Some time on the banks of the Meghna

in blurt-188398 •  14 days ago 
IMG_20240711_235143.jpg


হ্যালো স্টিমিট বন্ধুরা

বন্ধুরা আজ বিকেলে খুব সুন্দর একটি সময় কাটালাম। আমি ও আমার এক বান্ধবী অর্থাৎ আশুগঞ্জ ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজে চাকরি করার পূর্বে আমি একটি হাইস্কুলেও ৪ বছরের মত চাকরি করেছিলাম। ওই স্কুলের সাবেক কলিগ ,এখন সে ওই স্কুলের হেডমাস্টার পদে নিয়োজিত রয়েছেন।

IMG20240710180437.jpg

সে সময় সুযোগ পেলেই আমার কোয়ার্টারে চলে আসে একটু সময় কাটানোর জন্য। এখন তো বর্ষাকাল তাই নদীতে পানি ছুই ছুই অবস্থা ধারণ করছে। সে এক অপরূপ সৌন্দর্য ,যা বর্ণনা করার মত ভাষা আমার নেই।

IMG20240710180943.jpg

ব্যক্তিগত কারণেই আমি অনেকটা চিন্তাযুক্ত অবস্থায় রয়েছি কিন্তু যখনই এই মেঘনার তীরে প্রবেশ করলাম, তখনই মনটা পরিবর্তন হয়ে গেল ক্ষণিকের জন্য হারিয়ে গেলাম সৌন্দর্যের লীলাময় ভূমিতে। সত্যি বলতে এত সুন্দর করে তৈরি করেছেন আমাদের এই বাসভূমি। যেদিকে তাকাই ওদিকেই তার অপরূপ সৌন্দর্যের স্বাক্ষর বহন করে।

IMG20240710180656.jpg

সাগরের মত ঢেউ এসে তীর হানা দিচ্ছে ।দমকা হাওয়া মন মাতাল করে তুলছে। এত ভালো লাগছিল ইচ্ছে করছিল না আসতে ।আমরা দুজনে প্রায়ই সূর্য আস্তের পূর্ব পর্যন্ত ওখানেই ছিলাম ।কয়েকটি ছবি ধারণ করলাম এবং নদীর তীরে বসে কতক্ষণ গল্প করলাম।

এক পরিচিত ভাবি তার বাচ্চাকে নিয়ে গিয়েছিল নদীর মুক্ত হাওযায় সময় কাটানোর জন্য ।অবুঝ বাচ্চাটি মায়ের কোল থেকে নেমে এক দৌড়ে চলে গেল পানির মধ্যে। মা কোনক্রমেই তাকে আটকে রাখতে পারছিলনা। পানির মধ্যে ছুটা ছুটি করতে লাগলো। যা দেখে আমি হেসে খুন। এত ছোট বাচ্চা এত ট্যালেন্ট হয় কি করে। বিন্দু পরিমাণে ভয় নেই তার ভিতর ,সে নির্দ্বিধায় অকপটে চলছে পানির মধ্যে ‌।

IMG20240710181206.jpg

তাই আবার আমি মোবাইলটা বের করে এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রাখলাম যা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই বান্ধবীর সাথে প্রায় দীর্ঘদিন যাবত ই সম্পর্ক ও সময় সুযোগ পেলেই আমার এখানে চলে আসে। সেই আসলে আজকে আবদার করেছে ,চল নদীর পারে যাই কিছুক্ষণ বসে থাকলে ভালো লাগবে।

আমি অবশ্য প্রথম রাজি হয়নি ,পরে ভাবলাম একা একা তো আর যাওয়া হয় না ।যেয়ে দেখি নিশ্চয়ই ভালো লাগবে তবে এই নদীর পারে আমি আরো বহুবার এসেছি খুব ভালো লাগে আসলে। নদীর পারে আবার কিছু ফুচকা ও বাদামে দোকান রয়েছে । তাই বসে বসে বাদাম খাচ্ছিলাম আর দুজনে গল্পে মেতে উঠলাম ।বাদাম খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে, হয়তো আপনার ও আমাদের সাথে একমত হবেন তাই নয় কি বন্ধুরা।

