বন্ধুরা দেখতে দেখতে ২০২৪ সালের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে আর কয়েকটা দিন পরেই আমরা নতুন বছরের দেখা পাব। একটি বছর কিভাবে অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না। সময় কত দ্রুত পার হয়ে যাচ্ছে যেটা ২০২৪ সালে দিকে তাকালেই বুঝতে পারি। মনে হচ্ছে কয়েকদিন আগেই ২০২৪ সাল এসেছে আর এখনই সেই ২৪ সাল আমাদের মাঝখান থেকে বিদায় নিবে।
২০২৪ সালে জীবনের অনেক স্মৃতিময় সময় অতিবাহিত হয়েছে আর সেগুলো আর কখনো ফিরে পাবো না। এছাড়াও ২৪ সালে অনেক আপন মানুষ হারিয়েছি আবার জীবনের অনেক সিদ্ধান্ত ভুল নিয়েছি সবকিছু মিলিয়ে ২৪ সাল পার করে ২৫ শে পা রাখবো। আর ২৪ সাল থেকে শিক্ষা নিয়ে ২৫ সাল যেন সুন্দর ও ভালোভাবে কাটাতে পারি এই প্রত্যাশাই করি।
যাই হোক ব্যস্ততার মধ্যে থেকেও আরও একটা দিন অতিবাহিত করলাম। ঘুম থেকে সাধারণত একটু দেরি করে ওটা হয় তার ওপর এখন শীতের সময় তাই উঠতে একদম ইচ্ছে করে না। ৯টার দিকে ঘুম থেকে উঠি, আর বাইরে যেয়ে দেখি আমাদের একটা জমির ধান নিয়ে এসেছে। আর বাবা বলতেছিল ধানগুলো পালা দিতে হবে। পরে আমি সকালের খাবার খেয়ে সেই ধানগুলো পালা দিতে থাকি।
বেশ কিছু সময় ধানের কাজ করার পর বাসার অন্যান্য কিছু কাজ ছিল সেগুলো করি। বর্তমানে দিন অনেক ছোট, মুহূর্তের মধ্যে একটি দিন পার হয়ে যায়। বাসার আরো কিছু কাজ করার পর রুমে এসে কিছু সময় শুয়ে থাকে ফোন ব্যবহার করতে থাকি। কিছু সময় পরেই দুপুর হয়ে যায় তাই দেরি না করে গোসল করে সেই সাথে খাওয়া-দাওয়া করে রুমে এসে শুয়ে থাকি।
ভেবেছিলাম ঘুমাবো কিন্তু বাসায় আরো কিছু কাজ ছিল সেই সাথে গরু গুলোকে খাবার দিতে হবে তাই শুয়ে না থেকে উঠে সেই কাজগুলো করি। সেই সাথে বাসায় কিছু ছাগল আছে সেগুলো কে পাতা পেরে দেই। তারপর একটু বাসা থেকে বাইরে হাঁটাহাঁটি করার জন্য যায়। আর হ্যাঁ কয়েকদিনের মধ্যেই বাসার ধানের কাজ কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে তখন কিছুটা ফ্রি থাকবো কিন্তু তারপরও ভুট্টা রোপণ করার কাজ থাকবে।
যাইহোক কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করার পর একটু বাজারেও যায় অনেকদিন হয় বাজারে যাওয়া হয় না। তাই ভাবলাম একটু বাজারে যাই পরে বাজারে যেয়ে গরম গরম সিঙ্গারা খেয়ে বাসায় চলে আসি আর শুয়ে থেকে ফোনের কিছু কাজ ছিল সেগুলো করতে থাকি। একটু বেশি ব্যস্ত থাকার জন্য নিয়মিত পোস্ট করতে পারছি না অনেকদিন পর গতকালকে একটা পোস্ট লিখেছি। চেষ্টা করব নিয়মিত আপনাদের মাঝে আবারো পোস্ট করার।
একটি দিন সুন্দরভাবে অতিবাহিত হলে নিজের কাছেও ভালো লাগে। আমরা দিনের মধ্যে অনেক রকম কাজ করে থাকি কখনো ভালো কখনো খারাপ যদি কোন কাজ আমরা ভালো করে থাকি আর সেজন্য আমাদের মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে থাকে। আর যদি খারাপ কাজ করার পর আমরা বুঝতে পারি যে আমার দ্বারা একটি খারাপ কাজ হয়েছে তখন আমাদের অনেক খারাপ লাগে কেন এই কাজটা করলাম। যখন আমরা নিজেরাই উপলব্ধি করতে পারব আমরা খারাপ কাজ করেছি তখনই বুঝতে পারব আমাদের বিবেক জাগ্রত হয়েছে।
আমরা অনেক মানুষ রয়েছি যারা খারাপ কাজ করার পর উপলব্ধি করতে পারি না আমি খারাপ কাজ করেছি তাহলে বোঝা যাবে আমাদের মধ্যে বিবেক জাগ্রত হয়নি। তাই আমাদের চেষ্টা করতে হবে খারাপ কে খারাপ ভাবা আর ভালো কে ভালো বাবা তাহলে আমরা একজন আদর্শ মানুষ হতে পারব। মানুষ নামের মানুষ অনেক রয়েছে কিন্তু আদর্শ মানুষ আজকাল যেন খুঁজে পাওয়া মুশকিল নেই বলি চলে।
তাই আমরা সঠিকভাবে চলার চেষ্টা করব এবং মানুষকেও সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করব।। কোন ব্যক্তি খারাপ কাজ করলে আমাদের তাদেরকে বলতে হবে সে যেন খারাপ কাজ থেকে নিজেকে ব্যতীত রাখে এবং ভালো কাজের শামিল হয়। যদি আপনি মানুষকে এরকম উপদেশ দিতে পারেন তাহলে আপনারা মঙ্গল হবে এবং তারা মঙ্গল হবে।
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
