বাসায় লাগলো সবজি

in blurt-188398 •  23 hours ago 

বন্ধুরা বর্তমান সময়ে বাজার করতে গেলে বিড়ম্বনার মধ্যে পড়তে হয় কারণ প্রতিমুহূর্তে বাজার শুধু উদগতির দিকেই যাচ্ছে। একজন মধ্যবিত্ত ও দিনমজুরের ক্ষেত্রে বাজার করা অসম্ভব হয়ে উঠেছে। আমি বর্তমান সময়ে এমন মানুষ দেখেছি তারা বাজার না করেই জীবন অতিবাহিত করছে অনেক কষ্ট করে।

IMG_20241222_161901.jpg

যদি আমরা আমাদের আশেপাশে পড়ে থাকা জমিতে যে কোন সবজির চাষ করে থাকি তাহলে আমরা অনেকটা বাজার থেকে মুক্তি পাবো। যাই হোক কত বছরই আমরা আমাদের অনাবাদি জমিতে সবজি চাষ করে থাকি আলহামদুলিল্লাহ এবছর লাগিয়ে ছি অনেক সুন্দর ভাবে বেড়ে উঠেছে সেই সবজি। বর্তমান সময়ে আমাদের আর বেগুন কিনতে হচ্ছে না এছাড়াও আশেপাশে অনেক জনকেও সাহায্য করতে পারছি।

IMG_20241222_162027.jpg

IMG_20241222_162102.jpg

যদি বাসায় এরকম সবজি চাষ করা যায় তাহলে একদম টাটকা সবজি খাওয়ার সৌভাগ্য হয়। আপনারা বাজার থেকে যে সবজিগুলো নিয়ে আসেন বেশিরভাগ সবজির ভিতরে সারো অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে থাকে যার ফলে একজন মানুষ সেটা খেয়ে সুস্থ থাকার বদলে অসুস্থ হয়ে পড়ে। তাই বাসায় যদি এরকম সবজির চাষ করা যায় এতে করে সুস্বাস্থ্য থাকা যায় শরীরে ভালো থাকে।

বাংলাদেশে বর্তমানে অবস্থা অনেকটাই ভয়াবহ বলা যেতে পারে কারণ মানুষ সঠিকভাবে বাজার করতে পারছে না অর্থের অভাবে। প্রতিটা মানুষের উপার্জন আগের মতই আছে কিন্তু সব জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে এতে করে প্রতিটা মানুষ যে কোন জিনিস করায় করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। আর এই সমস্যা কতদিন থাকবে সেটা বলা মুশকিল কারণ প্রতিমুহূর্ত কোন জিনিসের দাম কমার বদলে শুধু বেড়েই চলেছে।

বিশেষ করে যারা দিনমজুর আছে তাদের অনেক বেশি সমস্যা হচ্ছে বাজার ঘাট তারা করতে পারছে না বলা যেতে পারে। জানিনা এর সমাধান কবে ঘটবে আবারও সঠিকভাবে প্রতিটা মানুষ তার জীবন পরিচালনা করতে পারবে। যদি এভাবে চলতে থাকে তাহলে অনেক মানুষ অনেক সমস্যায় পড়বে আবার অনেকেই না খেয়েও জীবন যাপন করে থাকবে তাই সবকিছুর অবসান ঘটা উচিত বলে আমি মনে করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!