আমি মনে করি নিঃসঙ্গতা মানে একা থাকা বা একা হয়ে যাওয়া নয়। এটি মনের এমন একটি উপলব্ধি, যা আমাদেরকে বাইরের সকল কাজ, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমরা আমাদের কাজে কোনো ভাবে মন দিত পারি না।
যেমন মনে করুন, আপনি আপনার অনেক বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে আড্ডা দিচ্ছেন, কিন্তু আপনি অন্য মনস্ক আপনি তাদের কথার ভিতরে নেই অন্য কিছু চিন্তা করছেন,তাদের কথা পাত্তাই দিচ্ছেন না এটাই মূলত নিঃসঙ্গতা।
নিঃসঙ্গতা আমাদের মনকে অন্য মনস্ক করে দেয়। আমাদের কোনো কাজে মন বসে না।নিঃসঙ্গতা মানুষকে ভবোঘুরে করে দেয়। আনেক মানুষের ভিড়ে থাকা সর্তেও নিজেকে অনেক একা লাগে।
একাকীত্ব
নিঃসঙ্গতা একাকীত্ব এক বিষয় হলেও আমি মনে করি দুটি বিষয় পুরো পুরি ভিন্ন। আমাদের জীবনে কখনও কখনও এমন সময় এসে উপস্থিত হয় তখন আমাদের না চাওয়া সর্তেও একা থাকতে হয়।
হয়ত সারা জীবনের জন্য নয় কিন্তু যে সময় টুকু আমরা একাকীত্ব বোধ করি ঐ সময়টা আমাদের কাছে খুবই যন্ত্রনাদায়ক। আমাদের মনে যখন এই একাকীত্ব বোধ আসে তখন আমাদের মনকে কুড়ে কুড়ে খায়।
এই বোধ তখন আমাদেরকে ভিতর থেকে ভেঙ্গেচুরে দেয়।আর এই যন্ত্রনা যে কতটা ভয়ংকর তা এর ভুক্তভুগী ছাড়া আর কেউই সুন্দর ভাবে বর্ণনা করতে পারবে না।
একাকীত্ব যখন আমাদেরকে নিজের গ্রাস করে নেয় তখন আামাদের কাজের দক্ষতা কমে যায়।মনোযোগ কমে যায়। কোনো কাজই ঠিক মতো করে ওঠা হয় না।এভাবে চলতে থাকলে এক সময় আমাদের জীবনের আনন্দগুলো আস্তে আস্তে বিলিন হয়ে যাবে।
আজ দীর্ঘ অনেক দিক পর খাতা কলম হতে নিজের মনের উপলব্ধি গুলো লিখছি। এই একাকীত্ব, নিঃসঙ্গতা নিয়ে লিখতে লিখতে ছোট্ট একটা লাইন মনে পড়লো যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।
কেউ কোলাহলে একা, কেউ সবার থেকে দূরে থেকেও একা, কেউ বা অনেক মানুষের ভিড়ে একা। আমরা এসেছি একা, যেতেও হবে একা।দিন শেষে আমরা সবাই একা।
সবশেষ এককটাই কথা 'যে দিন আমরা এই নিঃসঙ্গতা ও একাকীত্ব থাকার মুহূর্ত গুলো উপভোগ করবো সেই দিন থেকে এই নিঃসঙ্গতা একাকীত্ব বোধ গুলো আমাদের কখনো স্পর্শ করতে পারবে না।