হ্যালো বন্ধুরা
২৭শে ফেব্রুয়ারি ছিল আমার দুইজন কলিগের বিদায়ের দিন। একজন অন্যত্র ট্রান্সফার হয়ে গিয়েছে, আরেকজন চাকরি থেকে অবসর নিয়েছে। দুজন সহকর্মী ই আমার খুব কাছের এবং পছন্দের ব্যক্তি ছিলেন। চাকরি জীবনে দীর্ঘদিন এক সাথে থাকার ফলে পরস্পরের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়। তাছাড়া দুজনেই বয়সে আমার বড় ছিল বলে, আমি তাদেরকে বড় ভাইয়ের মতোই দেখতাম।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
মজার বিষয় হল আমরা হাজব্যান্ড ওয়াইফ একই প্রতিষ্ঠানে চাকরি করি ।তাই আমার সব কলিক রাই আমাকে ভাবি বলে ডাকে। আমি একমাত্র ভাবি, তাই আমার কাছে ওদের বিদায়টা একটু খারাপ লেগেছে। যেকোনো প্রয়োজনে আমাকে ভাবি বলে সম্বোধন করত এবং একটু বেশি সম্মান করতো।
যেহেতু সামনে রোজার বন্ধ পরে যাবে প্রায় 40 দিনের মতো বন্ধ থাকবে স্কুল ।সেজন্য চারটি ক্লাস হওয়ার পর উনাদের বিদায়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এবং আমাদের কারখানার জি এম মহোদয় এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠান টা অন্যান্য আট দশটা অনুষ্ঠানের চেয়ে একটু ভিন্ন রকম হয়। সবার মন খারাপ ছিল বিশেষ করে আমাদের ধর্মীয় শিক্ষক যিনি, তিনি ছিলেন কুরআনে হাফেজ আমাদের স্কুলে বা কলেজে যে কোন অনুষ্ঠানে উনি কোরআন তেলাওয়াত করতেন এবং কোরআনের আয়াতগুলো বাংলায় অনুবাদ করে শোনাতেন ।তাছাড়া উনি সু কন্ঠের অধিকারী ছিলেন।ওনার তেলাওয়াত এত মধুর , যা ভাযায় প্রকাশ করার মত নয় ।
আমাদের কলেজের প্রিন্সিপাল মহোদয় বারবার ওনার কথা বলছিলেন। আমরা একজন সুমধুর কন্ঠের কোরআন তেলাওয়াতকারীকে হারাবো ।উনার কন্ঠে আর কোরআন তেলাওয়াত শুনতে পারবো না ।উনি চলে গেলেও উনার কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে দাগ কেটে থাকবে সারা জীবন।
আসলেই তাই ,কারো শূন্যস্থান কেউ পূরণ করতে পারে না। আর কারো বিকল্প কেউ হতে পারে না প্রতিটা মানুষের মধ্যে আলাদা বৈশিষ্ট্য থাকে ।আর সেই বৈশিষ্ট্য গুলির জন্য সে সারা জীবন সে তার স্থান দখল করে থাকে। একজন আমাদের প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক আরেকজন হচ্ছেন সহকারী প্রধান শিক্ষক দুজন শিক্ষকই আমাদের প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রয়োজন বোধে ট্রান্সফার করে দেয় ,এতে কারো হাত থাকে না। যেতে ইচ্ছে করে না করলেও যেতে হয়। মনের বিরুদ্ধেও করতে হয়। কিছু করার নেই। মেনে নেওয়া ছাড়া আসলে তেমন কিছু করার থাকে না। উনারা ও হয়তো বাস্তবতা মেনে নিয়েছেন ।তাই প্রিয় জায়গা পরিচিত মুখ ছেড়ে অচেনা অজানা জায়গায় জীবিকার তাগিতে চলে যাচ্ছেন।
আমাদের সবারই মন খারাপ ছিল। অনেক সহকর্মী তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ।অনেকে আবার কান্নায় ভেঙে পড়েছেন অতি স্মৃতি মনে করে। খুব খারাপ লাগছিল আসলে, বেশি খারাপ লাগছিল আমাদের ধর্মীয় শিক্ষক যখন আমাদের কাছ থেকে বিদায় নিতে আসছেন ।এক এক করে নাম ধরে বিদায় নিচ্ছেন আমরা অনেকেই কান্না করে দিয়েছি।
দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে ভালো রাখেন এবং বাকি জীবনগুলো যেন সুন্দর ভাবে কাটাতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে ২০২৬ সালের মধ্যে অনেক শিক্ষকের বিদায় হয়ে যাবে। প্রায় প্রতিবছরই দু একজন করে বিদায় নিচ্ছে তবে সবচেয়ে বেশি অবসরে যাবেন 26 সালে।
আমাদের প্রতিষ্ঠানে বিদায় কমিটি রয়েছেন। বিদায় কমিটির কনব্যানার হলেন আমার সাহেব। তাই ওর কাছে কোন শিক্ষক কত সালে রিটায়ার্ড করবেন বা অবসরে যাবেন সেই তালিকা রয়েছে। যাইহোক বন্ধুরা বক্তৃতা পর্ব শেষ করে হালকা পাতলা নাস্তার ব্যবস্থা ছিল সবাই মিলে একসাথে নাস্তা করলাম এবং ক্রেস বিতরণ করা হলো বিদায়ী শিক্ষকদের মাঝে।
এবং আমরা পরস্পরের সাথে কথাবার্তা বলে কিছু ফটোগ্রাফি করলাম স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য।
যা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় অনেকদিন হয়ে গেল লিখব লিখব করে লেখা হচ্ছিল না। একদিকে রমজান মাস অন্যদিকে বিভিন্ন ঝামেলার কারণে পোস্ট লেখা হয়ে উঠছে না।
![]() |
---|
পরিশেষে আমাদের বিদায়ী শিক্ষকদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাদেরকে সবসময় ভালো রাখেন এবং পরিবার পরিজনদের সাথে একটি আনন্দ ঘন পরিবেশে বসবাস করতে পারেন। সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ, শুভরাত্রি।
February 27th was the farewell day of two of my colleagues. One was transferred to another place, the other retired from the job. Both of these colleagues were very close and dear to me. Being together for a long time in our working life, we developed a good relationship with each other. Moreover, since both of them were older than me, I considered them like elder brothers.
The funny thing is that my husband and wife work in the same company. That's why all my colleagues call me Bhabhi. I'm the only Bhabhi, so I felt a little bad about their departure. They would address me as Bhabhi whenever they needed me and would respect me a little more.
Since the Ramadan fast is coming to an end, the school will be closed for about 40 days. Therefore, a farewell ceremony was organized for them after four classes. And the GM of our factory was present at this farewell ceremony.
The farewell ceremony was a little different from the other eight or ten ceremonies. Everyone was sad, especially our religious teacher, who was a Hafiz of the Quran. He used to recite the Quran at any ceremony in our school or college and translate the verses of the Quran into Bengali. Moreover, he had a beautiful voice. His recitation was so sweet that it is impossible to express it in words.
Our college principal was talking about him repeatedly. We will lose a Quran reciter with a sweet voice. We will not be able to hear Quran recitation in his voice anymore. Even though he is gone, his Quran recitation will remain etched in our hearts for the rest of our lives.
It is true, no one can fill someone's void. And no one can be someone's substitute. Every person has different characteristics. And because of those characteristics, he occupies his place throughout his life. One is the religious teacher of our institution and the other is the assistant principal. Both teachers were very important people for our institution.
In the case of government jobs, people are transferred to different places as per their need, and no one has any say in it. Even if you don't want to go, you have to go. You have to do it against your will. There is nothing you can do. There is really nothing you can do except accept it. They may have accepted the reality. That is why they are leaving their beloved places and familiar faces and moving to unknown places in search of livelihood.
We were all sad. Many colleagues gave speeches for them. Many broke down in tears remembering the memories. It felt very bad, in fact, it felt even worse when our religious teacher came to say goodbye to us. One by one, we were saying goodbye by name, and many of us cried.
I pray that the Almighty God will keep them well and that they can spend the rest of their lives happily. Many teachers will be retiring from our institution by 2026. Almost every year, one or two teachers are retiring, but the largest number will retire in 2026.
There is a farewell committee in our institution. My boss is the convenor of the farewell committee. So he has a list of which teachers will retire or go into retirement in what year. Anyway, friends, after the lecture session, there was a light snack arrangement, we all had breakfast together and the crepes were distributed among the departing teachers.
And we talked to each other and took some photographs to keep as memories.
Which I am sharing with you today. It has been a long time since I have written and written. On the one hand, the month of Ramadan and on the other hand, due to various problems, the posts are not being written.
Finally, I pray for our departing teachers. May Allah always keep them well and may they live in a happy environment with their families. With that hope, I am saying goodbye here today. May Allah protect us, good night.