বেশ কয়েক দিন ধরে প্রচন্ড ভাবে গরম পড়তেছে, সেই সাথে একটা গাছের পাতা ও নড়তেছে না, সব মিলিয়ে খুবই খারাপ এক টা অবস্থা, আর এই খারাপ অবস্থায় নিজেকে ঠান্ডা রাখার জন্য আমি নিয়ে এসেছি ড্রাগন ফলের আইসক্রিম, যে টা তে রয়েছে সব ধরনের ভিটামিন এবং ক্যালসিয়াম তাছাড়া আইসক্রিম আপনাকে প্রচন্ড গরমে ঠান্ডা রাখতে সাহায্য করবে।
চলুন তাহলে আপনাদের মাঝে শেয়ার করা যাক, কি ভাবে খুব সহজেই এই আইসক্রিম টি তৈরি করতে পারবেন:
Photo edited by canva
নাম্বার | উপকরণ | পরিমাণ |
---|---|---|
1 | ড্রাগন ফল | ১ টি |
2 | দুধ | ১ লিটার |
3 | চিনি | হাফ কাপ |
4 | লবন | ১চিমটি |
প্রস্তুত প্রণালী:
প্রথমে আমি মাঝারি সাইজের একটা ড্রাগন ফল পরিষ্কার ভাবে ধুয়ে নিয়েছি, এরপরে ফল টা কে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি।
আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে, সেই টা কে সুন্দর ভাবে জাল করে কমিয়ে হাফ লিটার করে নিয়েছি।
এবার, কেটে নেওয়া ড্রাগন ফল একটা কাটা চামচের সাহায্যে সুন্দর ভাবে পিষে নিয়েছি, অন্য দিকে দুধ ঠান্ডা করে নিয়েছি।
এবার, সকল উপকরণ একটা ব্লেন্ডার যারের ভিতর দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিব।
এবার পুরো মিশ্রণ টা আইসক্রিমের কাপের ভিতরে ঢেলে, ডিপ ফ্রিজে রেখে দিবো 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত।এবার ফ্রিজ থেকে বের করে পরিবারের মাঝে, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
তাই, আমি চাই আপনারাও আমার মত এই ড্রাগন ফলের আইসক্রিম টি বানিয়ে পরিবারের সাথে শেয়ার করুন এবং সংরক্ষণ করতে পারেন যদি কেউ বাসায় চলে আসে তাকেও এই গরমে ঠান্ডা রাখতে পারবেন। আজ আমি চেষ্টা করেছি এই প্রচন্ড গরমে, আপনাদের ঠান্ডা রাখার জন্য, একটি পোস্ট শেয়ার করার ।
তাই, আমি চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি। তবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত প্রকাশ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।