My personal flower garden in the top of the terrace balcony. |
---|
I am very happy to participate in a very cool photo time contest. A big thanks to the Italy Game Community team for organizing the Photo Time contest. We can enjoy many things through such photos. So let's begin-
We all like flowers, we all love flowers, we also love to do flower gardening, we also love to practice flower gardening. If I am in the village I want to do flower garden and if I come to the city then that situation does not happen anymore so I chose a top for flower garden. For those of you who live in the city, you probably grow indoor flower gardens on the roof of your house, and many people grow indoor flower gardens on balconies. But instead of not having a flower garden, if you plant a flower garden on the roof or in the balcony of the balcony, the beauty of the house increases and the fragrance can also be taken from the flower garden.
We have a little space in front of our Madrasa balcony and we all wanted to start a flower garden together, so we bought the flowers in the top. When we bought the flower plants, the flowers were not blooming, we bought the flower plants and hung them on the balcony and watered the flower plants regularly in the morning and afternoon and continued to take care of the flower plants. So in a very short period of time we saw many flowers blooming there. Planting flowers in the top increases beauty in many ways, looks good and looks smart in all ways.
I encourage you to plant flower gardens around your home or on your rooftop or balcony. If you want to plant them yourself then you have to follow some method which is to put some good quality soil in a nice top. Soils must be very fertile, otherwise the plants will not be able to draw sap. Next, you need to plant flower seeds to plant flowers, from there, when the flowers are a little bigger, you can take care of them by placing them in a top. Only then will your personal flower garden gradually become.
Anyway guys! Please try to tell me how you like the flower garden in my top by making a comment.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
আমি অত্যন্ত দুর্দান্ত একটি ফটো টাইম প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। ফটো টাইম প্রতিযোগিতার ব্যবস্থা করার জন্য আমি ইতালি গেম কমিউনিটি টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের ফটোর মাধ্যমে আমরা অনেক কিছু উপভোগ করতে পারি। তো চলুন শুরু করা যাক-
ফুল আমরা সবাই পছন্দ করি, ফুলকে আমরা সবাই ভালোবাসি, পাশাপাশি আমরা ফুলবাগান করতেও ভালোবাসি, ফুলবাগানের চর্চা করতেও ভালোবাসি। আমি গ্রামে থাকলে ফুলবাগান করার ইচ্ছে থাকে আর যদি শহরে আসি তাহলে সেই পরিস্থিতি আর হয়ে ওঠে না তাই আমি ফুলবাগান করার জন্য একটি টপ বেছে নিয়েছি। আপনারা যারা শহরে বসবাস করেন তারা হয়তো বাড়ির ছাদে টপের মধ্যে ফুলবাগান করেন, আবার অনেকেই বারান্দার বেলকনিতে টপের মধ্যে ফুলবাগান করেন। তবে ফুলবাগান না থাকার চাইতে টপের মধ্যে ছাদের উপর বা বারান্দার বেলকনিতে ফুলবাগান লাগালে বাড়ির সৌন্দর্য বাড়ে এবং ফুলবাগান থেকে সুঘ্রাণও নেওয়া যায়।
আমরা আমাদের মাদ্রাসার বারান্দার সামনে সামান্য কিছু জায়গা রয়েছে সেখানে আমরা সবাই মিলে ফুলবাগান করার ইচ্ছা করেছি, তাই আমরা টপের মধ্যে থাকা ফুলগুলো কিনে নিয়ে এসেছি। আমরা যখন ফুলগাছ গুলো কিনে নিয়ে এসেছি তখন ফুল ফুটছিল না, আমরা ফুল গাছগুলো কিনে নিয়ে এসে বারান্দার সাথে ঝুলিয়ে রেখেছি এবং সকাল বিকাল নিয়মিত ফুল গাছে পানি দিই এবং ফুল গাছের পরিচর্যা করতে থাকি। তাই খুবই অল্প সময়ের মধ্যে আমরা সেখানে অনেকগুলো ফুল ফুটতে দেখেছি। টপের মধ্যে ফুল বাগান করলে অনেক দিক দিয়েই সৌন্দর্য বৃদ্ধি পায়, দেখতেও ভালো লাগে সব দিক দিয়ে স্মার্ট মনে হয়।
আমি আপনাদের বাড়ির আশেপাশে অথবা বাড়ির ছাদে অথবা বারান্দার বেলকনিতে ফুলবাগান লাগাতে উৎসাহিত করি। যদি আপনারা এগুলো নিজেরাই লাগাতে চান তাহলে আপনাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তা হচ্ছে, একটি সুন্দর টপের মধ্যে ভালো মানের কিছু মাটি রাখতে হবে। মাটিগুলো খুবই উর্বর হতে হবে, অন্যথায় গাছগুলো রস টানতে পারবে না। এরপরে ফুল গাছ লাগানোর জন্য আপনাকে ফুলের বিচি রোপন করতে হবে, সেখান থেকে যখন ফুল গাছগুলো একটু বড় হবে তখন সেখান থেকে একটি টপের মধ্যে উঠিয়ে রেখে যত্ন নিতে পারেন। তাহলেই ধীরে ধীরে আপনার ব্যক্তিগত ফুলবাগান হয়ে যাবে।
যাইহোক বন্ধুরা! আমার টপের মধ্যে থাকা ফুলবাগান আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন।
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
আপনার blurt এর পাওয়ার গুলো ফেলে না রেখে আমাদের ডেলিগেশন একাউন্টে ডেলিগেশন করতে পারেন। এটা করলে আমাদের সকলের জন্যই অনেক বেশি ভালো হবে।
বড় ভাই আমি ভাবে রেখেছি আরো কিছু পাওয়ার বৃদ্ধি করব এরপরে দেব। ধন্যবাদ।
Apni debar poreo o basi Korte parben problem nai, amnitei fele rakhesen power ta nosto hosse.ti Ami mone Kori diye deyai valo
Natural things look really beautiful.
** Your post has been upvoted (12.04 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan