Random Photography Post

in blurt-188398 •  15 days ago 
IMG_20240609_194400.jpg

হ্যালো বন্ধুরা

আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু ফুলের ফটোগ্রাফি। ফুল সৌন্দর্যের প্রতীক ,ভালোবাসার প্রতীক ,সে কথা আমরা সকলেই জানি। আর যে কোন শুভ কাজের শুরুটা ফুল দিয়েই হয়। ফুল কে ঘিরে রয়েছে হাজারো কবিতা উপন্যাস। এমন কী প্রত্যেকের জীবনে কিছু সুন্দর মুহূর্ত ও মধুর স্মৃতি সাথে জড়িয়ে আছে এই ফুল।

রূপবৈচিত্রের দেশে হাজারো রকমের ফুলের দেখা মিলে ,একেক ঋতুতে একেক রকমের ফুল ফোটে। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি এর গন্ধ বা ঘ্রাণে ও মুগ্ধ করে আমাদেরকে।

ফুল পছন্দ করে না বা ভালোবাসে না এমন লোক পাওয়া দুষ্কর। আমি নিজেও ব্যক্তিগতভাবে ফুল খুব পছন্দ করি। যে ফুলগুলো আপনাদের সাথে আজ শেয়ার করছি সবগুলি আমার কোয়াটার ভিতর থেকে তোলা ‌একেক সময়ে একেকটি তুলেছিলাম তাই আজ ভাবলাম যে আপনাদের সাথে সবগুলো ফুলের ছবি শেয়ার করি।

IMG20240601074442.jpg

প্রথম যে ছবিটি আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে কাকরোল ফুল। কাকরোল আমরা সবজি হিসাবেই চিনে থাকি কিন্তু এর মধ্যে এত সুন্দর ফুল ফোটে তা আমি আগে নিজেও জানতাম না। অদ্ভুত সুন্দর একটি ফুল। এই ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ছবি তুলতে একপ্রকার বাধ্যই হয়েছি আমি ‌। আমি স্কুলে যাওয়ার পথে ,এক সবজি বাগানে অসাধারণ সুন্দর ফুলটি ফুটেছিল। তাই ক্যামেরাবন্দি করতে কাল বিলম্ব করিনি। আমার বিশ্বাস আপনাদের কাছেও এই অদ্ভুত সুন্দর ফুলটি ভালো লাগবে। সুপরিচিত এই সবজি বিভিন্নভাবেই খাওয়া যায়। যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই এই সবজিটি খেয়ে থাকে ‌তবে আমার সবচেয়ে ভালো লাগে বেসন দিয়ে ডুবু তেলে ভাজি করা কাকরোল ভাজি।

IMG20240605103028.jpg

বন্ধুরা এখন যে ছবিটি আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে লজ্জাবতী ফুল। ফুলের নামকরণ শুনেই বুঝা যাচ্ছে যে এই ফুলের পাতায় স্পর্শ করলে লজ্জায় লাজুক হয়ে নিজেকে গুটিয়ে ফেলে। তাই এই ফুলকে লজ্জাবতী ফুল বলা হয়। এটি অসাধারণ সুন্দর একটি ফুল। তবে একেবারেই ক্ষণস্থায়ী। খুব অল্প সময়ের জন্যই ফুলগুলো ফুটে। লজ্জাবতী গাছের শিকড় পাতা কাণ্ড সব কিছুই বেসন ঔষধ হিসেবে ব্যবহৃত হয় একথা হয়তো আপনার আমার পূর্বের কোন এক পোস্টে জেনেছেন। তাই আজ আর এই নিয়ে আলোচনা করছি না।

IMG20240605103449.jpg

বন্ধুরা এটি হচ্ছে করলা ফুল ‌। আমরা সবজি হিসেবেই চিনি বহুল পরিচিত একটি সবজি। ডায়াবেটিস রোগীদের জন্য মহা ঔষধ হচ্ছে করলা ।যে কোন পেটের পিড়ায় করলা খুব ভালো কাজ করে তবে এর ফুলটি ও অসাধারণ সুন্দর ।একেবারেই নাজুক ‌ প্রকৃতির একটি ফুল। উজ্জ্বল হলুদ বর্ণের ফুলটি তার আপন সৌন্দর্যে সজ্জিত হয়ে আছে।

সত্যি কথা বলতে প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। মহান রাব্বুল আলামিন তার নিজ হাতেই পৃথিবীকে তৈরি করেছেন এবং প্রতিটি জিনিসের ই রয়েছে অসাধারণ সৌন্দর্য‌।

IMG20240605103006.jpg

এটি একটি বনফুল তবে দেখতে অনেকটা বেগুন ফুলের মত ‌। ধূসর সাদা বর্ণের ফুলের মাঝখানে হলুদ বর্ণের রেনু রয়েছে। যা দেখতে অসাধারণ সুন্দর লাগছে আর এর জন্যই আমি এই ফুলটি ও ক্যামেরা বন্দি করতে দ্বিধাবোধ করিনি। বন্ধুরা আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ।আপনাদের মূল্যবান কমেন্ট আমার লেখার আগ্রহ বাড়িয়ে দেয় দ্বিগুণ পরিমাণে।

আজ তাহলে এখানেই শেষ করছি ।সবার সুস্বাস্থ্য কামনা করছি ।আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবার-পরিজনের সাথে সুন্দর দিন কাটাবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Today I will share with you some flower photography. We all know that flowers are a symbol of beauty, a symbol of love. And any good work starts with flowers. There are thousands of poems and novels surrounding flowers. In fact, these flowers are associated with some beautiful moments and sweet memories in everyone's life.

In this land of diversity, thousands of different types of flowers can be seen, with different types blooming in each season. Along with their external beauty, they also fascinate us with their fragrance.

It is difficult to find a person who does not like or love flowers. I personally love flowers very much. The flowers that I am sharing with you today are all taken from my quota. I took them one by one, so today I thought of sharing all the pictures of flowers with you.

The first picture I am sharing with you is of the Kakrol flower. We know Kakrol as a vegetable, but I did not know that such a beautiful flower blooms in it. A strangely beautiful flower. I was attracted by the beauty of this flower and was compelled to take a picture. On my way to school, I saw a wonderful beautiful flower blooming in a vegetable garden. So I did not delay in capturing it yesterday. I believe you will also like this strangely beautiful flower. This well-known vegetable can be eaten in many ways. Everyone eats this vegetable in the way they like, but I like the Kakrol bhaji fried in oil with gram flour the most.

Friends, the picture I am sharing with you now is the Shame Flower. Just by hearing the name of the flower, it is understood that if you touch the leaves of this flower, you become shy and curl up in shame. That is why this flower is called the Shame Flower. It is an extraordinarily beautiful flower. But it is very short-lived. The flowers bloom for a very short time. You may have learned from one of my previous posts that the roots, leaves, stems, and all parts of the Shame Plant are used as medicine. So, I am not discussing this anymore today.

Friends, this is the bitter gourd flower. We know it as a vegetable, a well-known vegetable. Bitter gourd is a great medicine for diabetic patients. Bitter gourd works very well for any stomach ache, but its flower is also extraordinarily beautiful. It is a flower of absolutely delicate nature. The bright yellow flower is adorned with its own beauty.

To be honest, the beauty of nature cannot be described in detail. The Almighty God created the world with His own hands, and every thing has its own unique beauty.

This is a wild flower but it looks a lot like an eggplant flower. The grayish white flower has a yellow ray in the middle. Which looks incredibly beautiful and that is why I did not hesitate to capture this flower on camera. Friends, let me know how you liked my photography post through the comments. Your valuable comments increase my interest in writing by double.

Today, I am ending here. I wish everyone good health. And I hope that wherever you are, you will be well and healthy. I am saying goodbye here today, expressing the hope that you will spend a wonderful day with your family and loved ones. May Allah Hafez bless you.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  15 days ago  ·  

প্রয়োজনীয় তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ

Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp