মাকে নিয়ে কিছু কথা

in blurt-188398 •  16 days ago 

কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্‌ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv56nyn9d1ShrY8Y9XgNxQVtFJpL58aAU5GYQxzMhWEDHjW2GLeEB5uF2ndDmgCXfHd3iwm5mZ9yTnnPFFxRQTDEtVeugbngKMgzxSi.jpegsource

মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। অথচ আমরা সেকথা কেন জানি বুজতেই চাই না। আমি মাকে দেখেছি কখনো নিজের দুঃখ কারোর কাছে প্রকাশ করেননি। হাসিমুখে সবকিছু সহ্য করে নিয়েছেন।

মায়ের হাতে সবসময় আমি এক জোড়া সিটিগোল্ডের চুড়ি দেখতাম। বছরে হয়তো একবার খুব শখ করে সোনার চুড়ি হাতে পরতেন। তবুও মাত্র কয়েকঘন্টার জন্য। আবার সেগুলো মুছে পরিস্কার করে আলমারিতে তুলে রাখতেন।

সিটিগোল্ডের চুড়ি জোড়ারও অনেক যত্ন করতেন। চুড়িগুলোতে যেন কোন দাগ না পরে সেই দিকে দৃষ্টি রাখতেন। মা যখন চুড়িজোড়া নিয়েছিলেন তখন তিনি দোকানির কাছ থেকে একদম রঙ না উঠার গ্যারান্টি নিয়ে চুড়ি জোড়া ক্রয় করেছিলেন।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9Wo6wdDL5Ak1mpcvDvpvDdraJm2YM2PKFFAQBkbPNZEhghafWz7YpmmHfeeLfbFvpXn4EG8vJyhPf2bccMqjF3u3LG6.jpegsource

আমি মাকে দেখেছি সাধারণ এবং কমদামী শাড়ী সবসময় ব্যবহার করতে। আমাদের এলাকায় এখনো কিছু লোক আছেন যারা ফেরি করে শাড়ী বিক্রি করে থাকেন। মা এবং এলাকার আরো অনেকে ফেরিওয়ালার কাছ থেকে শাড়ী ক্রয় করে থাকেন।

তবে সবসময় না। বছরে দুই থেকে একবার। ফেরিওয়ালাদের কাছ থেকে দুইশত থেকে তিনশত টাকার মধ্যেই অনেক ভালো ভালো শাড়ী পাওয়া যায়। তাই মা কখনো মার্কেটে গিয়ে দামি শাড়ী কেনার প্রয়োজন বোধ করেননি।

আমি এখনো মাকে জোর করে দামি শাড়ী কিনে দিতে চাইলে মা না করে থাকেন। তিনি সবসময় একটি কথাই বলেন এত দামি কাপড় পরে কী হবে, কাপড় গুলতো একদিন নষ্ট হবেই। অযাথা টাকা নষ্ট করে কী লাভ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yF3fotF6Gnfk1JejRATjfjzE9wVEPA8DsDTfVnZUJ756a6QwGGa6Cy1EeAq2XGMrhqJrdFYF8QwwACEKE6ocnGu6bubtr.jpegsource

আমার মা কখনো আমাকে বলেনি তার পছন্দের খাবার কোনটি। অথচ তিনি দিনের পর দিনে আমার এবং পরিবারের জন্য পছন্দের খাবার রান্না করে গেছেন। আমি যখন যা চেয়েছি তিনি রান্না করে খাইয়েছেন।

কিন্তু কখনো যদি মাকে বলতাম তোমার পছন্দের খাবার কোনটি তখন মা বলতো তোমার যা পছন্দ আমারো তাই পছন্দ।
আমাদের সমাজে মায়েরা সেই সকাল থেকে রাত অবধি শুধু কাজ করেই যায়। তাদের থাকে না কোন স্বার্থ।

বিনাস্বার্থে আমাদের সকলের জন্য সব কাজ করে দেয়। রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ কিন্তু মায়েরাই সামলায়। অথচ দিন শেষে মায়েরাই থাকে অবহেলিত।

আমরা মায়ের কথা শুনতে চাই না। মায়ের কাজে সাহায্য করতে ইচ্ছুক থাকি না। কিন্তু এটি মোটেও কাম্য নয়।

মাকে যদি কখনো জিজ্ঞাসা করি মা তুমি যে এত খাটাখাটুনি করো তোমার কষ্ট হয় না। মা বলে বাবারে আমরা মায়েরা এসেছি প্রতিটি পরিবারকে সুন্দরভাবে সাজাতে, পরিবারের সবকিছু পরিচালনা করতে।

সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন এই কাজের জন্য। আমরা যদি না থাকতাম তাহলে তোমার বাড়ী এতটা সাজানো গোছানো থাকতো না। তিনবেলা বিনা পরিশ্রমে খেতে পারতে না।

আমি একটু ভেবে মাকে বলি ঠিক তো তাই। মা তখন শুধুই হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আবার কাজে মন দেয়। পৃথিবীর সকল মায়েদের প্রতি রইলো আমার সম্মান ও ভালোবাসা। মায়েরা দীর্ঘজীবি হউক সেই কামনা করি।

How are you friends? By God's infinite mercy I am healthy and well. Health is the greatest blessing of Allah Ta'ala. And I am very happy to have this blessing.

Mother is the greatest wealth of the world. But we don't want to understand why we know that. I saw mother never expressed her grief to anyone. Bears everything with a smile.

I always saw a pair of Citigold bangles on my mother's hand. Maybe once a year he used to wear gold bangles very fondly. Yet only for a few hours. Again, he cleaned them and kept them in the cupboard.

He also took great care of Citigold bangles. He used to keep an eye on the bangles so as not to wear any stains. When the mother bought the bangles, she bought the bangles from the shopkeeper with a guarantee that the color would not fade at all.

I have seen mom always wear simple and cheap sarees. There are still some people in our area who sell sarees by ferry. The mother and many others in the area buy sarees from the hawkers.

But not always. Two to once a year. Very good sarees are available from hawkers for between 200 and 300 rupees. So mother never felt the need to go to the market and buy expensive sarees.

I still want to force my mother to buy an expensive saree, but she refuses. He always says one thing, what happens after wearing such expensive clothes, the clothes will get ruined one day. What is the use of wasting money.

My mother never told me what her favorite food was. But he has cooked favorite food for me and family day after day. When I asked for it, he cooked and ate it.

But sometimes if I told my mother what is your favorite food, then she would say that I like what you like.
In our society, mothers only work from morning till night. They have no interest.

He works for all of us selflessly. Mothers handle all the housework starting from cooking. But at the end of the day mothers are neglected.

We don't want to listen to mother. I don't want to help my mother with her work. But this is not desirable at all.

If I ever ask my mother, why don't you be so strict? Mother says to father, we mothers have come to decorate every family beautifully, manage everything in the family.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!