমার বরাবরই ভালো লাগে। আমার শখের কাজের মধ্যে একটি হচ্ছে ফটোগ্রাফি।। একটা সময় খুব ইচ্ছে ছিল ফটোগ্রাফি নিয়েই পড়বো বা ক্যারিয়ার করব কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তা আর হয়ে ওঠেনি। কিছু ইচ্ছে অপূর্ণই থেকে যায় এটাই প্রকৃতির নিয়ম বা নীতি। যাই হোক বন্ধুরা চলুন তাহলে, আমার ফটোগ্রাফি পোস্ট নিয়ে কিছু কথা বলি,

এখন বসন্তকাল, ঋতুররাজ বসন্ত সবদিক দিয়েই এটি সেরা ।ফুলের মিষ্টিগন্ধে চারদিক মুখরিত। এমনকি পাখির অলকাকলিতে মুগ্ধ পরিবেশ।

যেই দিকে তাকাই হরেক রকমের ফুল হাতছানি দিয়ে ডাকে। আপন মনে সজ্জিত হয়ে থাকে, তাদের সৌন্দর্যে আকৃষ্ট করার জন্য কোন কমতি নেই তাদের। সে যেন এক ভূস্বর্গ। আমি যে ক্যাম্পাসে থাকি এটি প্রায় অনেক বছরের পুরনো একটি ক্যাম্পাস ।তাই বিভিন্ন বনফুলের সামারহ রয়েছে এখানে। রয়েছে জানা ও অজানা হাজার রকমের ফুল।

সাধারণত অযত্নে অবহেলায় ফুটা ফুলকে বনফুল বলে থাকি। আপন মনে জন্মে, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে ,যেখানে যেই ফুল ফোটার উপযুক্ত পরিবেশ পায় সেখানে সেই ফুল ই ফুটে এবং প্রকৃতিকে অলংকার হিসেবে তার সৌন্দর্য ও শোভা দান করে।

ঋতুর রাজ বসন্তের একটি বিশেষ স্থান জুরে রয়েছে হরেক রকমের বনফুল। আজ আমি আপনাদের সাথে যে ফুলগুলো শেয়ার করব সত্যি বলতে একটি ফুলের ও প্রকৃত নাম আমি জানিনা। তবে আমার এলাকায় এটিকে যে নামে ডাকে সেই নামেই আমি আপনাদের সাথে উপস্থাপন করছি। সবগুলো ফুলকেই আমার এলাকায় বনফুল নামেই চিনে।

IMG20250303112440.jpg

এখন যে ফুলটি শেয়ার করছি এটি হচ্ছে একটি ভেষজ উদ্ভিদ। এদিকে আমার এলাকায় তিতু পাতা বলেই জানে। এর কারণ হলো এই ফুলের পাতাগুলো অনেক তিতু হয়। তবে এটির নানাবিধ ঔষধি গুন রয়েছে। নির্দিষ্ট করে তেমন ঔষুধের কথা আমার মনে নেই তবে আমার মা চাচীরে দেখতাম বিভিন্ন রোগের ঔষধ হিসেবে এটিকে সেবন করত। বিশেষ করে এই পাতার রসগুলো তারা সেবন করত এবং পরিবারের সদস্যদের দিত ‌।

IMG20250303112228.jpg

এটি হচ্ছে লজ্জাপতী ফুল ।লজ্জাপতী একটি বহুল পরিচিত এবং অতি উপকারী ওই একটি উদ্ভিদ। লজ্জাবতী পাতার রস অনেক ওষুধি গুণ সম্পূর্ণ। আর এর ফুলগুলো দেখতে অসাধারণ হালকা গোলাপি রঙের হয়। আমার পছন্দের রং এর মধ্যে হালকা গোলাপী একটি। এই লজ্জাবতী পাতা ছোটবেলায় যখন দেখতাম, তখন তার পাতার মধ্যে হাত স্পর্শ করা মাত্রই চুপসে যেত ,মনে হতো মানুষের মতো অনুভূতি শক্তি রয়েছে এই চমৎকার উদ্ভিদটির। তবে আমার ক্যাম্পাসে যত্রতত্র এই লজ্জাবতী গাছ দেখতে পাওয়া যায় কিন্তু আমার এলাকায় এত সংখ্যক লজ্জাবতী গাছ দেখা যেত না।

