Preparations for Dawatul Haq Ijtema are going on in the Majlis.

in blurt-188398 •  13 days ago 
1000014656.jpg

Bismillahir Rahmanihir Rahim.

I started in the name of Allah the Most Gracious.

Hello Steam dear friends! I hope everyone is well, I am also very well, Alhamdulillah, I am very well and healthy with your prayers.

Diary game

I am starting my new dairy game for another day, due to the change in the weather, it feels quite cold in the morning and night, now there is a time when the fan cannot be turned on or off, that is, if the fan is turned off, it feels hot and mosquitoes bite, and if the fan is turned on, it feels cold and cold. However, the weather is changing, you have to be very careful, now there is a season when people are getting sick a lot. Especially in the last night, it feels very cold, so it is better not to turn on the fan during the weather change.

1000014555.jpg

I don't feel like getting up in the morning, I feel a slight cold, I sleep with a thin blanket wrapped around my body, I don't feel like getting up, but I still have to get up because I am a Muslim and I have to pray Fajr. After performing the Fajr prayer, I fell asleep in bed again. At 7:30, the bell rang to go to class. Even though I didn't want to get up, I had to get up because if I wasn't present in class, I would be marked absent. So I went to class at 7:30 and had to study continuously until nine. Then there was a break for breakfast. We also had breakfast.

1000014552.jpg

After breakfast, while going to class, I saw that 150 large pots were often brought into the field, because the Majlis-e-Dawatul Haq Ijtema would be held in our madrasa on the 23rd. So the Ijtema activities had started a few days ago. Often, 35 to 40 cows are slaughtered and fed for three days, almost a lakh people gathered. I have invited you to come to our Jatrabari Dawatul Haq Ijtema, you will definitely come, InshaAllah.

1000014557.jpg

I started having breakfast after Asr prayers, now I want to have a lot of breakfast after Asr, I had a few types of breakfast that day, one of them is Belpuri, the other is Chita Pitha with different fillings, my two favorite breakfasts, I sometimes have these for breakfast when I go out. I had a friend with me, we had breakfast together, earlier I had eaten Chita Pitha from someone and he charged 10 taka there, but the day after yesterday the one I ate from was selling it for 5 taka. Although there are five to six types of fillings.

1000014561.jpg

After finishing breakfast, I was about to go inside the madrasa, and at that moment I felt that winter is coming and my hands and face are getting dry, so I need to buy glycerin, then I bought a glycerin from the shop for 50 taka, this glycerin was 35 taka to 40 taka a few days ago but now the price has increased so it costs 50 taka. I use it little by little so I can use it for a long time, it may be that the winter will end but I will not finish even half of it. Either more than half will remain or I will finish it with my friends.

1000014657.jpg

I ate a very delicious fruit at the end of the night meal, the name of this fruit is dragon fruit, you can understand what kind of fruit it is by looking at the photo! No need to say this, I can only say this much. I bought dragon fruit before but I didn't like it very much, and I liked this dragon fruit very much. Dragon fruit contains a lot of vitamins, especially I think that eating it increases the blood of the body and purifies the blood. There is also a proverb that says "Water on an empty stomach and fruit on a full stomach" so we ate the fruit after finishing the meal.

I am leaving here for today, see you in the next post. Allah is Hafez.
DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুণাময় আল্লাহ তায়ালা নামে শুরু করলাম।
হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি।

শুরু করছি আমি আমার নতুন আরেকটি দিনের ডেইরি গেম, আবহাওয়ার পরিবর্তনে ভোররাত্রে এখন মোটামুটি ভালই ঠান্ডা লাগে, এখন এমন একটা সময় চলতাছে যে সময়টাতে না ফ্যান চালানো যাচ্ছে আর না ফ্যান বন্ধ করে রাখা যাচ্ছে, অর্থাৎ ফ্যান বন্ধ রাখলে গরম লাগে ও মশা কামড় দেই, আর ফ্যান চালু রাখলে ঠান্ডা লাগে আবার শীতও লাগে। যাইহোক আবহাওয়ার পরিবর্তন হচ্ছে খুব বেশি সতর্ক থাকতে হবে, এখন এমন একটা সিজন চলতেছে যে সময়টাতে মানুষ অনেক বেশি অসুস্থ হচ্ছে। বিশেষ করে শেষ রাত্রে অনেক শীত লাগে, তাই আবহাওয়া পরিবর্তনের সময় ফ্যান না চালানোই ভালো।

