আপন হলেই আপন হওয়া যায় না

in blurt-188398 •  2 days ago 
IMG_20250107_190502.jpg

পৃথিবীতে রক্তের বন্ধন ছাড়াও হাজারো সম্পর্ক রয়েছে যেগুলো রক্তের সম্পর্কে চাইতেও কোন অংশে কম না। আমি যেখানে বসবাস করি আমার আশেপাশে অনেক ছোট ছোট ভাই বোন আছে তাদের সাথে আমার অনেক মধুর সম্পর্ক। তারা আমাকে দেখলেই কাছে চলে আসে মনে হয় আমি যেন ওদের আপন বড় ভাই। আর ওরা যখন পাশে আছে আমি ওদের সাথে অনেক দুষ্টামি করি মজা করি অনেক ভালো লাগে ওদের সাথে দুষ্টামি করতে। আমি ওদের সাথে এমন ভাবে মিশি কেউ আমাদের দেখে বুঝতে পারবে না ওরা আমার আপন কেউ না।

IMG_20250107_144128.jpg

ছোট থেকেই তাদের প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা। সব সময় তাদের সাথে বড় ভাইয়ের মতন আচরণ করি কখনো আমি তাদের বুঝতে দেয় না তারা আমার পর। সব সময় তাদের সাথে বড় ভাইয়ের মত মিশি কখনো শাসন কখনো ভালবাসা কখনো বা রাগ দেখায় কারন সে অধিকার আমার হয়ে গেছে। আপনারা যে দুজনকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজনের নাম সাদিয়া আর একজনের নাম আঁখি।

IMG_20250107_190532.jpg

দুইজনকে একই সমান দেখা গেলেও সাদিয়া সে অনেকটা ছোট আর আঁখি সে বড়। সাদিয়া ক্লাস থ্রিতে পড়ে আর আঁখি ক্লাস সিক্স। কিন্তু দেখে কখনো বোঝা যায় না তারা এতটা ডিফারেন্স। গতকালকে আমি একটা ব্রিজে বসে ছিলাম তারা আমাকে দেখে দৌড়ে সেখানে যায়। আর যেয়ে আমার সাথে দুষ্টুমি করতে থাকে আমারও ভালো লাগতেছিল তাদের সাথে দুষ্টামি করতে।।

IMG_20250107_190430.jpg

আমি প্রায় তাদের সাথে অনেকক্ষণ দুষ্টুমি করি আর তারাও কম দুষ্ট না। মন খারাপ থাকলে ওদের সাথে মিশলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। আর হ্যাঁ তাদের সাথে মিশলে বোঝা যায় শুধু আপন হলেই আপন হওয়া যায় না। অনেক সময় পর মানুষও আপনের চাইতে অনেক বেশি হয়ে ওঠে।

আজকাল দেখবেন আপনার আপন মানুষগুলোই আপনার অনেক বড় ক্ষতি করছে আর পর মানুষগুলোই আপনার অনেক উপকার করছে। সমাজে হাজারও মানুষের ক্ষেত্রে দেখা যায় তাদের আপন মানুষ গুলোই তাদের অনেক বড় ক্ষতি করেছে। আর পর মানুষগুলোই আপনার সবচাইতে ভালো করছে। আর হ্যাঁ আপন মানুষগুলোই আপনদের ভালো দেখতে পারে না সব সময় ক্ষতি করার একটা চেষ্টা করে থাকে।

আমাদের অঞ্চলে একটা কথা আছে আপন এর চাইতে পর ভালো আর পরের চাইতেও জঙ্গল ভালো। এই কথাটা বর্তমান সময়ে একদম হুবাহু মিলে যাচ্ছে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন,, অনেক পরিবারে ভাইয়ে ভাইয়ে কোন বনতা নেই বাবা ছেলের বনতা নেই। যেখানে সবচাইতে এই মানুষগুলোই আপন তাদের সাথে সম্পর্ক নেই কেউ কারো ভালো দেখতে পাই না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!