কেউ যদি তার বাগানে শখের বসে লাগতো তাহলে দেখা যেত বা দেখা মিলত এই লজ্জাপতি গাছের। লজ্জায় ছুয়ে যায় বলেই হয়তো এর নাম লজ্জাবতী রেখেছে। বনফুল গুলোর নাম একেক এলাকার একরকম হয় ।আমার এলাকায় লজ্জাবতী বলে ডাকে আপনাদের এলাকায় কি নামে ডাকে কমেন্টে জানাবেন।

IMG20250303110659.jpg

এটি আরো একটি বনফুল। বসন্তকালে ই এই ফুল ফুটে। কোকিলের কুহু কুহু ডাকে এ ফুলের গন্ধ চতুর দিকে ছড়িয়ে দেয় ।আমার মনে হয় কোকিলের ডাকের সাথে এ ফুল ফোটার একটি সম্পর্ক রয়েছে। এত মিষ্টি গন্ধ দেখতো বেশ সুন্দর ,সাদার মধ্যে হলুদ অসাধারণ লাগে দেখতে। এই গাছের মধ্যে এক ধরনের ফল হয়। সেগুলো দিয়ে আমরা ছোটবেলায় বনভোজন খেলতাম মিছামিছি ছানাবাদি খেলতাম।

আগুন ছাড়াই রান্না হতো। এই ছিল আমাদের ছোটবেলার শৈশব। শৈশব মানে মধুর স্মৃতি এমন কোন ব্যক্তি নেই যার শৈশবের মধু স্মৃতি মনে পড়ে না বা হাতছানি দিয়ে ডাকে না। শৈশব আমাদের হৃদয়ে আঁকড়ে ধরে আছে ।সময় সুযোগ পেলেই সেগুলি আমাদের মনের মনিকোঠায় জেগে ওঠে।

IMG20250303110645.jpg

এই যে দেখুন কি সুন্দর শিয়াল মতি ফুল ।এই শিয়াল মতি ফুল কিন্তু হরেক রকমের হয়ে থাকে। তবে আমার কাছে মনে হয় হলুদ এবং গোলাপি রঙের শিয়াল মতি ফুল ই সবচেয়ে বেশি হয়। দেখতে এত সুন্দর কিন্তু এর গন্ধ টা একেবারেই তীক্ষ্ণ।

দেখতে সুন্দর হলেই এর গুণগত মান ভালো হয় না এই শিয়াল মতিফুল ই হলো এর উজ্জ্বল প্রমাণ ‌। শিয়ালমতি ফুল থেকে আমি যে শিক্ষাটা গ্রহণ করেছি তা হল ,বাহ্যিক দিক দিয়ে বা বাহ্যিক দিক বিবেচনা করে কাউকে যাচাই করা ঠিক নয় ‌। মানুষকে যাচাই করতে হয় তার কর্ম দিয়ে। কারো কর্ম ফল ভালো হলেই ,সে প্রকৃত ভালো মানুষ।

IMG20250303110752.jpg
IMG20250303112339.jpg

আমাদের আশেপাশে এরকম হাজারো বনফুল রয়েছে সময় সুযোগ করে আরো অনেক রকমের ফুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ। আমার কাছে বরাবরই ফুল খুব ভালো লাগে সেটি হোক বনফুল বা কোন টবে লাগানো ফুল বা শখের বাগানে লাগানো ফুল।

আমি একটা সময় ফুলের বাগান করতাম ।আমাদের বাড়িতে আঙ্গিনার সামনে একটি জায়গায় আমি সব সময় বাগান করতাম। বিভিন্ন ধরনের ফুল ফুটুক আমার বাগানে। এক এক সময় এক এক রকমের ফুল ফুটত।তাই আমার সখ টা ছোটবেলা থেকেই রয়েছে।

তাছাড়া ফুল পবিত্রতার প্রতীক। এটি আমরা সকলেই কম বেশি জানি। ফুল দেখলে মন ও ভালো হয়ে যায়। ফুলের গন্ধ মনকে সিক্ত করে। ফুল কিন্তু আমাদের কে ত্যাগ শিখায়।

কথায় আছে না,ত্যাগেই যে প্রকৃত সুখ সেটা কিন্তু আমরা ফুল থেকেই পাই ।কারণ ফুল তার গন্ধ ও সৌন্দর্য সবকিছুই অন্যের জন্য বিলিয়ে দেয় নিজের জন্য কিছুই রাখে না। তাই ভোগে নয় ,ত্যাগেই প্রকৃত সুখ ,এটি আমরা ফুল থেকেই শিখেছি।

বন্ধুরা মাহে রমজানের শুভেচ্ছা ।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ,একে অপরের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ।

Friends, how are you all? I am back among you again. Alhamdulillah, I am quite well. Let me know how you are. Today I will present my photography post to you. I have always loved photography. One of my hobbies is photography. At one time, I really wanted to study or make a career in photography, but due to environmental conditions, it did not happen. Some wishes remain unfulfilled, this is the law or principle of nature. Anyway, friends, let's talk about my photography post.

