Abir's wedding ceremony

in blurt-188398 •  18 days ago 
IMG_20250211_180831.jpg


হ্যালো বন্ধুরা

গত ৭ই ফেব্রুয়ারি ছিল আবিরের রিসিপশন পার্টি।

IMG20250207193728.jpg

জাস্ট আনুষ্ঠানিকতা। বিয়ে হয়ে গেছে এক মাস আগেই। তবে যেহেতু আমার পরিবারের প্রথম বিয়ে অনেকটা জাকজমকপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।

IMG20250207195941.jpg
IMG20250207195835.jpg
`IMG20250207195642.jpg

ধানমন্ডি ক্লাবে ছিল বিয়ের মূল অনুষ্ঠান। আর হলুদের অনুষ্ঠান হয়েছিল ধানমন্ডি ৮ এ পালকি একটি কমিউনিটি সেন্টারে। সবার বড় ছেলে অর্থাৎ পরিবারের বড় ছেলে। আমাদের পরিবারের প্রথম বিয়ের অনুষ্ঠান তাই ভালোলাগা টা একটু বেশিই ছিল। এর সাথে নতুন একটি অভিজ্ঞতা যুক্ত হলো আমাদের জীবনে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়লো যেহেতু ছেলেল বিয়ে ছিল ,তাই স্বাভাবিকভাবেই আমাদের বাসায় সদস্য বেড়েছে অর্থাৎ কনে আমাদের বাসায় চলে এসেছে।।

আমরা একজ্যাক ইয়ং শাশুড়ি বধূবরণ করে নিলাম‌ নিচে গিয়ে অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ ছিল। অনেক ভিডিও ধারণ করেছি এই বিয়েকে কেন্দ্র করে।
আমি অবশ্য পাঁচ তারিখে চলে গিয়েছিলাম ৫ তারিখে ছিল হলুদ ৭ তারিখে বিয়ে মাঝখানে একদিন রেস্ট ছিল।

তাছাড়া পর পর অনুষ্ঠানগুলো হলে শরীরের উপর একটু বেশি দক্ষ যায় সেই কথা বিবেচনায় রেখে মাঝখানে একটু বিরতি দেওয়া হয়েছিল। এটা আমার জন্য ভালই হয়েছে যেহেতু আমি হলুদের দিন দুপুরে আমার বোনের বাসায় যেয়ে পৌঁছেছি, সেদিন আর কেনাকাটা করতে বের হতে পারিনি। এত লং জার্নি করে আসলে কেনাকাটা করতে ইচ্ছে করছিল না।

তাই গায়ে হলুদের পরের দিন বিয়ের জন্য কিছু কেনাকাটা ছিল সেগুলো করেছি‌। অবশ্য শাড়িগুলো আগে থেকে কিনে রেখেছিল আমার বোন ।আমাদের তিন বোনের একসাথে শাড়ি কিনলেও কালার গুলো ছিল ভিন্নরকম, যার যার বাজেট অনুযায়ী সারি কিনেছিলাম একই রকম ছিল না।

আমার বড় বোন যেহেতু শাশুড়ি তার জন্য একটু হাই রেঞ্জের শাড়ি কিনেছিল‌ আমার জন্য আর ছোট বোনের জন্য মোটামুটি রেঞ্জের, তবে একেবারেই কম নয়। তাছাড়া সামনেই রমজানের ঈদ তাই ভাবছি যে আর ঈদে শাড়ি কিনবো না। দেখি কি করা যায় মনকে তো মানানো যায় না ।বছরে একটা ঈদ শাড়ি না কিনলে কি হয় ,তবে আমার খুব একটা ইচ্ছে নেই শাড়ি কিনার। যদিও কিনি তবে একটা নরমাল থ্রি পিস কিনে ফেলবো যাতে করে স্কুলে যাওয়া আসা করতে পারি।

এখন তো শীত প্রায় শেষ পর্যায়ে খুব একটা শীত নেই তাই যদি রমজানের ঈদে থ্রি-পিস কিনি তাহলে গরম কে কেন্দ্র করে কিনব ‌।গরম মাথায় রেখে কিনব যাতে কারে গরমে পড়া যায় , আরামে পড়তে পারি, অর্থাৎ আরামদায়ক হয়। এছাড়া আমি তো ঈদ দেশে করি দেশে তো প্রচুর পরিমাণে কারেন্ট চলে যায় ।তাই সেটা মাথায় রেখে ও কেনাকাটা করব, যদি করি। তবে না কেনার ইচ্ছে টা ই বেশি।

যাইহোক বন্ধুরা, বিয়ে নিয়ে কথা বলছিলাম বিয়ে মানে আনন্দ ,বিয়ে উৎসবের সমাগম এটা চিরচারী রীতি। তথা চিরচারিত একটি দৃশ্য। এই বিয়েকে কেন্দ্র করে অনেকের সাথে দেখা হয়েছে যা আমাদের আনন্দের খোরাক হিসেবে কাজ করেছে।

পারিবারিক প্রয়োজনে হোক বা চাকরির সুবাদে হোক পরিবার-পরিজন থেকে অনেক দূরে থাকি আমি। বিয়ের পর থেকেই অর্থাৎ ১৯৯৮ সাল থেকে আমি ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। তাই আমার কাছে পারিবারিক অনুষ্ঠানগুলো অত্যন্ত মহিত্যপূর্ণ। আমি সচারাচর সব অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারি না সময় স্বল্পতার জন্য। আর যেহেতু চাকরি করি বললেই তো ছুটি পাওয়া যায় না ,তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে না পারলে।

