![]() |
---|
হ্যালো বন্ধুরা
অনেকদিন পর আপনাদের মাঝে এসে হাজির হলাম। আশা রাখি আপনারা যে যেখানে আছেন, ভালো আছেন ,সপরিবারে সুস্থ আছেন। দেশের পরিস্থিতির কারণে মন মানসিকতা একেবারেই খারাপ। আপনজনদের মধ্যে অনেকেই খুব খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছেন। যাই হোক খুব দ্রুত যেন স্বাভাবিক পরিবেশ বিরাজ করে সেই আশাবাদ ব্যক্ত করছি।
একটা বিশেষ প্রয়োজনে দেশের বাড়ি এসেছি তাই কিছু ফটোগ্রাফি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শরীর মন ভালো থাকুক আর মন্দ থাকুক সময় ,সময় মতোই চলে এটাই স্বাভাবিক নিয়ম।
প্রকৃতি ও তার আপন মনেই সাজে অনুকূল ,প্রতিকূল উভয় পরিস্থিতিতেই। আমি মনে করি প্রকৃতির কাছ থেকেও আমাদের অনেক কিছুই শেখার রয়েছে হতাশা গ্রস্থ হওয়া বা অল্পতেই মন ভেঙে ফেলা উচিত নয় কিন্তু আমরা তো রক্তমাংসে মানুষ। আপনজন নিয়ে খারাপ অবস্থা দেখে নিজের খুব খারাপ লাগে। কাছের মানুষকে যখন দেখি হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, তখন নিজের কাছে খুব অপরাধ কাজ করে। হয়তোবা আমরা সাহায্য করতে পারছি না। অন্তত সহানুভূতিটুকু তো দেখানো উচিত।
যাইহোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম এখন যে ছবিটি শেয়ার করছি এটি হচ্ছে রক্ত জবা ফুল এটা আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুরের ঘরের সামনেই বিশাল বড় একটি গাছ। এত সুন্দর টকটকে লাল, মনে হয় যে বাংলাদেশের মানচিত্রের মাঝখানের অংশটুকু । অদ্ভুত সুন্দর এই রক্ত জবা ফুল। রক্তজবা ফুল অনেক রকমেরই হয় ।তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে লাল রঙের ফুল টা।
আমি যতবারি শ্বশুরবাড়িতে আসি এই ফুলের প্রেমে আমি পুড়ে যাই প্রতিবারই কোন না কোন ফটোগ্রাফি করে ফুলকে ঘিরে। যেকোনো ফুলে আমার কাছে খুব ভালো লাগে তবে রক্ত দেওয়া ফুলটি কেন জানি একটু বেশিই ভালো লাগে।
![]() |
---|
এটি হলো হাজার গোলাপ অনেকগুলি গোলাপ একসাথে ফোটে ,কিন্তু আকারে অনেকটা ছোট হালকা গোলাপি রঙের একটি ফুল। আমার শ্বশুর বাড়িতে অনেক ফুল গাছ রয়েছে,ঐ গুলো দেখার জন্য ভারী ধরনের ফুলের মেলা আমার বাড়ির আঙিনায় জুড়ে । ইট পাথরের ভিড়ে সারা বছর থাকে যখনই দেশে আসি তখনই ফুলের মুগ্ধতায় মুগ্ধ হয়ে যাই।
![]() |
---|
এখন আপনাদের সাথে উপস্থাপন করব এটি কোন ফুল নয় এটি হলো আমার বিল্ডিংয়ের কোনায় প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুম।
![]() |
---|
তবে এটিকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ব্যাঙের ছাতা। আমার মনে হয় কোনো ব্যাংকগুলো যখন বাচ্চা ফোটায় তখন মনে হয় এর নিচে বসে থাকে। তাই এটিকে ব্যাঙের ছাতা বলা হয়। এটি সম্পূর্ণ আমার নিজের ধারণা এ সম্পর্কে আমার কোন সঠিক ধারণা নেই ।সত্যি কথা বলতে কি এটি আমরা আমাদের মা চাচিদের মুখেই শুনেছি আঞ্চলিক ভাষাগুলো আসলে প্রথা হিসেবে ব্যবহৃত হয়।
![]() |
---|
এখন আর কোন ফুল আপনাদের সাথে শেয়ার করব না। এখন শেয়ার করব আমার গাছে প্রথমবার জন্মানো বাতাবি লেবু। গাছটা এতটাই ছোট যে ছবি উঠাতে যেয়ে আমাকে মোবাইল নিয়ে নিচু হতে হয়েছিল সাধারণত গাছের ফলের ছবি উঠাতে গেলে মোবাইলটা উপরের দিকে ধরে রাখতে হয় কিন্তু এবার ই ব্যতিক্রম হল মোবাইলটা নিচের দিকে রেখে আমাকে বাতাবি লেবুর ছবিটা উঠাতে হয়েছিল।
বন্ধুরা এই ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্টের ফটোগ্রাফি গুলো। আশা রাখি আপনাদের ভালো লাগবে।আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।