![]() |
---|
হ্যালো স্টিমিট বন্ধুরা
আসসালামু আলাইকুম, আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। তবে আমি ভালো নেই, বিপদ আমার পিছুই ছাড়ছে না এমনটাই মনে হচ্ছে এখন ।
![]() |
---|
এখন আমি সদর হসপিটালে ভর্তি আছি। গতরাতে শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল।অবস্থার অবনতি দেখে গাড়ি ভাড়া করে জেলা সদরের একটি ক্লিনিকে ভর্তি হয়ে গেলাম। ইউরিন ইনফেকশন এবং পেট খারাপ একসাথে।
ইউরিন ইনফেকশন চরম পর্যায়ে, তাই ডাক্তার সাহেব বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন কারন জানার জন্য। অন্যান্য রিপোর্টগুলো মোটামুটি ভালোই কিন্তু ইউরিনের কালচার রিপোর্টটি এখনো রেডি হয়নি সবাই আমার জন্য দোয়া করবেন।
![]() |
---|
কিডনির অবস্থা দেখার জন্য একটা আল্ট্রাসনোগ্রাফ করতে বলেছে। দেখা যাক আল্লাহপাক ভাগ্যে কি রেখেছে। বুঝতেছিনা একের পর এক বিপদ আমাকে গ্রাস করছে হয়তোবা মহান রাব্বুল আলামীন আমার মানসিক শক্তি বাড়ানোর জন্য একের পর এক পরীক্ষা দিচ্ছে।
||
|-|
হাতে স্যালাইনরত অবস্থায় আপনাদের সাথে পোস্ট লিখছি মনে হচ্ছে যে ,আপনাদের সাথে শেয়ার করলে আমার মন হালকা হবে। অসুস্থ থাকলে দেখবেন যে বিভিন্ন খারাপ চিন্তা মাথায় আসে। তাই নিজেকে ব্যস্ত রাখার জন্যই আসলে আমি পোস্টটি করেছি পোস্ট করার মত আমার শারীরিক মানসিক কোন অবস্থায় ভালো নেই।
![]() |
---|
এখন আমি বুঝতে পারছি পৃথিবীর একটি পরীক্ষা কেন্দ্র। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয় ধৈর্যের সাথে। তবে এটিও সত্য একের পরে বিপদ আসতে থাকলে মন ভেঙে যায় ।যতই নিজের মন শক্ত করার চেষ্টা করি মনোবল হারিয়ে ফেলছি।
কেন আমার সাথে এমনটি হচ্ছে এর প্রতিকারই বা কি এই প্রশ্নটিও মনে জাগে বারবার। আল্লাহ যেন আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ আরশ থেকে তার রহমতের বার্তা আমার জন্য পৌঁছে দেন। বিপদ আপদ জীবনের একটি অংশ, এটি যেমন সত্য বিপদে হাল ধরে রাখা মন শক্ত রাখা অনেক বড় ব্যাপার এটিও তেমনই সত্য।
একটি প্রবাদ রয়েছে ,বলা সহজ করা কঠিন ।আমার কাছে মনে হচ্ছিল ।কোন ভাবেই আমি আর মনবোল ধরে রাখতে পারছিলাম না। একদিকে প্রচন্ড শীত মিনিটে মিনিটে বাথরুমে যাওয়া আসা কুলিয়ে উঠতে পারছি না।
তবে আমার সাহেব কে অসংখ্য ধন্যবাদ ।এই শীতের মধ্যে আমার সাথে এত দীর্ঘ পথ এসেছেন এবং খুব তৎক্ষণিকভাবে সমস্ত কিছুর ব্যবস্থা করে ফেলেছেন।
আল্লাহ তায়ালা রব্বুল আলামীন খুব একটা কষ্ট দেননি আমাকে। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই ভালো। তবে এখনো হসপিটালে এডমিট রয়েছি। আগামীকাল রিলিজ দেয় কিনা বলতে পারি না। মোটেও ভালো লাগছেনা হসপিটালের। পরিবেশটা যত ই সুন্দর থাকুক না কেন, চারদিকের রাহাজানি। বিভিন্ন ধরনের রোগীর আত্মনাদ দেখে এমনিতেই মন ছোট হয়ে যায়।
সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবার জন্যই মঙ্গল বয়ে আনেন। আজ তাহলে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।