Friends, it looks like 2024 is at the very end and in a few days we will see the new year. I did not understand how a year passed. How fast time is passing that I can understand just looking at the year 2024. It seems that the year 2024 has arrived a few days ago and now that 24 years will leave us.
Many memorable moments of life have passed in 2024 and I will never get them back. Also, I have lost many people in 24 years and I have made many wrong decisions in life. After 24 years, I will step on 25th. And I hope that I can spend 25 years beautifully and well with education from 24 years.
Anyway, I spent another day despite being busy. It usually happens a little late from sleep, and now it's winter, so I don't want to get up at all. I woke up around 9 o'clock, and went out to see that a field of rice had been brought to us. And father used to say that the paddies should be given in turn. After I had breakfast, I continued to turn those paddies.
After working on the paddy for some time, I did some other household chores. Today the days are very short, a day passes in a blink of an eye. After doing some more work at home, I came to the room, lay down for some time and started using the phone. After some time it was noon so without delay I took a bath and after eating and drinking I came to the room and slept.
I thought I would sleep but there were other things to do at home and the cows had to be fed, so I got up and did those things instead of lying down. At the same time, there are some goats in the house and I feed them. Then goes for a little walk outside the house. And yes, in a few days, the rice work at home will be somewhat under control, then I will be somewhat free, but still there will be work to plant corn.
However, after walking outside for some time, he also goes to the market for a long time or does not go to the market. So I thought I would go to the market for a bit and then go to the market and eat hot Singara and come home and continue to do some work on the phone while lying down. I am not able to post regularly due to being a bit too busy. I wrote a post yesterday after a long time. I will try to post again regularly.
A day well spent is good for yourself. We do many things in a day, sometimes good sometimes bad. If we do something well, then there is a different kind of happiness in our mind. And if after doing a bad deed we realize that a bad deed has been done by me then we feel very bad why did this deed. Only when we realize ourselves that we have done bad things will we realize that our conscience has awakened.
There are many of us who cannot realize after doing a bad deed that we have done a bad deed, then it can be understood that conscience has not awakened in us. So we have to try to think of bad as bad and good as good father then we can be an ideal human being. There are many people named man but ideal man is not difficult to find these days.
So we will try to walk rightly and also try to manage people rightly. If a person does bad deeds, we should tell them to abstain from bad deeds and engage in good deeds. If you can give people advice like this, you will be well and they will be well.
So, friends, I am leaving here today, everyone will be fine, stay healthy, thank you.