Welcome to the Best Food Competition, I would like to thank the authorities for organizing such a beautiful competition. My friend invited me, he had been saying for a few days that he would feed you Kachchi or whatever you want to eat, but I refused to eat, but when I realized that my friend would get angry, I said okay, I will eat. A few days ago, two of us went out to eat together, but hey, let me tell you a few more things before eating.
A few days ago, my friend got married but due to circumstances, he could not invite us, so he will feed us as the olima. Can you miss the invitation of the olima of your friend's wedding? No, you can never miss it. A few days ago, I went to the invitation of another friend of mine's olima and it was also a lot of fun. That day, we also had a lot of fun, my friend and I were looking for what we can eat today! Or which restaurant can we eat at! I looked around and saw many restaurants, but I didn't like the food.
I saw Kacchi Bhai Restaurant on the side of the road, since this restaurant is new, I thought the food here might be delicious. Then we entered Kacchi Bhai Restaurant and asked, brother, what food do you have here? He told us that there are many other foods including Kacchi, Tehari, etc. Then we said okay, then give us Kacchi. Then we were given a plate with lemon and salad. There is really a lot of difference between the Kacchi of Old Dhaka and the Kacchi of other shops, in Old Dhaka, they are so delicious that once you eat them, you want to eat them again and again.
But the Kacchi we have here is not as delicious as the Kacchi of Old Dhaka, but what can I do, I have to eat them. I didn't feel sad at all, it was quite delicious. As a new restaurant, the quality of the food was also good and very tasty. Two friends ate two plates of Kacchi, then my friend said! Will you take more? I said no, I can't eat anymore, if you want to take it, you can take it! But my friend said no, I won't take any more, my stomach is full. After that, we both finished eating nicely and went to the madrasa. This was the beautiful moment of eating the wedding cake of my friend that day.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
বন্ধুর আমন্ত্রণে কাচ্চি ভাই রেস্টুরেন্টে কাচ্চি খাওয়ার অনুভূতি।
দি বেস্ট ফুড প্রতিযোগিতায় আপনাদেরকে স্বাগতম, এমন একটি সুন্দর প্রতিযোগিতার সুব্যবস্থা করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধু আমাকে দাওয়াত করেছিল, কয়েকদিন আগে থেকেই বলছিল তোমাকে কাচ্ছি খাওয়াবো অথবা তুমি যেটা খেতে চাও সেটাই খাওয়াবো, কিন্তু আমি খেতে অস্বীকৃতি জানিয়েছিলাম, কিন্তু যখন আমার বন্ধু রাগ করবে এ কথা বুঝতে পারলাম তখন আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে খাবো। গত কয়েকদিন আগে আমরা দুই বন্ধু মিলে বাহিরে গিয়েছিলাম খাওয়ার জন্য, তবে হা, খাওয়ার আগে আরও কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি।
গত কিছুদিন আগে আমার বন্ধু বিবাহ করেছে কিন্তু পরিস্থিতির কারণে আমাদের দাওয়াত করতে পারেনি তাই সেই ওলিমা হিসেবে আমাদেরকে খাওয়াবে।বন্ধুর বিয়ের ওলিমার দাওয়াত কি আর মিস করা যায়! না কখনোই মিস করা যায় না। গত কয়েকদিন আগে আমি আমার আরেক বন্ধুর অলিমার দাওয়াতে গিয়েছিলাম সেখানেও অনেক আনন্দ হয়েছে। সেদিন ও আমাদের অনেক আনন্দ হয়েছে, আমি আর আমার বন্ধু মিলে খুজতেছিলাম আমরা আজকে কি খেতে পারি! অথবা কোন রেস্টুরেন্টে খেতে পারি! খুঁজতে খুঁজতে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পেলাম, কিন্তু খাবার দেখে বেশি পছন্দ হলো না।
রাস্তার পাশে দেখলাম কাচ্চি ভাই রেস্টুরেন্ট, যেহেতু এই রেস্টুরেন্টটি নতুন তাই ভাবলাম হয়তো এখানকার খাবারগুলো সুস্বাদু হতে পারে। তখন আমরা কাচ্চি ভাই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এবং জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এখানে কি কি খাবার আছে? উনি আমাদেরকে বললেন কাচ্চি, তেহারি সহ আরো অনেক কিছু খাবার আছে। তখন আমরা বললাম ঠিক আছে তাহলে আমাদেরকে কাচ্চি দেন। তখন আমাদেরকে এক প্লেট করে কাছে দেওয়া হল সাথে ছিল লেবু, সালাত। আসলেই পুরান ঢাকার কাচ্চি আর অন্য দোকানের কাচ্চি গুলোর সাথে অনেকটাই ডিফারেন্স, পুরান ঢাকার কাছে এগুলো এত সুস্বাদু যে, একবার খেলে বারবার খেতে মন চায়।
কিন্তু আমাদের এখানকার কাচ্চি গুলো পুরান ঢাকার কাচ্চির মতো এত সুস্বাদু নয়, কিন্তু কি করার নিয়েছি তো খেতেই হবে। একেবারে বিষাদ হয়নি মোটামুটি ভালই সুস্বাদু হয়েছিল। নতুন রেস্টুরেন্ট হিসেবে বলা যায় খাবারের মানটাও ভালো ছিল এবং অনেক সুস্বাদু ছিল। দুই বন্ধু দুই প্লেট কাচ্চি খেয়েছি, এরপরে আমার বন্ধু বলল! আরো নেবে? আমি বললাম না আমি আর খেতে পারব না, যদি তুমি নিতে চাও তাহলে নিতে পারো! কিন্তু আমার বন্ধু বলল না আমিও আর নেব না আমার পেট ভরে গিয়েছে। এরপরে আমরা দুজন সুন্দর ভাবে খাওয়া দাওয়া শেষ করে মাদ্রাসায় চলে আসলাম। এই ছিল সেদিন আমার বন্ধুর বিয়ের অলিমা খাওয়ার সুন্দর মুহূর্ত।
X promotion
https://x.com/Monarul265535/status/1872304311688204748?t=MBLpXC04uTCiiTuyA5kesw&s=19
X promotion
https://x.com/Monarul265535/status/1872304311688204748?t=MBLpXC04uTCiiTuyA5kesw&s=19