ছোট বাচ্চাদের কোল বালিশের কভার তৈরি করা টিউটোরিয়াল।

in blurt-188398 •  2 days ago 

Neutral Minimalist Romantic Photo Collage.pngPhoto edited by canva

Hello,

Everyone,

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, কিভাবে ছোট বাচ্চাদের কোল বালিশের কভার খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। শুধু ছোটদের নয় এই টিউটোরিয়াল টা দেখে আপনি বড়দের জন্য কোল বালিশের কভার তৈরি করতে সক্ষম হবেন। সবকিছুই এক থাকবে শুধু মাপের বেলা একটু বেশি নিতে হবে, এবং কাপড় টা একটু বেশি প্রয়োজন হবে।

4e156c23-5267-4e71-b9d4-505598204f9c.jpg

কোল বালিশে কভার আমাদের মাঝে মধ্যেই চেঞ্জ করতে হয়। এবং এর জন্য প্রয়োজন হয় নিত্য নতুন তৈরি করার তবে, এটা যদি আমি বাসাতে বানাতে পারি তাহলে গাড়ি ভাড়া দিয়ে আমার আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। সেই সাথে দর্জিকে দেওয়া টাকা টা থেকে যাবে, কি মনে মনে ভাবছেন তো,, করবী আপু তো ভালোই আইডিয়া দিচ্ছে! হ্যাঁ, শুধু আপনাদের জন্য আমি আজকের এই টিউটোরিয়াল ক্লাস টা শেয়ার করছি যাতে আপনারা কোন কষ্ট ছাড়া বাসায় বানিয়ে নিতে পারেন, খুব সহজেই। তো চলুন শুরু করা যাক।

2b012b5f-428a-44e8-ad36-6145374538da.jpg

আগেই বলে নিচ্ছি, আমি একদম নতুন আগে কখনো, কারো সাথে এভাবে শেয়ার ও করিনি, তার থেকে সবচেয়ে বড় কথা আমি কখনো কারো কাছ থেকে দর্জির কাজও শিখিনি। সত্যি, কথা বলতে আম্মুকে দেখতাম করতে ওই চোখের দেখায় মাত্র, তাই ভাবলাম আমার এই সহজ পদ্ধতি টা আপনাদের সাথে ভাগ করে নেই।


26e052f9-bb13-43d9-b656-20520cfd0aee.jpg
cecdfe5a-d1ba-4f42-b1d8-5ff957489b19.jpg
কোল বালিশের কভার তৈরি করতে আমার যা কিছু প্রয়োজন হবে:
প্রথম ধাপ:

সেলাই মেশিন, আমি এটা সেলাই মেশিনের মাধ্যমে সেলাই করব আপনারা চাইলে কিন্তুু, হাতেও সেলাই করে নিতে পারেন তবে আমার এত ধৈর্য নেই, এরপরে নিব সুতি কাপড় ও কাপড়ের সাথে মিলিয়ে সুতা কেচি, ফিতা, এবং কাপড়ের দাগ দিয়ে নেয়ার জন্য চক।

দ্বিতীয় ধাপ:

আমি এখানে কোল বালিশের কভার তৈরি করার জন্য, কাপড় লম্বায় নিয়েছি ২৪ ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি ১৮ ইঞ্চি, মাপ দিয়ে কাপড় টা কেটে নিলাম, এবং খোলা সাইট সেলাই করে নিলাম।


26c4f08b-0dd1-4e95-bc2e-f6c70db88506.jpg
ac5a7f0a-e210-48f5-8bcb-3d86ac7db18c.jpg
তৃতীয় ধাপ:

আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ একটা কাপড় চার ভাঁজ করে কেটে নিলাম, অন্যদিকে রাখা সেলাই করা কাপড়টার এক পাশে পাতলা করে কিছু টা কুচি দিয়ে নিলাম।

চতুর্থ ধাপ:

কুচি দেওয়া শেষে, কেটে রাখা তিন ইঞ্চি পরিমাণ কাপড়, আমি কুচির উপর দিয়ে গোল করে সেলাই করে নিলাম যেমন টা আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন, এবং অন্য পাশের খোলা সাইট হালকা একটা ভাজ দিয়ে ঠিক এইভাবে সেলাই করে নিচ্ছি।


পঞ্চম ধাপ:

সেলাই করা শেষে আমি ৬ ইঞ্চি পরিমাণ একটা চিকন রাবাট, মাপ দিয়ে নিলাম এবং এই চিকন রাবাট টি ভাজ দিয়ে সেলাই করা কাপড়ের মধ্যে দিয়ে, ছোট একটা সেফটিপিন এর মাধ্যমে ঢুকিয়ে নিলাম। এবং ঢুকানো শেষে মেশিনের মাধ্যমে একটা চাপ সেলাই দিয়ে নিলাম।


এইতো দেখতে দেখতে কোল বালিশের কভার তৈরি করা শেষ, এবার আমি ভিতরে ঢুকিয়ে নিলাম। দেখলেন তো কত সহজে এবং খুব দূরত্বভাবে এইটা তৈরি করা সম্ভব হয়েছে।ঠিক একই পদ্ধতি অবলম্বন করে বড়দের জন্য ও বানাতে পারেন, আমি আমার মেয়ের কোল বালিশের কভার তৈরি করেছি, তাই এই মাপ অনুযায়ী বানিয়েছি।

আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর হ্যাঁ কেমন হয়েছে সেটা তো জানাবেনই কারন.. আপনাদের সাপোর্ট পেলে আমি কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারবো,,,,তার পাশাপাশি আপনার তৈরি করার সময় যদি কোন কিছু জানার প্রয়োজন হয় সেটাও জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এখানেই শেষ করছি।

I am Bangladeshi. My name is Karobi Amin, I am a housewife, and a second-year honors student of the Bengali department. That's why I prefer to speak and write in Bengali, today I tried to share a cover-making tutorial.I hope you like it. Thank you all very much.

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!