আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা, আমি করবী আমিন। গোপালগঞ্জ থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এই প্লাটফর্মে এটা আমার প্রথম পোস্ট, তাই আমি সর্বপ্রথম আমার পরিচয় দিয়ে শুরু করছি।
- আমার নাম করবী আমিন। আমার জেলা গোপালগঞ্জ, আমি কোটালীপাড়া থানার অন্তর্ভুক্ত একটি গ্রামে আমার বাড়ি। আমি শেখ লুৎফর আদর্শ সরকারি কলেজ কোটালীপাড়া গোপালগঞ্জ একজন অনার্স তৃতীয় বছরের ছাত্রী। তার পাশাপাশি আমি একজন নিয়োজিত গৃহিণী, আমার একটা ছোট্ট কন্যা সন্তান আছে। বর্তমানে আমি আমার মেয়েকে নিয়ে, ঢাকায় থাকি হাজবেন্ডের সাথে।
আমি সব সময় চেষ্টা করি নিজেকে কিছু করার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য ,সেই উদ্দেশ্যেই পড়ালেখা টা ঠিকমতো করে যাচ্ছি বাকিটা উপর আল্লার ইচ্ছা। এবং আমার চেষ্টা এই পড়ালেখার, সংসার, সামলানোর পাশাপাশি যদি নিজে কিছু করা যায়। কারণ, আমি যেহেতু সবসময় বাসায় থাকি। তাই বাসায় বসে আমার জন্য খুব ভালো একটা দিক হলো এই প্ল্যাটফর্মে লেখা।এ প্লাটফর্ম সম্পর্কে আমি আমার এক বড় ভাই ,তার ইউজার নেম @sabus তার কাছ থেকে জানতে পেরেছি। এবং আমার খুবই ভালো লেগেছে আমি অনেক উৎসাহিত হয়েছি।
আর সে চিন্তা ভাবনা থেকে আমি শুরু করতে যাচ্ছি এই প্লাটফর্মে আমার দীর্ঘ যাত্রা, আমি আশাবাদী, আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন পাশে থাকবেন,, আমি যেন নিজেকে এই প্লাটফর্মে রেখে অনেকটা দূর নিয়ে যেতে পারি। এবং আমার ভিতরে লুকিয়ে থাকা যে প্রতিভা সেগুলো যেন শেয়ার করতে পারি।
যদি আমার শখের কথা বলি,
তাহলে প্রথমে আসবে লেখালেখি করা, আমি লিখতে ভীষণ পছন্দ করি, নিজের মতো করে কবিতা বানাতে, নিজের ভাষায় কিছু লিখতে আমার বেশ ভালো লাগে,।তার পাশাপাশি আমি গাছ লাগাতে ভীষণ পছন্দ করি, গ্রামের বাড়িতে আমার ছোট্ট একটা সবজি বাগান আছে।
এসবের পাশাপাশি আমি সবসময় নিজেকে পরিপাটি ও গুছিয়ে রাখতে পছন্দ করি, আমার সংসার, সন্তান পড়ালেখা, তার পাশাপাশি আমার এই ছোট্ট কাজের জায়গা টা কেউ আমি সব সময় গুছিয়ে রাখবো। কারণ আমি বিশ্বাস করি, যেকোনো কিছুর যত্ন করলে তার ফল খুব সুন্দর ভাবেই পাওয়া যায়। তাই আমি চেষ্টা করব সর্বদা আমার সততা কে এই প্ল্যাটফর্ম এর মাঝে তুলে ধরার জন্য।
- যাইহোক, আমি আজকের মত এখানে বিদায় নিবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করছি আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ।
Welcome to Blurt! 🙂
I invite you to take part in our survey to tell us how did you find a blurt:
https://blurt.blog/blurt/@khrom/3syb5c-how-did-you-come-across-blurt-leave-a-reply-and-get-a-strong-upvote-round-2