![]() |
---|
হ্যালো বন্ধুরা
বেশ কয়েকদিন যাবৎ সময় সুযোগ করে উঠে পারছিলাম না, তাই আপনাদের সাথে পোস্ট শেয়ার করাটা অনেকটাই মুশকিল হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ দিনগুলো ভালোই কেটেছিল ।কোন বিপদ আপদ হয়নি। সেই আনন্দঘন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ব্লগ।
![]() |
---|
আমার বড় বোনের ছেলে আবিরের আর্থ অনুষ্ঠানের কিছু খণ্ড চিত্র আপনাদের মাঝে তুলেছিলাম একটি ব্লগের মাধ্যমে। আজ ছিল গায়ে হলুদ। দুই ফ্যামিলি একসাথে অনুষ্ঠান করেছিল। ধানমন্ডি আট পানশীতে । যেহেতু বডর কনের আগেই আর্থ হয়ে গিয়েছিল। তাই বড় হলে আমাদের মাঝে নাচ ও গান উপস্থাপন করেছেন। এমনকি বর কনে একসাথে নেঁচেছেন। শুধু তাই নয়,বর পরপর কয়েকটি গান আমাদের উপহার দিয়েছেন। এর কারণ হলো বরের পরিবার সংস্কৃতিক মনা। আমার ভগ্নিপতি ও বেশ সুন্দর গান করে।
![]() |
---|
![]() |
---|
যখন সে স্কুলে ভর্তি হয়েছে, তখন থেকে ই সে গান রেওয়াজ করে। তবে দীর্ঘদিন অনুশীলনের অভাবে অনেকটা বসে গিয়েছে গলা। তারপর ও মোটামুটি খারাপ হয়নি ।সবাই মিলে উপভোগ করেছিলাম বরের গানগুলো। কিছু কিছু গান রয়েছে যতই দিন যায়, ততই তার নতুনত্ব বৃদ্ধি পায়। এমন ই কিছু গান ছিল।
আমাদের ও কনের পক্ষের পোশাকের মধ্যে ছিল ভিন্নতা। তাই খুব সহজেই বুঝা গিয়েছিল যে ,কে কোন পক্ষ থেকে এসেছে। কেউ খোঁজ খবর নিতে ব্যস্ত, কেউ আবার মচমচে জিলাপি খাওয়ায় ব্যস্ত। কেউ আবার নাচের তালে তালে গান প্র্যাকটিস করছে।
অনেক বছরের পুরনো আত্মীয়র সাথে দেখা । তাই তাদের সাথে তো একটা সাধারন আলোকচারিত রয়েই যায়। একে অপর কে জানার একটা ব্যাপার থাকে। তার সাথে থাকে অতীতের মধুর স্মৃতি, অনেক সময় দুঃখের স্মৃতিও থাকে। অনেক লোকজন কিন্তু সবার কাজ এক রকম নয় ,একেক জন একেক কাজে ব্যস্ত।
কনের বাবা ও বরের বাবা ছিল সার্বিক তত্ত্বাবধানে।
আর কার কখন কি লাগবে, তাড়াতাড়ি সেটার ব্যবস্থা করে দিচ্ছে যাতে করে আনন্দে কোন প্রকারের ভাটা না পরে। ঐদিক দিয়ে ডিজে ড্যান্স চলছে, যে যার মত করে নাচতে ছিল।
![]() |
---|
![]() |
---|
সব মিলিয়ে অনেক সুন্দর একটা দিন উপভোগ করেছিলাম বন্ধুরা। যেহেতু রাতের অনুষ্ঠান ছিল তাই ,সবাই আসরের পর থেকে ই রেডি হ ওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর গায়ে হলুদ মানেই তো শাড়ি। এখন যে অবস্থা খুব একটা শাড়ি পড়া হয়না। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান গুলো তে শাড়ী না পরলেই নয়, তখনই শাড়ি পড়া হয় আসলে। যেখানে শাড়ি ব্যাপার রয়েছে, সেখানে অনেক অপশন থেকে যায়।
শাড়ীর সাথে ম্যাচিং করে গয়না ,চুরি ,হিজাব সবকিছু একসাথে রেডি করে রেখেছি। যাতে করে রেডি হতে সময় কম লাগে। আমার বোনের বাসা ধানমন্ডি পাঁচ। কমিউনিটি সেন্টার হচ্ছে ধানমন্ডি আট। খুব বেশি দূরে নয় তারপরও আমরা মোটামুটি সবাই আগেই রেডি হয়ে বসে ছিলাম।
তাছাড়া আগে গেলে ,আগে পাব এমন একটা বিষয় ।সবার আকর্ষণ ছিল ফুচকার প্রতি। ফুচকার স্টলে ছিল উপচে পড়া ভিড়। সব বয়সী লোকেরই যে, ফুচকা খুব। পছন্দ এটি আরেকবার ও প্রমাণিত হলো। অনেকে আবার গরম গরম জিলাপিও খেয়েছিল তবে আমি জিলাপি খাইনি আমি ফুচকাই খেয়েছি।
তারপর অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডিজে গানের সাথে লাফালাফি করেছিলাম সবাই মিলে। মোটকথা সবাই এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলাম কোনো ভেদাভেদ ছিল না। সেই লেভেলের মজা করেছি সবাই মিলে।
একটি স্মরণীয় দিন, কিছু আনন্দঘন মুহূর্ত। আপনাদের সাথে শেয়ার না করলে কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। তাই এত ব্যস্ততার মাঝেও একটু সময় সুযোগ বের করে নির্জন পরিবেশ এসে পোস্ট লিখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যাতে আমার এই ব্লগের মাধ্যমে আমার আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারেন।
প্রতিটা দিন বা মুহূর্ত একরকম যাবে না এটাই নীতি।
তবে কিছু কিছু মুহূর্ত একটু বেশি অন্যরকম থাকে। মূহূর্ত যাই হোক এর একটা প্রতিক্রিয়া মনের মধ্যে চলতে থাকে।
সেজন্যই হয়তো আমরা খুব বেশি ভালো মুহূর্ত গুলো ও খারাপ মুহূর্তগুলো মনে রাখি। আপনারা আমার ভালো মুহূর্তের অধিকারী হন ।এই ব্লগটি মাধ্যমে সে প্রত্যাশা ব্যক্ত করে, বিদায় নিচ্ছি ,আল্লাহ হাফেজ। শুভকামনা রইল সবার জন্য।
