কাঁঠালের ফুলের ফটোগ্রাফি

in blurt-188398 •  yesterday 

IMG_20250121_123103.jpg

কাঁঠাল জাতীয় ফল সেটা আমরা সকলেই জানি। কিন্তু জাতীয় ফল হওয়ার স্বার্থেও অনেকের কাছে এই ফলটি অপছন্দের তার মধ্যে আমি একজন। আবার অনেকের সবচাইতে প্রিয় ফল কাঁঠাল। আসলে আমরা মানুষ যেমন ভিন্ন ভিন্ন আমাদের পছন্দ গুলো ভিন্ন ভিন্ন আর এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ সবার চিন্তাভাবনা ও সবার পছন্দ এক রকম হবে না এটা প্রাকৃতিক নিয়ম।।

IMG_20250121_123159.jpg

IMG_20250121_123219.jpg

IMG_20250121_123244.jpg

কাঁঠাল আমরা সকলে চিনে থাকলেও এর উপকারিতা সম্পর্কে অনেকেই জানেনা। আর আজকে আমি এর উপকারিতা বলতেও আসিনি এর সৌন্দর্য তুলে ধরার জন্য আপনাদের মাঝে কাঁঠালের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে।। যখন কাঁঠালের ফুল আসে দেখতে কতটা সুন্দর লাগে যারা কাছ থেকে দেখে যাচ্ছেন তারা একমাত্র বুঝতে পারবে। আমাদের বাসায় বেশ কয়েকটা কাঁঠাল গাছ রয়েছে প্রতিটি কাঁঠালেই এরকম ফুল এসেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগে এই কাঁঠালের ফুলগুলো।।

IMG_20250121_123103.jpg

IMG_20250121_123142.jpg

IMG_20250121_123159.jpg

যদিও ছোটবেলায় এই কাটার ফুলগুলো দিয়ে অনেক খেলা করেছি বন্ধুদের সাথে বড় হওয়ার সাথে সাথে সেই খেলাগুলো আজ স্মৃতি। যাইহোক কথা হচ্ছে আমরা প্রতিটি মানুষের সৌন্দর্যের পূজারী সেটা যত সুন্দর লাগে তার প্রতি আমাদের আকর্ষণ তত বেশি থাকে সেটা যে কোন জিনিসই হোক।

কিন্তু হ্যাঁ কাঁঠালের ফুল সৌন্দর্যের দিক দিয়ে কোন অংশেই পিছিয়ে নেই। ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়ার সময় এই ফুলগুলো অসম্ভব সুন্দর লাগে আর একটা সময় যে কাঁঠালের রূপান্তিত হয় কিন্তু ছোটবেলায় দেখে কোন ভাবেই বোঝা যায় না এটি একটা ফল হবে।

তো বন্ধুরা আজকের কাঁঠালের ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!