Today I am going to share with you the moment when friends went to eat yogurt. In fact, friendship means love, friendship means quarrels, and friendship means hanging out together. In fact, there is no comparison to the relationship of friendship.
আজকে আমি আপনাদের সাথে জেতা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা মিলে দই খেতে যাওয়ার একটা মুহূর্ত। আসলেই বন্ধু মানে ভালোবাসা বন্ধু মানে ঝগড়া আবার বন্ধু মানেই একসাথে ঘুরাফেরা। আসলে বন্ধুত্বের সম্পর্কের কোন তুলনা হয় না।
Friendship is very important in life. In times of trouble, in all situations, friendship is unmatched.
জীবনে চলার পথে বন্ধুত্বের সম্পর্ক খুবই প্রয়োজনীয়। বিপদে আপদে সব সময় সকল ক্ষেত্রে বন্ধুত্বের কোন তুলনা হয় না।
The place we went to today is called Amin Sweets Shop in Gangni Bazaar. There are many types of sweets available there, like rasgolla, rasmalai, ras kadam, and many types of sweets are also available there. We also got curd, so we went there mainly to eat curd, but the taste of the curd was so good that you could understand that it is not prasad.
আজকে আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে গাংনী বাজারের আমিন মিষ্টান্নের দোকানে। সেখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় রসগোল্লা রসমালাই রস কদম এছাড়াও অনেক রকম মিষ্টি সেখানে পাওয়া যায় দই পাওয়া যায় তো আমরা মূলত সেখানে দই খাওয়ার জন্য গিয়েছিলাম সেখানকার দই কিন্তু দারুন স্বাদ আপনারা খেলে বুঝতে পারতেন প্রসাদ সেটা বলে বোঝানো যাবেনা।
The top part of the curd is very tasty to eat. So we bought a bowl of curd, you can see it is a pot made of clay, then we took a few spoons and started eating it all together.
দইয়ের উপরের অংশটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো আমরা এক বাটি দই কিনেছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা একটি পাত্র তারপরে আমরা কয়েকটা চামচ নিয়ে নিলাম নিয়ে সবাই মিলে সেটা খেতে শুরু করলাম।
We eat on other days too, like when there's an event, we eat together with friends. In fact, when we eat together with friends, or when we go somewhere together, it's a different moment.
অন্যদিনও খাওয়া হয় যেমন যেমন কোন অনুষ্ঠান হলেও খাওয়া হয় আবার বন্ধুরা মিলে একসাথে খাওয়া হয় আসলে দুইটার ভিতরে বন্ধুরা মিলে যখন একসাথে খাওয়া হয় কোথাও একসাথে ঘুরতে যাওয়া হয় সেটার মুহূর্তটা কিন্তু অন্যরকম হয়।
I'm ending today's post here. May everyone be well and healthy.
আজকের পোস্টটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।