I haven't been able to get up for a few days, so it has been very difficult to share posts with you. But Alhamdulillah, the days were spent well. There were no accidents. Today's blog is to share those happy moments with you.
I shared some pictures of my elder sister's son Abir's marriage ceremony with you through a blog. Today he was wearing yellow. The two families had a ceremony together. At Panshi, Dhanmondi. Since the elder brother had married before the bride, he performed dances and songs among us. Even the bride and groom danced together. Not only that, the groom gifted us a few songs in a row. The reason for this is that the groom's family is culturally minded. My brother-in-law also sings quite beautifully.
He has been singing since he joined school. However, his voice has become quite weak due to lack of practice for a long time. After that, he has not been bad at all. We all enjoyed the groom's songs together. There are some songs that become more and more innovative as time goes by. There were some songs like this.
There was a difference in the attire of our party and the bride's party. So it was easy to understand who came from which side. Some were busy searching for information, some were busy eating spicy jilapi. Some were practicing songs to the rhythm of the dance.
Meeting a relative who is many years old. So, a common bond remains with them. There is a matter of getting to know each other. With that, there are sweet memories of the past, sometimes there are also sad memories. Many people, but not everyone's work is the same, each person is busy with different work.
The bride's father and the groom's father were in overall supervision.
And they quickly arranged for what was needed, when, so that there was no decline in the joy. A DJ was playing, and everyone was dancing as they pleased.
All in all, I enjoyed a very beautiful day, friends. Since it was a night event, everyone was preparing to get ready since after Asr. And wearing yellow means wearing a saree. Now, the situation is that sarees are not worn very often. Especially at weddings, it is not necessary to wear a saree, but only then. Where there is a saree issue, there are many options.
I have prepared everything together, matching the saree with the jewelry, stole, and hijab. So that it takes less time to get ready. My sister's house is in Dhanmondi 5. The community center is in Dhanmondi 8. Even though it is not very far, we were all ready in advance.
Moreover, the earlier you go, the sooner you get it. Everyone was attracted to the fuchka. The fuchka stall was crowded. People of all ages love fuchka. This was proven once again. Many also ate hot jilapi, but I did not eat jilapi, I ate fuchka.
Then we came to the end of the program. We all jumped together to the DJ's song. Basically, we all stood in one row, there was no difference. We all had fun at that level.
A memorable day, some happy moments. If I don't share it with you, it feels like there is a void. So, despite all my busy schedule, I am trying to find some time to come to a secluded environment and write a post and share it with you. So that you can witness my happy moments through this blog of mine.
It is a principle that not every day or moment will be the same.
However, some moments are a little more different. Whatever the moment, a reaction continues in the mind.
That's why maybe we remember the good moments and the bad moments too much. You are the owner of my good moments. Through this blog, I express my hope, saying goodbye, Allah Hafez. Best wishes to everyone.