সুন্দর একটি দিন

in blurt-188398 •  11 days ago 

অনেকদিন পর আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশ কিছু দিন হয় পোস্ট লেখায় হচ্ছে না। অনেকটা অবহেলা করেই লেখা হচ্ছে না বলা যেতে পারে। তার উপর বাসায় কিছুটা কাজ চলছে। গতকালকে একটা কাজ এই বছরের জন্য শেষ করে দিলাম সেটা হল ভুট্টা রোপন করা। তিন চার দিন ভুট্টা রোপন করলাম অবশেষে গতকালকে তার অবসান ঘটলো এখন রয়েছে ধান মাড়াইরের কাজ সেটাও ২-৩ দিনের মধ্যেই শেষ করে দিব ইনশাআল্লাহ।

IMG_20241222_144309.jpg

কয়েকদিন হয় শীতের তাপমাত্রা কিছুটা কমেছে, তাই ঘুম থেকেও একটু সকালে উঠি। গতকালকে সাড়ে আটটার পর ঘুম থেকে উঠি আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে ভুট্টা রোপন করতে চলে যায়। যদিও সারাদিন কাজ করি না সকাল থেকে দুপুর পর্যন্ত করা হয়। আর হ্যাঁ অনেক দিন পর বোন এসেছে। বোন জামাই ভাইয়া ও এসেছিল আর দুদিন থেকে চলে গেছে কারণ ছুটি ছিল না আর বোন এক সপ্তাহ থাকবে তার পর আবার চলে যাবে।

IMG_20241222_144434.jpg
IMG_20241222_144406.jpg

যাইহোক ভুট্টা রোপন করার পর বাসায় চলে আসি আর বোনের সাথে কিছু সময় গল্প করি। এদিকে ভাগনা বলতেছে দোলনা বানিয়ে দিতে, পরে কি আর করব একটা রশি দিয়ে বস্তার সাথে বেঁধে সুন্দর করে একটা দোলনা বানিয়ে দেয় আর ভাইগ্না অনেক আনন্দের সাথে খেলতেছিল। এদিকে দুপুর হয়ে গেছে, তাই দেরি না করে প্রতিদিনের মতোই গোসল করে নেই।

IMG_20241222_144527.jpg

আর গোসল করার পর খাবার খেয়ে বাসায় কিছু কাজ ছিল সেগুলো করি। তারপর রুমে এসে শুয়ে থেকে ফোনে কিছুটা সময় দেই। তার কিছুটা পরেই, বাইরে বের হই বিকাল মুহূর্তে বোনসহ রোদের মধ্যে বসে থাকে গল্প করতে থাকি। বাসায় বোন আসলে মনে হয় ঈদ এসে গেছে আমার চাচাতো বোনগুলো সব সময় আসে। এছাড়াও আশেপাশে অনেকেই আসে বোনকে দেখতে। আমাদের বংশের মধ্যে আমার বোন সবচাইতে বড় তাই তার প্রতি সবার একটা আলাদা মায়া। ছোট বাবু হওয়ার সময় অনেক অসুস্থ ছিল আর এইজন্য মানুষ আরো বেশি আসে।

IMG_20241222_172601.jpg

যাই হোক বেশ কিছু সময় গল্প করার পর একটু বাজারে যাই, ভাইগ্না বলতেছিল বাজারে যাবে পরে ভাগনাকে নিয়ে বাজারে যাই। আর যাওয়ার পর বলি কি খাবে সে বলে ফুচকা খাবে। পরে ভাগ্নাকে ফুচকা খাইয়ে বাসার জন্য নাস্তা নিয়ে চলে আসি। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে তাই বোনসহ রুমের মধ্যে বসে থেকে গল্প করতেছিলাম। অনেকদিন পর এসেছে গল্প যেন শেষই হয় না যখন একসাথে বসি অনেক মজা করি। আর ছোট বাবুটা আলহামদুলিল্লাহ বড় হয়ে গাছে দেখতে দেখতে ছয় মাস হয়ে গেছে।

After a long time, I have appeared again among you, I have not been writing posts for several days. It can be said that it is being written very carelessly. There is some work going on at home. One thing I finished yesterday for this year is planting corn. I planted corn for three or four days, finally it ended yesterday, now there is rice threshing work, I will finish it in 2-3 days, Inshallah.

For a few days, the winter temperature has dropped a bit, so I wake up a little early. After 8:30 a.m. yesterday, he woke up and freshened up and went to plant corn. Although I don't work all day, it is done from morning to afternoon. And yes after a long time sister came. Sister brother-in-law also came and left for two days because there was no holiday and sister will stay for a week and then leave again.

Anyway, after planting corn, I went home and talked with my sister for some time. Meanwhile, brother-in-law is saying to make a swing, what else should I do next, tie a rope to a sack and make a beautiful swing and brother-in-law was playing very happily. Meanwhile, it was noon, so I did not take a bath as usual without delay.

And after taking a bath, I do some work at home after eating. Then come to the room and lie on the phone for some time. Shortly after that, I went out in the afternoon and sat in the sun with my sister and started talking. At home sister actually think Eid has come my cousins come all the time. Also, many people around come to see the sister. My sister is the eldest in our family so everyone has a special love for her. When he was little Babu was sick a lot and that's why people came more.

Anyway, after talking for some time, we went to the market, my cousin said to go to the market, then I took my nephew to the market. And after going, tell me what to eat, he says he will eat fuchka. Later, I fed my nephew and took breakfast for home. It was already evening so I was sitting in the room with my sister and talking. After a long time, the story never ends when we sit together and have a lot of fun. And it has been six months since the little baby Alhamdulillah grew up and looked at the tree.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Thank you very much for such a wonderful post.