It's spring, the king of seasons. Spring is the best in every way. The sweet scent of flowers fills the air. Even the atmosphere is mesmerized by the chirping of birds.

Wherever I look, all kinds of flowers are calling me. They are decorated in their own way, they have no shortage of beauty to attract me. It is like a paradise on earth. The campus where I live is almost a campus that is many years old. So there is a variety of wild flowers here. There are thousands of known and unknown types of flowers.

Usually, we call flowers that bloom carelessly and neglectfully wild flowers. They grow in their own minds, adapt to the environment, and bloom wherever they find the right environment to bloom, lending their beauty and splendor to nature as an ornament.

There are various types of wild flowers in a special place in the king of the season, spring. Today, I will share with you the flowers that I honestly do not know the real name of a flower. However, I am presenting it to you by the name that is called in my area. All the flowers are known as wild flowers in my area.

The flower that I am sharing now is a medicinal plant. Meanwhile, in my area it is known as titu leaves. The reason for this is that the leaves of this flower are very bitter. However, it has various medicinal properties. I do not remember any specific medicine, but I used to see my mother and aunt using it as medicine for various diseases. They especially used to consume the juice of these leaves and give it to their family members.

This is the Shame Flower. Shame is a well-known and very useful plant. The juice of the Shame leaf is full of many medicinal properties. And its flowers are a wonderful light pink color. Light pink is one of my favorite colors. When I saw this Shame leaf as a child, as soon as I touched its leaves, it would go silent, it seemed that this wonderful plant had the power of feeling like a human. However, this Shame tree can be seen everywhere in my campus, but in my area, so many Shame trees were not seen.

If someone were to sit in their garden as a hobby, they would see or encounter this shame plant. Maybe it is called shame because it is touched by shame. The names of wild flowers vary from region to region. In my area, it is called shame. Tell me in the comments what name it is called in your area.

This is another wild flower. This flower blooms in spring. The cuckoo's call spreads the fragrance of this flower in all directions. I think there is a connection between the cuckoo's call and the blooming of this flower. It smells so sweet, it looks very beautiful, the yellow color looks amazing in white. This tree has a kind of fruit. We used to play forest games with them when we were children, we used to play mixed games.

Cooking was done without fire. This was our childhood. Childhood means sweet memories. There is no person who does not remember or call upon the sweet memories of childhood. Childhood is attached to our hearts. Whenever time gives us the opportunity, they awaken in the recesses of our minds.

Look at how beautiful the foxtail flower is. There are many different types of foxtail flowers. However, I think the yellow and pink foxtail flowers are the most common. They look so beautiful but their smell is absolutely pungent.

Just because it looks good doesn't mean it's good quality, and this fox motif is a shining proof of this. The lesson I learned from the fox motif is that it's not right to judge someone by their appearance or external appearance. People have to be judged by their actions. If someone's actions are good, then they are truly a good person.

There are thousands of such wild flowers around us, and I will introduce you to many more types of flowers when I have time, God willing. I have always loved flowers, be they wild flowers, flowers planted in a pot, or flowers planted in a hobby garden.

I used to have a flower garden. I used to garden all the time in a place in front of the courtyard of our house. Different types of flowers would bloom in my garden. One by one, one type of flower would bloom. That's why I have had this hobby since childhood.

Moreover, flowers are a symbol of purity. We all know this more or less. Seeing flowers makes the mind feel good. The smell of flowers soothes the mind. But flowers teach us sacrifice.

It is not said that true happiness comes from sacrifice, but we get it from flowers. Because flowers give away all their fragrance and beauty for others and keep nothing for themselves. Therefore, true happiness comes not from enjoyment, but from sacrifice, we have learned this from flowers.

Friends, Happy Ramadan. May everyone be well, healthy, and pray for each other, fi amanillah.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!