বর্তমান সময়ে বাসায় ধানের কাজ চলছে আমার মনে হয় প্রতিটি বাসায় কাজ চলছে। শুধু ধানের কাজ না এছাড়াও অনেকে অন্যান্য ফসল নিয়েও ব্যস্ততার মধ্যে রয়েছে। আমাদের ধান এখনো বাসায় আনা শেষ হয়নি কয়েকদিনের মধ্যে নিয়ে আসা শেষ হবে তারপরে শুরু হবে ভুট্টা রোপণ করার কাজ।
গতকালকে বেশ ব্যস্ততার মধ্যেই দিন অতিবাহিত হয়েছে সকালে ঘুমে থাকতেই বাবা বলতেছিল ধানের বেছন রোপন করতে হবে তাই পানি নিতে হবে। এদিকে ধানের কাজের জন্য লোক নিয়েছে সেখানে বাবা চলে গেছে আর আমাকে বলেছিল বেছন খেতে পানি নিতে। তাই আমি সকালে খাবার খেয়ে চলে যাই সেই খেতে। আর যাওয়ার পর দেখি আরো মানুষ সেখানে কাজ করছে তারাও পানি নেবে এবং বেছন রোপন করবে।
আমি যেয়ে দেখি দুইটা আঙ্কেল পানি উঠাচ্ছে, পরে আমি আমাদের জমিটা চারপাশে ভালো করে বেধে দেই যাতে পানি না চলে যায়। এইদিকে তারা পানি উঠানোর পর উনাদের জমিতে লাইন দেয় আর আমি সেখানে কিছু সময় অপেক্ষা করতে থাকি তারপরেই আমাদের জমিতেও পারে লাইন দেয়।
পানি দেয়ার পর আবার কাদা করতে হবে তাই পাওয়ার টিলার কে ফোন করি আর সে বলে একটুর মধ্যেই চলে আসবে। এদিকে পানি হওয়া প্রায় শেষের দিকে। তাই অপেক্ষা করতে থাকি পাওয়ার টিলার জন্য । কিছু সময় পরেই পাওয়ার টিলারও চলে আসে।
যেহেতু বেশকিছু মানুষ একসাথে পানি নিয়েছে সবার জমিই কাদা করবে আর কাদা করতেও বেশ সময় লাগে। যারা আগে পানি নিয়েছে তাদের জমি কাদা করতে থাকে আর আমি বসে থেকে অপেক্ষা করতে থাকি এদিকে ১২.০০ বেজে গেছে। সত্যি কৃষকেরা কতটা কষ্ট করে সেটা মাঝে মাঝে কাজ করতে গেলেই বোঝা যায়। আমরা যারা কখনো কৃষি কাজ করিনি তারা এই কষ্ট বুঝতে পারবো না।
প্রতিটা কৃষক ভালোভাবে ফসল রোপন করার জন্য অনেক পরিশ্রম করে যাতে ফসল ভালো হয়। আমার বাবাও ছোট থেকেই কৃষি কাজের সাথে যুক্ত এখন অনেক পরিশ্রম করে যেটা দেখে মাঝে মাঝে একটু আশ্চর্য হয়, এখনকার ছেলেরা এরকম পরিশ্রম কখনই করবে না। তারপরও আগের তুলনায় বর্তমান সময়ে আধুনিক ব্যবস্থা হওয়ায় অনেক সুযোগ-সুবিধা রয়েছে যেটার জন্য পরিশ্রম অনেকটা কমে যাচ্ছে।
যাইহোক কিছু সময় পরেই আমাদের জমিও চাষ করতে থাকে। আজকে চাষ করার পর দুইদিন পর বেছন রোপন করতে হবে। কারণ বেছন এখনো সঠিকভাবে পরিচর্যা করা হয়নি আর দুদিন আগে কাদা করার কারণ হচ্ছে এখন পানি নেওয়ার জন্য মেশিন লাগানো হয়েছে, পরে আবার ঝামেলা হয়ে যাবে। তাই সুবিধার জন্য আগে কাদা করে রাখলাম। আর কাদা করার পর সেখান থেকে বাসায় চলে আসি ইতিমধ্যে দুপুর পার হয়ে গেছে। আবার বিকাল মুহূর্তে একটা জমিতে যাই সেখানে লোক ধানের কাজ করতেছে সেখানেও কিছুটা সাহায্য করি আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অনেক ব্যস্ততার সাথে পার করি।
At present rice work is going on at home, I think work is going on in every house. Not only rice work but also many are busy with other crops. Our rice has not yet been brought home, it will be finished in a few days, then the work of planting corn will begin.
Yesterday, the day passed very busy. While sleeping in the morning, father was saying that we have to plant the paddy fields, so we have to take water. Meanwhile, the father has gone and told me to fetch water for drinking. So I eat in the morning and go to eat that. And after leaving, I saw more people working there, they would also take water and plant plants.
I go and see two uncles raising the water, then I wrap our land well around it so that the water does not go away. Meanwhile, after raising the water, they put a line on their land and I waited there for some time and then they put a line on our land as well.
After watering we have to do mud again so I called the power tiller and he said he will come in a little while. Meanwhile, the water is almost at the end. So I kept waiting for the power tilla. After some time the power tiller also came.
Since many people have taken water together, everyone's land will become muddy and it takes a lot of time to make mud. The land of those who took water earlier began to get muddy and I sat and waited. Meanwhile, it was 12.00. You can understand how much the farmers really struggle sometimes when they go to work. Those of us who have never worked in agriculture cannot understand this hardship.
Every farmer works hard to plant the crops well so that the harvest is good. My father is also involved in agricultural work since childhood and now works hard which is sometimes a little surprising, today's boys will never do such hard work. However, the modern system now has many facilities as compared to earlier times, for which the labor is reduced a lot.
However, after some time our land also began to be cultivated. After plowing today, two days later, planting should be done. Because the bed is still not properly maintained and the reason for the mud two days ago is that now the machine has been installed to take the water, later it will be a problem again. So I muddied it first for convenience. And after doing the mud, I went home from there, it was already past noon. Again in the afternoon I go to a field where people are working on paddy and help a little and this is how I spend my last day very busy.
Thank you very much for such a wonderful post.
Your pictures are very beautiful.