আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।। অনেকদিন পর আপনাদের মাঝে রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
আমাদের বাসার আশেপাশে অবহেলিত অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে যেগুলো দেখোও আমরা দেখতে পাই না। তার মধ্যে একটি হলো ভেন্নার ফুল আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভেন্না বলা হয়ে থাকে অঞ্চলভেদে এটির নাম বিভিন্ন রকম হয়ে থাকে।। অসম্ভব সৌন্দর্যের ভরা এই ভেন্নার ফুল, যদি কাছ থেকে মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে এটার সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। যদিও আমাদের এতটুকু সময় নেই আমাদের আশেপাশের সৌন্দর্য দেখার।
এখন দেখতে পাচ্ছেন আমাদের সকলের পরিচিত কাঁঠালের মোচা বা ফুল। যা আমাদের জাতীয় ফল যদিও প্রতিবছর নির্দিষ্ট সময়ে এই কাঁঠালের ফুল বা মোচা আসে। ছোট থাকতে এই মজা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর আস্তে আস্তে এখান থেকেই ফল হয়। যদিও বর্তমান সময়ে কাঁঠাল সারা বছরই পাওয়া যায়। জাতীয় ফল হওয়াই এটি আমাদের সকলের অনেক জনপ্রিয়।
এরপর আমাদের বাড়ির গাছের লাউ যদিও এবছর খুব বেশি আসেনি কিন্তু বর্তমান সময়ে আবারো নতুন করে ফুল আসা শুরু হয়ে গেছে। অতিরিক্ত শীত থাকায় গাছগুলোর কিছুটা অসুবিধা দেখা যাচ্ছে মনে হচ্ছে গাছগুলো মরে যাবে। আর এর অন্যতম কারণ হচ্ছে অবহেলা কারণ লাউ গাছের সেভাবে যত্ন নেওয়া হয়নি যার ফলে ফলন খুব বেশি আসেনি।
সবার জনপ্রিয় লাল গোলাপ, যে ফুল ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই অনেক পছন্দ। বিভিন্ন অনুষ্ঠানে এই ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয় এছাড়াও ভালোবাসার মানুষকে সর্বপ্রথম মানুষ লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাই। এছাড়াও বিয়ের অনুষ্ঠানে আমরা লাল গোলাপ দিয়ে অনেক রকম সাজিয়ে থাকি। তাই প্রতিটি মানুষের এই লাল গোলাপের প্রতি অন্যরকম এক ভালোবাসা থাকে। আর এই লাল গোলাপ আমার চাচাতো বোন তার বাড়ির ছাদে লাগিয়েছে এখন খুব বেশি ফুল আসেনি। যখন একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে তখন দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে।
এখন যে ফুল দেখতে পাচ্ছেন এটা সকলের পরিচিত টাইম ফুল। এই ফুলগুলো বেশিরভাগ সময়ে সকাল মুহূর্তে অনেক বেশি ফুটে থাকে আর বিকেল হওয়ার সাথে সাথে আবারো ঝরে যায়। যদিও গাছগুলো দেখতে অনেকটা উদ্ভিদের মতো লাগে কিন্তু এই ফুল গুলো মানুষের নজর খুব সহজে কাড়ে। মানুষ তার বাড়ির গেটে এই ফুলগুলো বেশি লাগিয়ে থাকে এছাড়া বিভিন্ন স্কুল বা কলেজের গেটে এ ফুলের দেখা পাওয়া যায়। সৌন্দর্য ভরা এরকম হাজারো ফুল মানুষ তার বাড়ির সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকে।
তো বন্ধুরা আজকের এই ফটোগ্রাফির মধ্যে আপনার সবচাইতে কোনটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।।