ফটোগ্রাফি পোস্ট

in blurt-188398 •  6 days ago 
IMG_20240825_102832.jpg


হ্যালো বন্ধুরা

বন্ধুরা সবাই কেমন আছেন ,আশা রাখি যে যেখানে আছেন ভালো আছে সুস্থ আছেন ।বর্তমান পরিস্থিতিতে ভালো থাকাই সবচেয়ে বড় নেয়ামত।

আমাদের এদিকে বন্যার প্রকোপ এখনো আসেনি ,তবে যে কোন সময়ে বন্যা আক্রান্ত হয়ে যাব বলে মনে হচ্ছে। তাই সবার কাছে দোয়া চাচ্ছি আমিও আপনাদের জন্য দোয়া করি ,মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুর্যোগ থেকে অতি দ্রুত রক্ষা করে।

আজ স্কুলে যাওয়ার সময় কিছু ফুল ছবি ধারণ করেছি,যেগুলোকে আমরা বনফুল বলে ডাকি ।এরকম কিছু ফুলের ছবি তুলেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন বর্ষাকাল। কিছু ফুল বর্ষায় ফোটে বর্ষার পানিতে ভিজে তার সৌন্দর্য ছড়িয়ে দেয় প্রকৃতির মাঝে। প্রকৃতির অলংকার হিসেবে খ্যাত এ ধরনের ফুল নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

রাব্বুল আলামিন পৃথিবীকে তার মত করে সৃষ্টি করেছেন তাই পৃথিবী এত সুন্দর। যাই হোক এখন কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যে ছবিটি শেয়ার করছি সেটি হল মানিপ্লান ।

IMG20240825075742.jpg

মানিপ্লান্ট পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আমার তো খুবই পছন্দ মানিপ্লান গুলো আমার বাসায় বিভিন্ন রকমের মানিপ্লান গাছ রয়েছে ,তবে আমার কোয়ার্টারে যত্রতত্রই প্রচুর পরিমাণে মানিপ্লান পাওয়া যায় ।তাই যখনই মানিপ্লানগুলো কোন কারনে মরে যায় বা শুকিয়ে যায় তখন বাসার নিচে নামলেই অনেক পরিমাণে পাওয়া যায়।

এই মানিপ্লান্টি একটি গাছের মধ্যে এত সুন্দর ভাবে জড়িয়ে রয়েছে মনে হচ্ছে উঁকি মেরে আছে খুব সুন্দর লাগছিল দেখতে আমার কাছে ।তাই এর ছবি তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। প্রকৃতি আপন মনে সাজে।যা দেখে আমরা আনন্দিত হই বিকশিত হই এবং আমাদের মনের অবস্থাকে ভালো রাখতে প্রকৃতির সৌন্দর্য অনের বড় ভূমিকা পালন করে।

IMG20240825075554.jpg

এটি হচ্ছে একটি বনফুল দেখতে বেগুন গাছের মতো বা বেগুন ফুলের মতই দেখতে এই ফুলের নাম অবশ্যআমি জানিনা। তবে এলাকাতে এটিকে বেগুন ফুল নামেই ডাকে। এটিও একটি খুব সুন্দর ফুল ।গুচ্ছ আকারে ফুটে। গুচ্ছ আকৃতির ফুল গুলো দেখতে আসাধারণ লাগে।

এখন যে ফুলটি আপনাদের সাথে শেয়ার করছি এটি ও একটি বনফুল ।এই ফুলের নাম যদিও আমি জানিনা কিন্তু অসাধারণ সুন্দর একটি ফুল ।ছোট্ট আকৃতির একটি ফুল রংটি টসটসে নীল ।অসাধারণ সুন্দর এই ধরনের কানের ফুল আমরা ছোটবেলায় পড়তাম। দৃষ্টিনন্দনের ফুলটি দেখে আমার খুব ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম ।বন্ধুরা আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে ।।তবে এই ফুলের এবং লতার অনেক উপকারিতা রয়েছে ছোটবেলায় চোখের মধ্যে আসলি হলে মা এই ফুলের রস বা এই পাতার রস চোখের সাইডে দিয়ে দিত নিমিষেই সেরে যেত।

IMG20240825075845.jpg

এখন যে ছবিটি শেয়ার করছি এর নাম শিয়াল মতি ফুল,এগুলো আসলে এলাকাভিত্তিক নাম একেক জায়গায় একেক নামে ডাকে এই ফুলগুলোকে ,বিভিন্ন রঙের হয়। এটি একটি গুচ্ছ আকৃতির ফুল একসাথে অনেকগুলো ফুল ফোটে ।একসাথে ফোটে বলে দেখতে অসাধারণ লাগে।

IMG20240825075546.jpg

আমার মনে হচ্ছে প্রকৃতি প্রেমিকদের জন্য আমার এই পোস্টটি অনেক ভালো লাগবে ,যেমনটি আমার কাছে লেগেছে। আমার পোস্টটি পড়ে যদি আপনাদের বিন্দু পরিমানে ভালো লাগে সেখানেই আমার সার্থকতা।
আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই আমার কর্মের মাধ্যমে। সবাই সবার জন্য দোয়া করবেন এবং সাবধানে থাকবেন। বন্ধুরা আজ আর লেখার গতি না বাড়িয়ে এখানেই সমাপ্তি টানছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 days ago  ·  

Your flower photography is amazing. I want to see more of this kind of photography.

  ·  2 days ago  ·  

Thank you very much, I will try to give you more photography posts like this.