![]() |
---|
Hello friends |
---|
আবার ও চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে আমার আজকের দিনের কার্যক্রম শেয়ার করার জন্য। মন ভাল থাকলে সবই ভালো থাকে, একটি বিশেষ কারণে মনটা খুব খারাপ ।তাই পোস্ট লিখতে ও ইচ্ছে করছে না। তারপরও অনেকটা মনের সাথে যুদ্ধ করেই লিখতে বসলাম। একটু নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য। দেশের বর্তমান পরিস্থিতিও খুবই খারাপ তাছাড়া আপনারা সকলে জানেন আমার ছোট মেয়েটা ঢাকা ভার্সিটিতে পড়ে ।বিভিন্ন কারণে অনেক চিন্তার মধ্যেই আছি ।সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সব কিছুর সঠিক ফয়সালা দান করেন।
সকালের কার্যক্রম সমূহ |
---|
যাইহোক বন্ধুরা যেহেতু আমার স্কুলে পরীক্ষা চলছে তাই সকালে রেডি হয়ে স্কুলে চলে গেলাম পরীক্ষা নেওয়ার জন্য। যেহেতু দিনের বেশিরভাগ সময় স্কুলে কাটাবো তাই স্কুলে যাওয়ার আগে মোটামুটি
![]() |
---|
অনেকগুলো কাজই আমাকে সেরে যেতে হয় ,কারণ স্কুল থেকে এসে ওই কাজগুলো করতে আর ভালো লাগেনা। আজকের সকালের নাস্তা ছিল রুটি আমি বেশিরভাগ সময়ই সকালের নাস্তাটা রুচি দিয়েই করি।
![]() |
---|
নাস্তা খেয়ে দুপুরে রান্নাটা সাথে সাথে সেরে ফেলেছি। কারণ আমি দুপুরে এসে রান্না করার সময় পাবো না। এসে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবার খেতে হয়। তাই স্কুলে যাওয়ার আগেই আমি রান্না শেষ করে ফেলি বাকি যতোটুকু থাকে খালাকে বুঝিয়ে দিয়ে যাই খালা সেই গুলো মোটামুটি করে ফেলতে পারে।
দুপুরের কার্যক্রম সমূহ |
---|
আমার স্কুলে মূল্যায়ন উৎসব চলছে,তাই বাচ্চারা প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টা বসে মূল্যায়ন পরীক্ষা দিচ্ছে। বাচ্চারা তো ওদের মত করে লিখছে ,কিন্তু আমরা যারা শিক্ষক তাদের তো ৫ ঘন্টা কাটানো বড়ই মুশকিলের ব্যাপার। অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাছাড়া প্রথম এরকম পরীক্ষা নিচ্ছি।
![]() |
---|
![]() |
---|
আমার জন্য বিষয়টা একেবারেই নতুন। হঠাৎ করে প্রচন্ড ঘুম পাচ্ছিল ।কিন্তু পরীক্ষার হলে তো আর ঘুমানোর সময় নেই । সম্ভাবনাতো নেই ই এটা কল্পনা করাই তো বোকামি। তাইতো মনকে হালকা করার জন্য বা ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য কয়েকটি ছবি তুলে নিলাম। তারপর অফিস রুমে চলে গিয়েছিলাম চা খেতে ।কারণ চা খেলে ঘুম কেটে যাবে চায়ের সাথে বিস্কিট ও ছিল। পরীক্ষা চলাকালী সময় আমাদের স্কুলে চা বিস্কুটের ব্যবস্থা করা হয়।
সন্ধ্যা ও রাতের কার্যক্রম সমূহ |
---|
আজ সন্ধ্যার নাস্তা টা ছিল বড়ই মজাদার নিজের হাতে তৈরি করা ডেলিসিয়াস খাবার। ভেজিটেবল স চিকেন ফ্রাই । এই সময় বাজারে খুব একটা সবজি পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করে ফ্রাইড রাইস রান্না করার জন্য পেঁপে ,ক্যাপসিকাম ,ও বরবটি কিনে নিয়ে এসেছি। মেয়েদের পছন্দ মত সবজি কিনে এনেছি ।কারণ তারা বিকেল বেলা বাসায় চাইনিজ খাবার রান্না করবে। তাছাড়া ইদানিং আমার খুব বেশি রান্না করতে যেতে ইচ্ছে করে না ।তাই অনেকটা ওদের কাছে দিয়ে রেখেছি ওরা যেরকম করে রান্না করেছে তাতেই আলহামদুলিল্লাহ।
![]() |
---|
সন্তানের হাতের যে কোন খাবারই অসাধারণ লাগে। সত্যিই খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। কিন্তু আপনাদের সাথে পোস্ট করতে পারিনি একটু বিলম্ব হয়ে গেল ।তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আজকের দিনের কার্যক্রম গুলো আপনাদের সময় ও ধৈর্য নেই পড়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি ,শুভরাত্রি।
I am back again, friends, to share my activities for today with you. If the mind is good, everything is good, for a special reason the mind is very bad. That is why I do not feel like writing a post. Even then, I started writing after fighting with my mind a lot. To bring a little change in myself. The current situation in the country is also very bad, besides, you all know that my younger daughter is studying in Dhaka University. I am in a lot of trouble for various reasons. Everyone should pray that Allah Almighty gives the right decision in everything.
Morning activities
Anyway, friends, since my school has exams, I got ready in the morning and went to school to take the exams. Since I will be spending most of the day at school, I had a good time before going to school.
I have to finish many tasks because I don't feel like doing them after school. Today's breakfast was bread. I usually eat breakfast with taste.
I finished cooking at noon after eating breakfast. Because I won't have time to cook when I get home at noon. I have to take a bath, pray, and eat lunch at noon. So before going to school, I finish cooking and tell my aunt what's left so she can do the rest.
Afternoon activities
My school is having an assessment festival, so the kids are sitting for about five long hours taking the assessment test. The kids are writing as they please, but it is very difficult for us teachers to spend 5 hours. I was quite tired, and besides, it is the first time I am taking such an exam.
This was completely new to me. I was suddenly feeling very sleepy. But there was no time to sleep in the exam hall. It was foolish to imagine that there was no possibility. So to lighten my mind or to get rid of the feeling of sleepiness, I took a few pictures. Then I went to the office room to have tea. Because tea helps to get rid of sleepiness. There were biscuits with tea. During the exam, tea and biscuits were arranged in our school.
Evening and night activities
This evening's breakfast was a very tasty, delicious meal made by myself. Vegetables and chicken fry. At this time, there are not many vegetables available in the market, after searching a lot, I bought papaya, capsicum, and beetroot to cook fried rice. I bought the vegetables that the girls like. Because they will cook Chinese food at home in the afternoon. Besides, I don't feel like cooking much these days. So I gave them a lot of them, Alhamdulillah for the way they cooked.
Any food from a child's hand tastes amazing. I really ate it with great satisfaction. But I couldn't post with you because it was a little late. I apologize for that. Thank you all for your time and patience to read today's activities. Thanking everyone, I'm ending this post here, good night.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.