বাদামের সাথে গল্প একাকার হয়ে গেছে।নদীর মুক্ত হাওয়া গায়ে এসে লাগছে সবমিলিয়ে অসাধারণ পরিবেশ। আমার মনে হয় এই ধরনের মুক্ত হওয়ায় প্রতিনিয়তই আমাদের কিছুটা সময় অতিবাহিত করা উচিত ।যা শরীরের জন্য অনেক উপকারে আসবে বলে আমার বিশ্বাস।

আর এই মেঘনা নদীতে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায় ,যা খেতে বেশ সুস্বাদু হয় ।একেবারেই টাটকা সন্ধ্যার পর এই মেঘনা নদীর পাশেই একটি মাছের বাজার রয়েছে সেখান থেকে আমাদের কোয়ার্টারের লোকজন মাছ কিনে থাকেন। আমরা অবশ্য আজকে মাছ কিনিনি কারণ সেই উদ্দেশ্য নিয়ে আমরা যায়নি।

সত্যি বন্ধুরা এক সুন্দর একটি সময় কাটালাম যা আমার হৃদয়ের মনি কোঠায় দীর্ঘদিন গেঁথে থাকবে। আজ তাহলে এখানেই লেখার সমাপ্ত টানছি। পরিশেষে ,সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানে বিদায় নিলাম । মহান রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক সেই কামনাই করি।।আল্লাহ হাফেজ, শুভরাত্রি।

Friends, I had a wonderful time this afternoon. Before working at Ashuganj Fertilizer School and College, I worked in a high school for about 4 years. My former colleague at that school is now the headmaster of that school.

Whenever he gets a chance, he comes to my quarters to spend some time. It is the rainy season now, so the river is in a state of overflowing water. It is a beautiful sight that I have no words to describe.

For personal reasons, I have been in a very thoughtful state, but as soon as I entered the banks of the Meghna, my mind changed and for a moment I got lost in the lush land of beauty. To be honest, this land of ours has been created so beautifully. Wherever I look, it bears the signature of its unique beauty.

The waves are coming like the ocean and hitting the shore. The gusty wind is intoxicating. It felt so good that I didn't want to leave. The two of us often stayed there until before sunset. We took a few pictures and sat on the bank of the river and talked for a long time.

A friend of mine took her child to spend time in the open air of the river. The naive child jumped off his mother's lap and ran into the water. The mother could not hold him back. He started running around in the water. I laughed out loud when I saw that. How can such a young child be so talented? There is not a single bit of fear in him, he walks freely in the water.

So again I took out my mobile and captured this beautiful scene on camera which I am sharing with you now. I have been in a relationship with this friend of mine for a long time and whenever I get the chance, she comes here to me. In fact, today she asked me, let's go to the river bank, it would be nice to sit for a while.

I didn't agree at first, but then I thought, I don't go alone anymore. I would definitely like to go and see it, but I have been to this riverside many times and it is really nice. There are some shops selling fuchka and almonds on the riverside. So I was sitting and eating almonds and the two of us got into a conversation. It is quite nice to talk in between eating almonds, maybe you will agree with us, right, friends?

The story has become one with the nuts. The free air of the river feels great on the body. I think we should spend some time being free like this all the time. I believe that it will be very beneficial for the body.

And in this Meghna River, there is a large amount of local fish available, which is quite delicious to eat. After a very fresh evening, there is a fish market next to this Meghna River, from where the people of our quarter buy fish. However, we did not buy fish today because we did not go with that purpose.

Truly, friends, I had a wonderful time that will remain etched in the heart of my heart for a long time. Today, I am ending my writing here. Finally, I bid farewell to everyone here today, wishing them good health. I pray that the Almighty God will keep everyone healthy. May Allah Hafez, good night.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!