টাকা

in blurt-188398 •  19 days ago 

পৃথিবীতে টাকাই একমাত্র জিনিস যেটার প্রয়োজনীয়তার শেষ নেই। যে কোন কাজ, যে কোন জিনিস করার জন্য টাকার বিকল্প কিছু নেই। এছাড়াও বর্তমান সমাজে সু-সম্পর্ক করার পেছনেও টাকার ভূমিকা সবচেয়ে বেশি। যে মানুষের কাছে যত অর্থ আছে সেই মানুষের তত বেশি সম্মান। আর সমাজে সবচাইতে নামি দামি মানুষ সেই হয়ে থাকে যার কাছে অফুরন্ত অর্থ আছে।

pexels-photo-259027.jpegpexels

আপনারা একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই দেখেছেন টাকা চেনে না এমন মানুষ নেই। পাগল থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ টাকা কে চিনে থাকে আর টাকা দেখলেই তাদের মধ্যে অন্য রকম চিন্তা ভাবনা চলে আসে। আর এই টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। এছাড়াও এই টাকার জন্য একজন সন্তান তার নিজের বাবা-মাকে ও মেরে ফেলতে দ্বিধা করে না শুধুমাত্র এই টাকার জন্য। মানুষ টাকার কথা শুনলে নিকৃষ্ট হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না অমানুষ হয়ে যায় শুধুমাত্র টাকার জন্য।

pexels-photo-3483098.jpegpexels

একটা জিনিস অবশ্যই মানতে হবে জীবনে চলার জন্য টাকার বিকল্প কিছু নেই যার টাকা তার কাছেই সবকিছু। কারণ বর্তমান সময়ে টাকা দিয়ে সবকিছুই করা সম্ভব। যে মানুষের কাছে টাকা নেই সে মানুষের কোন মূল্য নেই, তার কথার কোন মূল্য নেই মানুষ তাকে মূল্যায়নই করে না। আর সমাজে এই মানুষের মত অসহায় মানুষ আর হয় না কারণ কেউ তাকে দেখতে পারে না শুধুমাত্র টাকা নেই জন্য। আর এই মানুষটাই যদি দুইদিন পর অধিক টাকার মালিক হয় সমাজে সবচাইতে সম্মানিত ও নামি দামী মানুষ সেই হয়ে ওঠে। এক কথায় বলা যেতে পারে মানুষ তেলের মাথায় তেল দিতে অনেক বেশি ভালোবাসে।

pexels-photo-5849587.jpegpexels

আপনাদের কাছে কি মনে হয় অর্থ কি সকল কিছুর মূল? দেখুন একজন মানুষ সুখে থাকার জন্য টাকার প্রয়োজন অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সব সময় অর্থ থাকলেই সুখী হওয়া যায় না, সুখী হওয়ার জন্য ভালো মন-মানসিকতার প্রয়োজন আছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে মানুষের অধিক অর্থ আছে সে আরও অর্থ উপার্জনের পেছনেই ছুটে থাকে। আর অধিক অর্থের পেছনে ছুটতে যেয়ে সুখী কি জিনিস সেটাই ভুলে যায়। তাই জীবনে শুধু অর্থ উপার্জন করলেই হবে না জীবনকে উপভোগ করতে হবে।

আমরা মানুষ আমাদের প্রতিটি মানুষের মধ্যে একটা জিনিস রয়েছে যে আমি অনেক টাকার মালিক হব। আর এই টাকা দিয়ে জীবনকে সুন্দরভাবে উপভোগ করব। আর প্রতিটি মানুষ এইজন্য টাকা উপার্জন করার পিছনে ছুটছে কিন্তু আমাদের চাহিদার শেষ নেই।। আমাদের যত হচ্ছে আমরা তত চাচ্ছি আর এই জন্যই আমরা জীবনে সুখী হতে পারি না।

Money is the only thing in the world that never ends. There is no substitute for money to do any work, any thing. In addition, the role of money in making good relations in today's society is the most. The more money a person has, the more respect he has. And the most famous and expensive people in the society are those who have endless money.

You must have noticed one thing that there is no person who does not know money. All classes of people from crazy people know money and when they see money, different thoughts come in them. And people can do anything for this money. Also for this money a child does not hesitate to kill his own parents also just for this money. People become inferior when they hear about money, people are no longer human, they become inhuman only for money.

One thing must be accepted in life there is no substitute for money for whom money is everything. Because nowadays everything can be done with money. A man who does not have money has no value, his words have no value, people do not value him. And there are no more helpless people like this man in the society because no one can see him just because he has no money. And if this person owns more money after two days, he becomes the most respected and valuable person in the society. In one word it can be said that people love to put oil on the head of oil.

Do you think money is the root of everything? See, there is no denying that a person needs money to be happy. But you can't always be happy with money, you need a good mindset to be happy. One thing you will notice is that people who have more money tend to make more money. And chasing after more money forgets what happiness is. So in life it is not only about earning money but also about enjoying life.

We humans have one thing in every human being that I will own a lot of money. And with this money I will enjoy life beautifully. And every person is running behind to earn money for this but our needs are endless. We want more and more and that is why we cannot be happy in life.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!