সকাল বেলা উঠতেই মন চায় না, হালকা শীত লাগে পাতলা একটা কম্বল শরীরের সাথে জড়িয়ে ঘুমালে আর ওঠার ইচ্ছে করে না, তবুও উঠতে হয় কেননা আমি তো মুসলিম আমাকে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাত আদায় করে আবার বিছানায় ঘুমিয়ে পড়ি, ৭ঃ৩০ মিনিটে ক্লাসে যাওয়ার জন্য কলিং বেল বাজানো শুরু করে, উঠতে মন না চাইলেও বাধ্য হয়ে উঠতে হয় কেননা ক্লাসে উপস্থিত না থাকলে হাজিরায় অনুপস্থিত লিখে দেবে। তাই ৭:৩০ মিনিটে ক্লাসে গিয়ে নয়টা পর্যন্ত লাগাতার ক্লাস করতে হয়। এরপরে নাস্তার বিরতি দেওয়া হয়। আমরা সকালের নাস্তাও করে নিলাম।

নাস্তা শেষ করে ক্লাসে যাওয়ার সময় দেখলাম মাঠের মধ্যে প্রায়ই ১৫০ টা বড় পাতিল নিয়ে আসা হয়েছে, কেননা আগামী ২৩ তারিখে আমাদের মাদ্রাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা অনুষ্ঠিত হবে। তাই কয়েকদিন আগে থেকেই ইজতেমার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। প্রায়ই ৩৫ থেকে ৪০ টা গরু জবাই করা হয় তিন দিনব্যাপী খাওয়ানো হয়, প্রায় লক্ষাধিক মানুষ জমা হয়। আপনাদেরকেও আমাদের যাত্রাবাড়ী দাওয়াতুল হকের ইজতেমায় আসার দাওয়াত দিয়ে দিলাম অবশ্যই আসবেন ইনশাআল্লাহ।

আছরের নামাজ পড়ে বাহিরে গিয়েই নাস্তা করা শুরু করে দিলাম, এখন আসরের পরে অনেক নাস্তা করতে ইচ্ছে করে, সেদিন কয়েক প্রকারের নাস্তা করেছি, তার মধ্যে একটি হচ্ছে বেলপুরি, আরেকটি হচ্ছে বিভিন্ন ভর্তা দিয়ে চিতই পিঠা, আমার পছন্দের দুটি নাস্তা, আমি বাহিরে গেলেই মাঝে মাঝে এগুলো নাস্তা করি। আমার সাথে আমার এক বন্ধুও ছিল আমরা দুইজন মিলে নাস্তা করেছি, এর আগে একজনের থেকে চিটায় পিঠা খেয়েছিলাম সেখানে 10 টাকা করে নিয়েছে কিন্তু গত পরশুদিন যার থেকে খেয়েছি সে 5 টাকা করে বিক্রি করে। যদিও ভর্তা পাঁচ থেকে ছয় প্রকারের।

নাস্তা শেষ করে মাদ্রাসার ভিতরে চলে আসব ঠিক এমন সময় মনে হল শীত তো এসেই যাচ্ছে হাতমুখ শুকনা শুকনা হয়ে যাচ্ছে তাই গ্লিসারিন কিনতে হবে, এরপর দোকান থেকে একটি গ্লিসারিন কিনলাম ৫০ টাকা দিয়ে, এই গ্লিসারিন টি কিছুদিন আগে ৩৫ টাকা ৪০ টাকা ছিল কিন্তু এখন দাম বৃদ্ধি পেয়েছে তাই এটার দাম ৫০ টাকা করে। আমি এটি অল্প অল্প করে ব্যবহার করি তাই অনেকদিন ব্যবহার করতে পারি, এমনও হতে পারে শীত শেষ হয়ে যাবে কিন্তু আমার এটি অর্ধেকও শেষ হবে না। হয় অর্ধেকের বেশি থেকে যাবে না হয় বন্ধুদেরকে দিয়ে শেষ করে দেব।

রাত্রেবেলা খাবারের শেষে খুবই সুস্বাদু একটি ফল খেয়েছি, এই ফলটির নাম হচ্ছে ড্রাগন ফল, আপনারা ফটোটি দেখেই বুঝতে পেরেছেন এটি কোন ফল! এটা বলার প্রয়োজন নেই শুধু এতোটুকুই বলতে পারি আমি এর আগে ড্রাগন ফল কিনেছিলাম কিন্তু খুব বেশি ভালো লাগেনি, আর এবারের ড্রাগন ফলটা অনেক অনেক ভালো লেগেছে। ড্রাগন ফল এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে বিশেষ করে আমি মনে করি এটি খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় এবং রক্ত পরিষ্কার হয়। আর একটা প্রবাদ বাক্য আছে "খালি পেটে জল আর ভরা পেটে ফল" খেতে হয় তাই আমরা খাবার শেষ করেই ফল খেয়েছি।

আজকে আর সামনে লিখছি না, এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  13 days ago  ·  


** Your post has been upvoted (14.42 %) **