A beautiful day story

in blurt-188398 •  10 days ago 
IMG_20250115_160623.jpg

Hello friends

শীতের মিষ্টি রোদে দিনটা শুরু করতে ভালই লাগে। সাথে যদি থাকে এক কাপ গরম গরম চা ,তাহলে তো কোন কথাই নেই কী বলেন ,বন্ধুরা। আপনারা ও কি আমার মতো চা প্রেমিক ।চুপিসারে বলে যাবেন কিন্তু।

IMG20250114103302.jpg

তো যাই হোক, গত ১৪ই জানুয়ারি দিনটি আমার কিভাবে কেটেছিল তাই এখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সব দিন তো আর এক রকম ভাবে যায় না এটাই স্বাভাবিক। আমার সেদিনই একটু ভিন্নভাবে কেটেছে তাই ভিন্ন অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি।

সকালের কার্যক্রম সমূহ

মূলত সকালটা শুরু হয়েছিল একখানা গরম গরম চা খেয়ে। তাছাড়া আমার মনে হয় ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে মেজাজটা চাঙ্গা হয় না। ঝরঝরে হয় না ,কেমন যেন পুতিয়ে যাই,লেতিয়ে যাই। এমন একটা ভাব কাজ করে মনে ‌।

হয়তোবা চায়ের মধ্যে যে নেশা জাতীয় দ্রব্যটা রয়েছে এই নেশায় আমি আসক্ত হয়ে পড়ছি ‌। তা আমি বুঝতে পারছি। তারপর ও কোন উপায় কোন কিছু তো আসক্ত হয়ে গেলে তা থেকে সহজে তো আর বের হওয়া যায় না ।আমি চায়ের নেশা থেকে বের হতে পারছি না ,তবে পরিমাণটা আগের চেয়ে কমিয়ে দেওয়ার চেষ্টা করছি ‌।

চা খাওয়া কিছুক্ষণ পরে নাস্তা ও সেরে নিয়েছি। তবে সকালে নাস্তা তো জটপটি সেরে নিতে হয় ‌।কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে স্কুলে যেতে হয় ,ক্লাস থাকে তাই তৃপ্তি সহকারে সময় নিয়ে নাস্তাটা খেতে পারি না যেদিন আমার অফিস থাকে।

দুপুরের কার্যক্রম সমূহ

এই ব্যস্ততার মাঝেও অনেকগুলো কাপড় জমে গিয়েছিল তাই ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে গিয়েছিলাম ।স্কুল থেকে এসে , আবার এগুলো বারান্দায় মেলে দিলাম। তারপর সমস্ত রুমগুলো সুন্দরভাবে গুছিয়ে,দুপুরের খাবারের পর ,নামাজ আদায় করে ,একটু ছাদে হয়ে গিয়েছিলাম মূলত চুল শুকানোর জন্য ই গিয়েছি ।আমার যেহেতু ঠান্ডার সমস্যা , তাই চুল ভিজা থাকলে ঠান্ডা লেগে যায় । সেজন্য বেশ খানিকক্ষণ ছাদে বসে ছিলাম তাছাড়া ভিটামিন ডি এর প্রয়োজন রয়েছে চল্লিশ উর্ধ্ব সকল মেয়েদের জন্য।

IMG20250114103343.jpg
IMG20250114103353.jpg
IMG20250114103328.jpg

আমার শরীরেও হাড় ক্ষয় দেখা দিয়েছে ।তাই ডাক্তারের পরামর্শই দিনের একটি অংশ বা কিছুটা সময় রোদে থাকার চেষ্টা করি। ছাদ থেকে আসার সময় কাপড় গুলো নিয়ে এসেছিলাম, কারণ এখন বেলা খুবই ছোট দেখতে দেখতে বিকাল হয়ে যায় ।আসরের নামাজের সময় হয়ে যায়। তাই আসার সময় কাপড় গুলো নিয়ে চলে এসেছি। যাতে করে আর দুবার যেতে না হয়।

সন্ধ্যা ও রাতের কার্যক্রম সমূহ

সন্ধ্যার সময় হালকা পাতলা নাস্তা করে নেই সাথে এক গ্লাস দুধ খেয়ে ফেলি। এরপর মেয়েদের সাথে খানিকটা সময় ব্যয় করি মোবাইলে কথা বলার মাধ্যমে। সত্যি বলতে,ছেলে মেয়েরা বাইরে থাকলে বাবা-মার মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠ কাজ করে। মৌলিক কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে ছেলে মেয়েদের সাথে কথা বলা ।এটা দিনে যে কোন সময় বেছে নেই ।তবে আমি বেশিরভাগ সময় সন্ধ্যার পরে ই‌ কথা বলি ।কারণ তারা ভার্সিটিতে থাকে বড় মেয়ে ইন্টার্নি করছে ,সে ডিউটিতে থাকে ।ওদের সময় সুযোগ মতোই আমাদের তাদের সাথে যোগাযোগ করতে হয়।

IMG20250114191950.jpg

ওদের সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ওষুধ সেবন করে নেই ,আর এভাবেই আমার দিনটি কেটে যায়। আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে কাটছে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। এতে করে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, একে অপর সম্পর্কে জানতে পারব।

তো সবাই সুস্থ থাকবেন এবং অন্য কেউ ভালো রাখার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।

It's nice to start the day in the sweet winter sun. If you have a cup of hot tea with you, then there's nothing to say, friends. Are you also a tea lover like me? You can say it in secret.

So anyway, I'm trying to share with you how I spent my day on January 14th. It's natural that not all days go the same way. I spent that day a little differently, so I'm sharing my different feelings with you.

Morning activities
Basically, the morning started with a hot cup of tea. Besides, I feel like I don't feel refreshed after waking up without a cup of tea. I don't feel refreshed, I feel like I'm going to fall asleep, I feel like I'm going to lie down. That's the feeling that comes to my mind.

Maybe I am getting addicted to the intoxicant in tea. I understand that. And what is the way? Once you get addicted to something, it is not easy to get out of it. I am not able to get out of the tea addiction, but I am trying to reduce the amount I drink.

After drinking tea, I had breakfast. However, I have to hurry to have breakfast in the morning. Because I have to go to school within a certain time, I have classes, so I can't take the time to eat breakfast with satisfaction when I have an office.

Afternoon activities
Even in this busyness, many clothes got stuck, so I went to wash them in the washing machine. After coming from school, I spread them out on the balcony. Then, after tidying up all the rooms nicely, after lunch, after offering prayers, I went to the roof for a while, mainly to dry my hair. Since I have a problem with cold, I get cold if my hair is wet. That's why I sat on the roof for quite some time, besides, vitamin D is necessary for all girls above forty.

I have also developed bone loss in my body. So, as per the doctor's advice, I try to stay in the sun for a part of the day or for some time. I had brought my clothes when I came from the roof, because now it is very early in the morning and it is already afternoon. It is time for Asr prayer. So, I brought my clothes when I came. So that I don't have to go twice.

Evening and night activities
In the evening, I have a light snack and a glass of milk. Then I spend some time with the girls by talking on the mobile. To be honest, there is a lot of anxiety among the parents when the boys and girls are out. One of the basic tasks is to talk to the boys and girls. This can be done at any time of the day. But I mostly talk to them after evening. Because they are in the university and the elder girl is doing an internship, she is on duty. We have to communicate with them whenever they have the opportunity.

I talk to them, have dinner, take medicine, and that's how my day goes. Share with us how your daily life is going. This will help us build a cordial relationship with each other, and we can learn about each other.

So everyone will be healthy and someone else will try to keep it good, may Allah protect us.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord