Photo edited by canva
শীতের মধ্যে সবার কি অবস্থা? কেমন কি আছে সবাই? আমি ভালো আছি, আর আমি আপনাদের আরে একটু ভালো রাখতে, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব, চিতই পিঠা তৈরি ও হাঁসের মাংস রান্না রেসিপি। আমার মত রান্নায় যারা খুবই কাঁচা তাদের জন্য তো এই রেসিপি টা দুর্দান্ত হবে বলে আমি মনে করি। খুবই সহজ পদ্ধতিতে আজ রান্না করে দেখাবো, যেন মন চাইলেই ঝটপট রান্না করে নেওয়া যায়।
উপকরণ | পরিমাণ |
---|---|
হাঁসের মাংস | 1 কেজি |
পিঁয়াজ কুচি | 2 কাপ |
রসুন বাটা | ২ চামচ |
আদা বাটা | 1 চামচ |
মাংসের মসলা | 1 চামচ |
মরিচের গুড়া | 2 চামচ |
হলুদের গুড়া | 1 চামচ |
ধুনিয়া গুড়া | 1 চামচ |
জিরা গুড়া | 1 চামচ |
দারুচিনি ও লবঙ্গ | 4 টা করে |
তেজপাতা | 3 টি |
লেবু | 1 চামচ |
আলু | 3 টা |
লবণ | পরিমাণ মত |
তৈল | হাফ কাপ |
রান্নার জন্য পানি | 3 কাপ |
প্রস্তুত প্রণালী:
প্রথম ধাপ:
আমি এখানে এক কেজি পরিমাণ হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবং প্রথমে এক চামচ লেবুর রস মাখিয়ে রেখে দিলাম মাত্র ২ মিনিটের জন্য আপনি চাইলে নাও রাখতে পারেন, এতে কোন সমস্যা নেই।
দ্বিতীয় ধাপ:
আমি এখানে প্রেসার কুকারে নিয়েছি রান্নার জন্য,সময়ের অভাবে তবে আপনারা চাইলে কড়াই তে ও রান্না করে নিতে পারেন, এতে স্বাদের কোন হের ফের হবে না।
তৃতীয় ধাপ:
প্রথমে প্রেসার কুকারে প্রথমে মাংস টা ঢেলে দিলাম, এরপরে উপরে সকল উপকরণ এই মাংসের ভিতরে ঢেলে দিলাম একা করে, শুধু আলু টা দিলাম না।
চতুর্থ ধাপ:
এবার হাতের সাহায্যে মসলা গুলো খুব সুন্দর ভাবে মাংসের সাথে মাখিয়ে নিলাম, যাতে করে মাংসের ভিতর টা মসলা ঢুকে যায়। এবার এক কাপ পানি এই মসলা যুক্ত মাংসের ভিতরে ঢেলে দিলাম।
পঞ্চম ধাপ:
এবার প্রেশার কুকার টা কে বন্ধ করে দিয়ে হাই হিটে রান্না করব মাত্র পাঁচ মিনিট, পাঁচ মিনিট পরে বাকি দুই কাপ পানি ও আলু গুলো এর মধ্যে ঢেলে দিলাম।এবার লো হিট এ রান্না করব 15 মিনিট।
উপকরণ | পরিমাণ |
---|---|
আতপ চালের গুড়া | ৫০০ গ্রাম |
গরম পানি | এক লিটার |
লবণ | পরিমাণ মত |
প্রস্তুত প্রণালী:
আমি এখানে ৫০০ গ্রাম আতপ চাল, ভিজিয়ে শিল পাটায় গুঁড়ো করে নিয়েছি, অন্যদিকে এক লিটার পরিমাণ পানি গরম করে নিয়েছি, এবার অল্প অল্প করে গরম পানি দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়েছি।
Photo edited by canva
চুলা তে চিতই পিঠার সাজ একটু বেশি গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পর উঠিয়ে নামিয়ে নিলাম বেশ ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে আমি পিঠা গুলো ভেজে নিলাম।