ব্যাংকে সাধারণত কম যাওয়া হয় তারপরও মাঝে মাঝে বিশেষ প্রয়োজনে যেতে হয়। আমাদের লালমনিরহাটে সব রকমের ব্যাংক রয়েছে একেক ব্যাংক একেক জায়গায় অবস্থিত আবার কিছু কিছু ব্যাংক একই জায়গায় অবস্থিত। বেশ কয়েকদিন হয় বোন জামাই টাকা পাঠাবে কিন্তু তার হচ্ছে জনতা ব্যাংক আর আমাদের রূপালী। তাই সে রুপালি ব্যাংকেই টাকা পাঠায়। আর সেই টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে যাই আর সেখানে যেয়ে পড়ে যায় এক বিড়ম্বনার মধ্যে।
আমি যেহেতু রূপালী ব্যাংকে যাব রূপালী আর ইসলামী ব্যাংক একই জায়গায় মানে একই ফ্লোরে। অনেকদিন হয় ব্যাংকে যাওয়া হয় না আর এর মধ্যে রূপালী ব্যাংক অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটা আমি জানতাম না। তাই সরাসরি ইসলামী ব্যাংকে ঢুকে যায়, গেটের সামনে নাম ও দেখিনি। সরাসরি ভিতরে যাওয়ার পর সব কিছু অন্যরকম লাগতেছিল আমি ভাবলাম হয়তোবা সবকিছু নতুনভাবে সাজানো হয়েছে। তাই আমি যেয়ে চেকটা দেই আর চেক নেওয়ার পর সে আমার দিকে অন্য ভাবে তাকিয়ে ছিল। কিন্তু আমি তো নরমালি আছি পরে উনি আমাকে বলে আপনি কোন ব্যাংকে এসেছেন, আমি বললাম রুপালি। পরে আমাকে বলে এটা কি রূপালী ব্যাংক, তখন আমি পাশে তাকিয়ে দেখি শুধু লেখা ইসলামিক ব্যাংক।
পরে আমি তাকে বললাম আমি আন্তরিকভাবে দুঃখিত আর এর আগে যখন এসেছিলাম এখানেই তো ছিল। তখন তিনি আমাকে বলল রূপালী ব্যাংক এখন অন্য জায়গায় নিয়ে গেছে আপনি সামনের গলিতে যেয়ে একটু দূরে গেলেই ব্যাংক পেয়ে যাবেন। তখন আমি তার কথামতো সেখান থেকে নেমে সামনের গুলিতে যেয়ে ব্যাংক আর পাইনা। তখন ভাবলাম গুগল ম্যাপ বের করি কিন্তু সামনে তাকিয়ে দেখি রূপালী ব্যাংক। পরে সেখানে যেয়ে টাকা উত্তোলন করি আর কিছু কেনাকাটা করে বাসায় রওনা দেয়।
যখন একটা প্রতিষ্ঠান হঠাৎ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন জনগণের একটু সমস্যায় পড়তে হয়। যখন আমি ইসলামী ব্যাংকে চেকটা দিয়েছিলাম তারা আমাকে প্রতারক ভেবেছিল কিন্তু পরে যখন আমি বললাম তখন তারা বুঝতে পারছে আমার ভুল হয়েছিল। এরকম ভুলের কারণে অনেক মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়ে যায় তাই আমাদের উচিত যে কোন জায়গায় যাওয়ার পর সর্বপ্রথম নিশ্চিত হওয়া উচিত তাহলে কোন সমস্যায় পড়তে হবে না।
যদি আমরা নিশ্চিত না হয়ে হঠাৎ করেই সেখানে যায় আর মনে করি হয়তো আগের মতই সবকিছু আছে তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে। যেকোনো প্রতিষ্ঠান যেকোনো মুহূর্তে ট্রান্সফার করতেই পারে এটা সাধারণ বিষয় তাই আমাদের যেকোনো জায়গায় যেয়ে সচেতন হওয়া অনেক বেশি প্রয়োজন তাহলে কোন সমস্যা হবে না।
Banks are usually visited less often but sometimes for special needs. We have all types of banks in Lalmonirhat, each bank is located in a different place and some banks are located in the same place. For several days the sister-in-law will send money but hers is Janata Bank and our silver. So he sends money to Rupali bank. And went to the bank to withdraw that money and fell into a paradox.

Since I will go to Rupali Bank, Rupali and Islami Bank are at the same place meaning on the same floor. I did not go to the bank for a long time and I did not know that the Rupali bank had been moved to another place. So directly entered Islami Bank, did not see the name in front of the gate. Right after walking in everything looked so different I thought maybe everything was redecorated. So I went and gave the check and after taking the check he looked at me differently. But I am normal, then he asked me which bank you came to, I said rupees. Later they told me if it is Rupali Bank, then I looked at the side and saw only Islamic Bank written.
Later I told him I was sincerely sorry and it was here when I came earlier. Then he told me that Rupali Bank has now moved to another place, you can go to the front lane and go a little further and you will find the bank. Then, as he said, I got down from there and went to the front. I couldn't find the bank. Then I thought to take out google map but looking ahead I saw Rupali Bank. Later went there to withdraw money and did some shopping and left for home.

When an institution is suddenly moved to another place, people have to face a bit of a problem. When I gave the check to Islami Bank they thought I was a fraud but later when I told them they realized I was wrong. Many people fall into a lot of suffering due to such mistakes so we should first make sure after visiting any place so that we don't face any problem.
If we suddenly go there without being sure and think that maybe everything is as it was before then we will run into problems. It is common that any organization can transfer at any moment so we need to be more aware of going anywhere then there will be no problem.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.