আমাদের আশেপাশে হাজারো সৌন্দর্য লুকিয়ে আছে যেগুলো আমাদের নজরে আসে না তার মধ্যে একটি হচ্ছে ভেন্নার ফুল। কি চমৎকার দেখতে তারপরও অবহেলিত ফুল যদিও এই ফুল থেকে ভেন্না তৈরি হয়। আমরা সকলেই এই ভেন্নাকে চিনে থাকি শহরের তুলনায় গ্রাম অঞ্চলে রাস্তার ধারে এটি বেশি দেখতে পাওয়া যায়। আমাদের বাসার আশেপাশেও এই ভেন্নার গাছ অসংখ্য তাই এই ফুল আমার অতি চেনা।
পৃথিবীতে প্রতিটি মানুষ সৌন্দর্যের আকর্ষণে প্রতি বেশি আকর্ষণ দিয়ে থাকে তারপরও কিছু সুন্দর্য আমরা অবহেলিত মনে করি। এই ভেননার ফুল থেকে যখন ভেনরা তৈরি হয় এটা দিয়ে আবার তেল তৈরি করা যায়। আমাদের অঞ্চলে অনেকেই এটিকে যত্ন সহকারে বেড়ে তোলে আর একটা সময়ে এটি বিক্রি করে অনেকে আছে বাড়ি বাড়ি থেকে কিনে নিয়ে যায়।
ভেন্নার তেল অনেক উপকারী ডাক্তার দাও অনেক সময় এই তেলের কথা বলে। এত উপকারী থাকার পরও আমরা এটিকে অবহেলা হিসাবে রেখে দেই। আমাদের অঞ্চলে টিকে ভেন্ন। নামে আখ্যায়িত আছে হয়তো অঞ্চলভেদে এদের নাম অন্যরকম হতে পারে। ছোটবেলায় আমরা বন্ধুরা মিলে এই ভেন্নার দিয়ে অনেক খেলা খেলেছি এখনো সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে।
আবার এরকমও সময় ছিল যেখানে আমরা অন্যের গাছের ভেন্না না বলে নিয়ে আসতাম ছোটবেলায় খেলার জন্য।। অনেকে দেখার পর দৌড়ানি দিত তারপরও আমরা পেতাম না আবারও যে সেই গাছ থেকে ভেন্না নিয়ে এসে খেলা করতাম এরকম অনেক স্মৃতি আছে জীবনে। যদিও বর্তমান সময়ে ছেলেমেয়েরা আমাদের সময়কার মতো খেলাধুলা করে না সবাই ফোন বা ডিভাইস নিয়ে ব্যস্ত।
নিশ্চয়ই আপনাদের এই ভেন্নার ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। আমার ফটোগ্রাফি করতে ভালই লাগে, মাঝে মাঝে ফটোগ্রাফি করে থাকে বাইরে বের হলেই শুধু ফটোগ্রাফির কথাই করে।