আমার মনে হয় শুধু তা আমার নয়, পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে না পারার কষ্ট অনেক মেয়েদের রয়েছে ।বিবাহিত জীবনে অনেক পরিবেশ পরিস্থিতি মেনটেইন করে আমাদের চলতে হয় ‌।সব চাওয়া পাওয়াকে সবসময় গুরুত্ব দেওয়া যায় না ‌আবার অনেক সময় সব চাওয়া পাওয়ার কথা পরিবারের সাথে শেয়ার করা যায় না। তবে ভিতরে ভিতরে খুব খারাপ লাগে। ভিতরে ভিতরে থাকা ইচ্ছে গুলো মরে যায় ঠিকই, কিন্তু, এর রেস থাকে দীর্ঘদিন।

যাইহোক, আবিরের বিয়ে যে অংশগ্রহণ করতে পেরেছি ,পরিবারের সদস্যদের সাথে দেখা সাক্ষাৎ করতে পেরেছি ,আলহামদুলিল্লাহ অনেকটাই মন পাতলা হয়েছে হালকা হয়েছে। পারিবারিক অনুষ্ঠানগুলো আমাদের মনকে সতেজ করতে অগ্রণী ভূমিকা পালন করে বলে আমার বিশ্বাস। অনেক আনন্দ করেছি‌ ওদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ওদের দাম্পত্য জীবন সুখের করে শান্তির করে‌ মৃত্যুর আগ পর্যন্ত যাতে তারা সুখে শান্তিতে থাকতে পারে ,সে কামনাই করি। অভিভাবক হিসেবে সন্তানদের জন্য দোয়া করা ছাড়া আমাদের তেমন কিছু করার নেই। আল্লাহ পাকের কাছে সাহায্য চাই আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন মঙ্গলে রাখেন। সেই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Abir's reception party was held on February 7th.

Just a formality. The wedding took place a month ago. However, since it was the first wedding in my family, it was held in a very grand manner.

The main wedding ceremony was held at Dhanmondi Club. And the wedding ceremony was held at a palanquin community center in Dhanmondi 8. The eldest son of all, that is, the eldest son of the family. It was the first wedding ceremony of our family, so the excitement was a little more. With this, a new experience was added to our lives. The number of members in our family increased, since there was a wedding of sons, so naturally the members in our house increased, that is, the bride came to our house.

We got married to a young mother-in-law and went down and it was a very charming atmosphere. I recorded many videos centered around this wedding.
However, I left on the 5th. It was yellow on the 5th. There was a day of rest in between for the wedding on the 7th.

Moreover, keeping in mind that consecutive events are a bit more taxing on the body, a short break was given in between. This was good for me as I reached my sister's house at noon on the day of the yellow festival, and I couldn't go out for shopping that day. After such a long journey, I didn't feel like shopping.

So the day after the wedding, I did some shopping for the wedding. Of course, my sister had already bought the sarees. Even though we bought sarees for all three of our sisters together, the colors were different, and the sarees we bought were not the same according to our budget.

Since my elder sister's mother-in-law bought a high-end saree for her, I bought a mid-range saree for me and my younger sister, but not less. Besides, Eid is coming up soon, so I'm thinking about not buying a saree for Eid. I'll see what I can do, I can't control my mind. What happens if I don't buy an Eid saree once a year, but I don't really want to buy a saree. Even if I do buy one, I'll buy a normal three-piece one so that I can go to school.

Now that winter is almost at its end, there is not much cold, so if I buy a three-piece for Eid of Ramadan, I will buy it focusing on warmth. I will buy it keeping warmth in mind so that I can read in the heat, read comfortably, that is, it is comfortable. Besides, I am doing Eid in the country, and a lot of electricity goes out in the country. So I will keep that in mind and buy it, if I do. But I am more inclined not to buy it.

Anyway, friends, I was talking about marriage. Marriage means joy, the gathering of marriage festivals is a constant tradition. That is, a constant scene. We have met many people around this marriage, which has served as a source of joy for us.

Whether it is for family reasons or for work, I live far away from my family. I have been separated from Dhaka since my marriage, that is, since 1998. Therefore, family events are very important to me. I usually cannot attend all the events due to lack of time. And since I work, I do not get any leave, but sometimes I feel very bad if I cannot attend family events.

I think it's not just me, many girls have the trouble of not being able to participate in family events. In married life, we have to maintain many environmental conditions. Not all desires can always be given importance and many times we cannot share all desires with the family. But inside, it feels very bad. It's true that the desires that are inside die, but, their race lasts for a long time.

However, I was able to attend Abir's wedding and meet the family members. Alhamdulillah, my mind has become lighter and lighter. I believe that family events play a leading role in refreshing our minds. I had a lot of fun. I pray for them. May Allah make their married life happy and peaceful. I wish that they can live happily and peacefully until their death. As guardians, we have nothing to do except pray for our children. I ask Allah for help. May Allah keep everyone well and well. I am saying goodbye to that wish today, may Allah preserve us.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!