সুন্দর একটি দিন

in blurt-188398 •  yesterday 
Picsart_24-12-12_17-19-06-444.jpg

শীতের সকালে রোদের দেখা পেলে উপভোগ করতে কে না চায়। ঘুম থেকে উঠেছিলাম একটু দেরি করে আর উঠেই দেখি রোদ উঠে গেছে। তাই ফ্রেশ হয়ে কিছু সময় রোদ্রেই দাঁড়িয়ে ছিলাম তার একটু পরেই বাবা বলতেছিল পাশের জমিতে একটু সার দিতে। সর্বপ্রথম একটা জমিতে ভুট্টা রোপন করেছিলাম আর গাছগুলো এখন বেশ বড় হতে শুরু করেছে।

IMG_20241211_142713.jpg
IMG_20241211_142903.jpg

সকালের খাবার খেয়ে সার নিয়ে জমিতে যাই আর জমির মাঝে কিছু সময় দাঁড়িয়ে থেকে ফোন দেখতে থাকি। অনেক সুন্দর রোদ উঠেছিল উপভোগ করতে ভালোই লাগছিল। বেশ কিছু সময় রোদ উপভোগ করার পর সারগুলো জমিতে দেওয়ার প্রস্তুতি নেই। অল্প কিছু সার বেশি সময় লাগবে না তাই এত তারা ছিল না। কিছুক্ষণ পরে ই সারগুলো জমিতে ছিটিয়ে দেয়।

IMG_20241211_142756.jpg

আপনারা দেখতেই পাচ্ছেন ভুট্টার গাছগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে শীতের সকালে কুয়াশার বিন্দু বিন্দু জল লেগে আছে পাতার সাথে দেখতেই অনেক সুন্দর লাগতেছিল। এখন শুধু গাছগুলো যত্ন করতে হবে তাহলেই অনেক ভালো ফলন দেখা যাবে। যদি যত্ন ভালোভাবে না করি ফসল ভালো হবে না তাই সময় মতোই সার দিয়ে নিলাম আর হয়তো এক দুই দিনের মধ্যে পানিও দেব।

জমিতে সার দেওয়ার পর বাসায় চলে আসি, ইতিমধ্যেই দুপুর হয়ে গেছে। বাসায় আসার পর কিছু সময় বসে থেকে ফোন দেখতে থাকি আর হ্যাঁ গতকালকে বেশ রোদ উঠেছিল অনেকদিন পর এরকম রোদের দেখা পেয়ে অনেকের অনেক উপকার হচ্ছিল। আমার পাশের বাসার আন্টি বেশ কয়েকদিন হয় ধান সিদ্ধ করে শুকাতে দিয়েছে রোদ না থাকায় ধানগুলো এখনো শুকাতে পারছে না, গতকালকের রোদ উঠায় বেশ উপকার হয়েছে তার।

IMG_20241211_143130.jpg

যাই হোক একটু পরেই প্রতিদিনের মতোই গোসল করে নেই যেহেতু রোদ উঠেছে গোসল করতে ভালো লাগতেছিল। গোসল করার পর প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি আর শুয়ে থেকে একটু ফোন দেখতে থাকি, একটু পরেই ঘুমিয়ে যাই।

আর হ্যাঁ বিকালে ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে বাসার কিছু কাজ ছিল সেগুলো করি তারপরই চলে যাই বাজারে। মূলত আমার কিছু কাগজ ফটোকপি করতে হবে, পড়াশোনার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি তাই কিছু পিডিএফ ছিল সেগুলোই মূলত বের করার জন্য বাজারে যাওয়া।

IMG_20241211_143641.jpg
IMG_20241211_143604.jpg

আমাদের বাসার কাছে একটা বাজার আছে "নবীন বাজার" সেখানে ফটোকপি করার ভালো দোকান নেই তাই সেখান থেকে আরো কিছুটা দূরে একটা বাজার আছে যেটার নাম কুলাঘাট। সেখানে সব ধরনের ফটোকপি থেকে শুরু করে জিনিসপত্র পাওয়া যায়। মূলত আমি সেখানেই যাই আর আমার ফটোকপি গুলো করে বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা পার গেছে তাই বাসায় এসে নাস্তা করে একটু পড়তে বসি।

Who doesn't want to enjoy a sunny winter morning? I woke up a little late and saw that the sun had risen. So I stood in the sun for some time after getting fresh, after that my father told me to add some fertilizer to the neighboring land. First planted a field of corn and the plants are now starting to grow.

After having breakfast, I went to the field with manure and stood in the middle of the field for some time and looked at the phone. It was nice to enjoy the beautiful sunshine. Fertilizers are not ready to be applied to the land after enjoying the sun for some time. A little fertilizer won't take long so there weren't so many stars. After a while these fertilizers are sprinkled on the ground.

As you can see, the corn plants are looking very beautiful in the winter morning with the misty water on the leaves. Now you only have to take care of the trees and then you will see a very good yield. If I don't take good care of it, the crop will not be good, so I will fertilize it on time and maybe water it in a day or two.

After fertilizing the land, I came home, it was already noon. After coming home, I sat and looked at the phone for some time and yes, it was sunny yesterday. The aunty of the house next to me has boiled the rice for several days and left it to dry. Due to the lack of sun, the rice is still unable to dry.

Anyway, after a while I didn't take a shower as usual as the sun came out and it was nice to take a shower. After taking a bath, like every day, I went to my room after having lunch and kept looking at my phone for a while, after a while I fell asleep.

And yes, after waking up in the afternoon, I freshen up and do some housework and then go to the market. Basically I need to photocopy some papers, doing a bit of preparation for studies so some PDFs were the ones I basically went to the market to get out.

There is a market near our house "Naveen Bazar" there is no good photocopying shop so there is a market a little further from there called Kulaghat. Everything from photocopying to accessories is available there. Basically I go there and take my photocopies and come home. It's already evening so I come home and have breakfast and read a little.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!