Hello everyone, how are you all? Alhamdulillah, I am fine. Today, the topic I am going to talk to you about is a medicine called BZ Parella. BZ Parella is for those who are desperate to survive. Let's find out its indications.
hello everyone আপনারা সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটি ঔষধ যার নাম বি জেড প্যারেলা। বেঁচে থাকতে যে গেছে মরিয়া তার জন্যই হচ্ছে বি জেড প্যারেলা। চলুন জেনে নেওয়া যাক এর রোগ নির্দেশনা।
This indication is for liver disease, gallstones, heartburn, constipation, all stomach pains, then you can get a complete cure. It is the only medicine that is worth trying today to keep the body fresh. It is very effective for children, such as children with new and old liver disease, then indigestion, flatulence, frequent nausea, wind, etc. If they eat it, they get good results in a short time and become healthy and simple.
এ রোগ নির্দেশনা হচ্ছে লিভারের দোষ পিত্তশোল বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য জনিত যাবতীয় পেটের বেদনায় তাহলে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করা যায়। এটা শরীরের সর্বদা তেজ রাখার জন্য একমাত্র পরীক্ষার আজ যোগ্য একটা ঔষধ। এটা কিন্তু শিশুদের জন্য অনেক ভালো কার্যকর হয় যেমন শিশুদের নতুন পুরাতন লিভারের দোষ তারপরে বদহজম পেট ফাঁপা ঘনঘন নানা ধরনের বমি বমি হাওয়া ইত্যাদি থাকলে এরা কিন্তু খাইলে অল্পদিনেই ভাল ফলাফল পাওয়া যায় সুস্থ ও সরল হয়ে যায়।
It works very well for those whose body is very weak and the body always has a fever. Both men and women can consume it and it works as a great medicine for those who always have brain activity or brain function is very high.
যাতে শরীর দুর্বল খুবই এবং শরীরে সব সময় জ্বর জ্বর ভাব থাকে তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে। স্ত্রী পুরুষ সবাই কিন্তু এটা সেবন করতে পারেন এবং হচ্ছে সর্বদা মস্তিষ্ক চালনা করে বা মস্তিষ্কের কাজ যাদের খুবই বেশি তাদের মহা ঔষধ হিসেবে কাজ করে।
It absorbs contaminated blood, makes blood fresher but it works very well to increase its weight and life energy. It is a Unani medicine of BZ company which is made in Gaibandha, Bangladesh. It contains many types of ingredients such as Gulfa Babij, Big Cardamom, Mint etc. etc.
এটা দূষিত রক্ত শোষণ করে অধিক মমতাজা রক্ত কিন্তু এর ওজন এবং জীবনে শক্তি কিন্তু বৃদ্ধি করতে এটা খুবই ভালো কাজ করে। এটা কিন্তু বিজেড কোম্পানির একটি ইউনানী ঔষধ যেটা তৈরি হয় গাইবান্ধা বাংলাদেশে। এতে অনেক ধরনের উপাদান দেওয়া থাকে যেমন গুলফা ববিজ বড় এলাচ পুদিনা ইত্যাদি ইত্যাদি
Now I will tell you the rules of consumption. If it is for children, then if it is for children, then one spoonful three times a day starting from 6 years, if it is between one and five years, then half a spoonful will be taken 3-4 times a day and it will be mixed with water. If it is more than 12 years of age, then two spoonfuls will be taken three to four times a day with water.
এখন আমি আপনাদেরকে সেবন বিধি বলবো এটা যদি বাচ্চারা হয় তাহলে যদি শিশু বাচ্চা হয় তাহলে এক চামচ করে দিনে তিনবার ৬ বছর হয় শুরু করে যদি এক থেকে পাঁচ বছরের ভিতরে হয় তাহলে আধহা চামচ করে খাবে দিনে ৩-৪ বার এবং এটা কিন্তু পানির সাথে মিশিয়ে খাবে এটা ১২ বছরের বেশি যদি বয়স হয় তাহলে দুই চামচ করে খাবে দিনে তিন থেকে চারবার পানির সাথে।
The amount of this is a 100 ml bottle, but there is no small medicine, it is more than 100 ml available in the market. But if this medicine cannot be kept there, it should be kept in a cool and nice place, it should be shaken well before eating, then it will be effective. You can take it if you want, but its price is not very high, it is a cheap but good quality medicine. I think those who have such problems should take it. Taking it can help you get rid of the disease quickly.
এটার পরিমাণ হচ্ছে এটা ১০০ এম এল এর একটি বোতল এর কিন্তু ছোট কোন ঔষধ হয় না এটা ১০০ এমএল এর বেশি পাওয়া যায় বাজারে। এই ওষুধটি কিন্তু যেখানে সেখানে রাখা যায় না থাকতে হলে ঠান্ডা এবং ভালো সুন্দর জায়গায় রাখতে হবে এটা খাওয়ার পূর্বে কিন্তু ভালোভাবে ঝাকিয়ে নিতে হবে তাহলে কার্যকর একটু ভালো হবে। আপনারা চাইলে কিন্তু এটা খেতে পারেন এটার দাম কিন্তু খুব একটা বেশি না অল্প দামে কিন্তু ভালো মানের একটা ঔষধ এটা। আমি মনে করি যাদের এই ধরনের কোন সমস্যা আছে তাদের এইটা খাওয়া উচিত। এটা সেবন করলে দ্রুত রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
But many high-quality medicines are made from Gaibandha, which is located in Bangladesh.
গাইবান্ধা থেকে কিন্তু অনেক উন্নত মানের ভালো ভালো ঔষধ তৈরি করা হয় যেটা বাংলাদেশে অবস্থিত
The medicine that I told you about has another name which is Atal but it has also become popular. Actually medicine is known by many names like BGF, some by Sharbat At Fal and many more but everyone knows it differently and everyone has their own way of recognizing it. I want you to stay healthy and lead a beautiful life and I constantly give you reviews of medicines. Because health is the root of all happiness.
Actually health is a great blessing of Allah the Almighty. Its meaning is understood by those who are sick. If you are not sick, you cannot understand how great a blessing health is. Therefore, we should not give up and try to remain steadfast on the path of health.
আমি যে ওষুধের কথা আপনাদেরকে বললাম সেটা কিন্তু আরেকটি নাম আছে যেটা হচ্ছে আতাল এই নামেও কিন্তু এটা পরিচিতি লাভ করেছেন। আসলে ঔষধ কিন্তু অনেকে অনেক নামে চিনে বি জিএফ নামে কেউ শরবত আট ফাল নামে আরো অনেকভাবেই কিন্তু সবাই চিনে থাকে একেকজনের চেনার দক্ষতা এক এক রকম। আমি চাই আপনারা সুস্থ থাকেন সুন্দরভাবে জীবন পরিচালনা করেন এবং আমি আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু ঔষধের রিভিউ দিয়ে থাকি। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল।
আসলে সুস্থতা কিন্তু আল্লাহ রব্বুল আলামীনের অনেক বড় একটি নেয়ামত এটার মর্ম সেই বুঝবে যে অসুস্থ আছে অসুস্থ না থাকলে বোঝাই যায় না যে সুস্থতা কত বড় নেয়ামত তাই আমাদের উচিত হবে না রেখে সুস্থতার পথে অবিচল যেন থাকতে পারি সেই চেষ্টা করা।
|Google Translate |
All content are mine unless it noted.