ঋতু পরিবর্তনশীল গরম শেষে শীত আসবে, শীত শেষে গরম আসবে এটাই প্রকৃতিক নিয়ম। আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা শীত অনেক পছন্দ করে থাকে আবার অনেকে রয়েছে তারা শীতকে পছন্দ করেনা। মানুষ যেমন ভিন্ন ভিন্ন তাদের পছন্দ গুলো ভিন্ন ভিন্ন আর এটাই স্বাভাবিক। ব্যক্তিগতভাবে শীত আমার খুব বেশি পছন্দ না কিন্তু সবকিছুর প্রয়োজন আছে শুধু শীত থাকবে গরম থাকবে না এমনটা হয় না।
প্রতিটি মানুষ শীতের সকালে রোদকে উপভোগ করতে অনেক বেশি ভালোবাসে। তাই রোদকে উপভোগ করার জন্য সকালে একটু রাস্তায় যেয়ে দাঁড়িয়ে ছিলাম। শীতের সময় রোদ উপভোগ করতে অনেক ভালো লাগে, রোদ উপভোগ করার সময় পাশে দেখতে পেলাম। মাশরুমের মত দেখতে একটা উদ্ভিদ যেটাকে আমাদের ভাষায় বলা হয় ব্যাঙের ছাতা। দেখতে অনেকটা মাশরুমের মতই লাগে কিন্তু এগুলো মাশরুম না। ছোটবেলায় এগুলো দিয়ে অনেক খেলা করতাম কিন্তু আগের তুলনায় বর্তমান সময়ে এই ছাতা খুবই কম দেখতে পাওয়া যায়।
সকালবেলা কুয়াশায় ঘাসগুলো একদম ভিজে আছে, তাই আমি আমার ফোনটা নিয়ে ক্যামেরা বন্দি করে নিলাম সকালে সেই ঘাস ভেজা। দেখতে অসম্ভব সুন্দর লাগছে বিন্দু বিন্দু পানি জমে আছে প্রতিটি ঘাসের সাথে। বেশ ভালই লাগতেছিল হালকা শীত কুয়াশা ছন্দ আবহাওয়া সবকিছু মিলিয়ে ভালোই লাগতেছে।
শীতের সময় সবকিছুই ভিজে থাকে আর ধানক্ষেত গুলো পানি দিয়ে একদম ভিজে আছে আর সাথে দেখতে পাচ্ছি একটা মাকড়সার জাল। তারা খুবই পরিশ্রম করে এই মাকড়সার যার তৈরি করে থাকে। বেশিরভাগ সময় এরা ঘরে বাসা বাধে থাকে বাইরে খুবই কম দেখতে পাওয়া যায় মাকড়সার বাসা।
ঘাস আমাদের পরিচিত একটি উদ্ভিদ যা ধান ক্ষেত সহ সকল ফসলের পাশে দেখতে পাওয়া যায়। তার মধ্যে কিছু কিছু ঘাস অসম্ভব সুন্দর লাগে দেখতে। আমরা যারা গ্রামে বসবাস করি তাদের অতি পরিচিত এই ঘাস। বাইরে বের হলে বা জমিতে গেলে প্রতিনিয়ত আমাদের চোখে পড়ে থাকে। এরমধ্যেও কিছু কিছু ঘাস থাকে যেগুলোর ফুল ফুটে থাকে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে।
ধান ক্ষেতের পাতায় কুয়াশার পানি জমে আছে এই ফোটা ফোটা পানি হাত দিয়ে নাড়া দিলেই টিপটিপ করে পড়ে থাকে। এছাড়াও শীতের সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টির মত গাছ থেকে ঝরঝর করে পানি পড়ে। তখনই শীতকে খুব ভালোভাবে বোঝা যায় যে আসলেই শীত পড়েছে। রাতের চাইতেও সকালবেলায় আমরা শীতকে বেশি উপভোগ করতে পারি। যখন কুয়াশায় ভরে যায় সকল দিক আর মানুষ একটু দূরেই দেখতে পারে না এখনো এরকম শীত পড়া শুরু হয়নি।
It is the law of nature that after the change of seasons, after the heat, the winter will come, and after the winter, the heat will come. There are many people among us who like winter a lot and there are many people who do not like winter. As people are different their preferences are different and that is normal. Personally I don't like winter very much but everything is necessary.
Every person loves to enjoy the sunshine on winter mornings. So I was standing on the road in the morning to enjoy the sun. It is very nice to enjoy the sun during winter, I saw the side while enjoying the sun. A plant that looks like a mushroom is called frog umbrella in our language. They look a lot like mushrooms but they are not mushrooms. I used to play with them a lot when I was a child but these umbrellas are very rare nowadays.
The grass is very wet in the morning fog, so I took my phone and captured the grass in the morning. It looks incredibly beautiful with every grass covered with water. It felt very good, mild winter, fog, rhythm, weather, everything felt good. the
During winter everything is wet and paddy fields are completely wet with water and I can see a spider web. They work very hard to make these spiders. Most of the time they build a nest in the house, very few spider nests are found outside.
Grass is a plant we know which can be seen beside all crops including paddy fields. Some of those grasses look incredibly beautiful. We who live in the village are very familiar with this grass. When we go out or go to land, we are constantly in our eyes. Among these there are some grasses which look more beautiful when they are in bloom.
Mist water has accumulated on the leaves of the paddy field and this water drips down when you shake it with your hand. Also, water falls from the trees like rain while passing through the road during winter. It is only then that winter is best known as winter. We can enjoy winter more in the morning than at night. When the fog fills all directions and people can't see a little distance, such a winter has not yet begun.
আপনি খুব ভালো ভালো পোস্ট করেন। আপনার পোস্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই। একটা বিষয় বলবো আপনাকে, আপনার পাওয়ার গুলো Blurt space এ ডেলিগেশন করে দিবেন। সপ্তার শেষে রিওয়ার্ড পেয়ে যাবেন। আমরা সবাই একসাথে ভালো কিছু করব ইনশাআল্লাহ।
Thank you for sharing a very nice post with us
আপনার ছবি তোলার দক্ষতা অসাধারণ। আমি আপনার ছবি তোলার প্রশংসা করি। আপনি বলেছেন গরমের পরে শীত আসবে শীতের পরে আসবে এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আমার ভালো লেগেছে ঘাসের ওপরে পড়ে থাকা বিন্দু বিন্দু শিশির কনার ছবিটা। আমি এই ছবিগুলো দেখে অনেক মুগ্ধ হয়েছি। আমাদের মাঝে এত সুন্দর একটি ছবি পোস্ট করার জন্য
Mushrooms look very nice. Mushroom is a good food and I like it very much. Playing this increases the brightness of the eyes. A very good meal.