pexels |
---|
জীবনে শেখার জন্য ভুলের প্রয়োজন আছে। যে মানুষ যত ভুল করবে সে মানুষ তত শিখবে সেটা যেকোনো ক্ষেত্রেই হোক না কেন। তাই জীবনে ভুল করার প্রয়োজন আছে, কিন্তু কিছু কিছু ভুল মানুষের জীবনকে অনেক বিপদে ফেলে। তবু ও সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।
বিশেষ করে বর্তমান সময়ে অনেক মানুষ রয়েছে যারা জেনেশুনে কিছু ভুল করে, যে ভুলের জন্য তারা নিঃস্ব হয়ে যায়। আর এমনই ভুল আমার এক ছোট ভাই করেছে তার জন্য সে অনেক ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা সকলে একটা জিনিস জানি একটা ভুল একবার হলে ঠিক আছে কিন্তু সেই ভুল একাধিকবার করাটাই সবচাইতে বড় ভুল।
pexels |
---|
আমরা প্রতিটি মানুষ জীবনে উপার্জন করতে চাই আর সেই উপার্জন করতে যেয়ে আমরা অনেক সময় অনেক লোভে পড়ে যায় আর যে লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমার সেই ছোট ভাই ঠিক এমনটাই করেছে সে একটা অনলাইন সেক্টরে ইনভেস্ট করেছিল ১০ হাজার টাকার মতো আর সেখান থেকে বেশ ভালো উপার্জন আসতেছিল। কিন্তু সে বেশি উপার্জন করতে চেয়েছিল সে জন্য আরো অনেক টাকা ইনভেস্ট করে । আর একটা সময় পর সেই সাইটটা উধাও হয়ে যায় তখনই তার ওপর আকাশ ভেঙে পড়ে কারণ সে অত্যন্ত গরীব ফ্যামিলির ছেলে, আর এই ঘটনা বেশ কিছুদিন আগে তার সাথে ঘটেছে।
pexels |
---|
আর হ্যাঁ সে এরকম ভুল করার পর আমার কাছে এসে বলতেছিল যে আমি একটা সাইডে টাকা ইনভেস্ট করে ধরা খেয়েছি।। তখন আমি বললাম যে ধরা খাওয়ার আগে এসে বললে পরামর্শ দিতে পারতাম এখন তো ধরা খাওয়া শেষ কিছু করার নেই। কিন্তু কয়েকদিন আগে সে আবারও একই রকম ভুল করে আর আবারও সে প্রায় 70-80 হাজার টাকা নতুন সাইডে ইনভেস্ট করে আর ধরা খায়। আর খাওয়ার পর আমাকে বলতে সাহস পাচ্ছিল না, গতকালকে একজনের মাধ্যমে শুনতে পারলাম। পরে তার সাথে দেখা করে ঘটনাটা শুনি।
তখন সে আমাকে বলে ভাইয়া সত্যি আমি অনেক লোভে পড়ে আবারো একই রকম কাজ করেছি আর আজ আমি নিঃস্ব। অনেকের কাছে টাকা ধার নিয়ে ইনভেস্ট করেছিলাম যাতে ভালো একটা প্রফিট পাব কিন্তু আমি আমার লোভের কারণে একদম ধ্বংস হয়ে গেলাম। পরে আমি তাকে কিছু সান্ত্বনা দিলাম আর বললাম এরকম ইনভেস্ট সাইট অনেক আছে যেগুলো মানুষের অর্থ দেওয়ার বদলে অর্থ নিয়ে চলে যায়। তাই জীবনে আর এরকম ভুল কখনো করবি না যা হবার হয়ে গেছে।
লোক আমাদের সবার মধ্যে রয়েছে কিন্তু অতিরিক্ত লোভ মানুষকে কখনো ভালো কিছু দেয় না। বরঞ্চ অতিরিক্ত লোভ মানুষের কাছে যেটা আছে সেটাও হারিয়ে ফেলে তারপরও আমরা লোভ থেকে যেন নিজেকে সরিয়ে আনতে পারিনা। কোন কিছু দেখলেই সেটার প্রতি লোভ লাগিয়ে দেয় যদি এটা আমার হতো আর সেটা পাওয়ার জন্য আমরা অনেক সময় অনেক কিছু করতে যেয়ে অনেক বিপদের সম্মুখীন হই যেটা আমাদের জীবনকে দোষ অনেক সমস্যার মধ্যে ফেলায়।
লোক থাকা ভালো কিন্তু সেটা নিয়ন্ত্রণ নয় রাখতে হবে আর যদি সেটা নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন আপনি নিজেকে কোনভাবেই কন্ট্রোলে আনতে পারবেন না আর একটা সময় পরে যে আপনি অনেক হতাশার মধ্যে পড়ে যাবেন। লোক এমন একটা জিনিস যেটা মানুষকে অমানুষ গড়ে তোলে আপন কে আপন মনে হয় না শুধু অর্থ আর নিজের স্বার্থ দেখে তাকিয়ে ই সবকিছু ভুলে যায়। তাই আমাদের প্রতিটা মানুষের উচিত নিজের লোভকে নিয়ন্ত্রণে রাখা এবং সব সময় লোভকে নিয়ন্ত্রণে রাখা তাহলে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো।
তাই আমি সবাইকে বলব কখনো কোন কিছুতে লোভ করবেন না কারন এই লোভ মানুষকে ধ্বংস করে দেয় যেটা আমার ভাইয়ের ক্ষেত্রে হয়েছে।
Life needs mistakes to learn. The more mistakes a person makes, the more they learn, no matter what the field. So there is a need to make mistakes in life, but some mistakes put people's lives in great danger. Still, it is wise to learn from there and try to lead our lives properly.
Especially nowadays there are many people who knowingly commit some mistakes, for which they become destitute. And a younger brother of mine has suffered a lot because of such a mistake. We all know one thing that it is okay to make a mistake once but making that mistake many times is the biggest mistake.
We all want to earn in life and while earning that we often fall into greed and that greed destroys people. My younger brother did exactly that, he invested in an online sector like 10000 rupees and was getting good income from it. But he wanted to earn more by investing more money. And after a while that site disappeared then the sky fell on him because he is a son of a very poor family and this happened to him quite some time ago.
And yes he came to me after making such a mistake and told me that I was caught investing money on a side. Then I said that if I had come before the arrest, I could have given advice, but now there is nothing to do after the arrest. But a few days ago he made the same mistake again and again he invested around 70-80k in new side and got caught. And after eating I couldn't dare to tell, I could hear yesterday through someone. Later I met him and heard the incident.
Then he said to me, brother, I was too greedy and did the same thing again and today I am destitute. I borrowed money from many people and invested so that I would get a good profit but I was completely ruined due to my greed. Later I consoled him and told him that there are many such invest sites that take people's money instead of giving them money. So I will never make such a mistake again in life which has happened.
Lust is in all of us but excessive greed never does people any good. Rather excessive greed makes people lose what they have and still we cannot remove ourselves from greed. Seeing something makes us crave for it if it is mine and we often do many things to get it and face many dangers which make our life into many problems.
It's good to have people but not to control them and if they are out of control then you will never be able to control yourself and after a while you will be very depressed. People are a thing that makes people inhuman, they don't care about themselves, they just look at money and their own interests and forget everything. So every one of us should control our greed and always keep our greed under control then we can do good things in life.
So I will tell everyone never be greedy for anything because this greed destroys people like it happened to my brother.