পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ততার মাঝে দিনগুলো অতিবাহিত করছি।

in blurt-188398 •  5 days ago 
1000015396.jpg

আসসালামু আলাইকুম।

হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আবার নতুন আরেকটি দিন সম্পর্কে আপনাদের সামনে লিখতে যাচ্ছি, চলুন শুরু করা যাক-

1000015365.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে বারান্দায় দাঁড়ালাম, তাকিয়ে ছিলাম আকাশের দিকে পূর্ব আকাশে তখনো সূর্য উদিত হয়নি, কিন্তু পূর্ব আকাশ হালকা আলো দিচ্ছে মনে হচ্ছিলো অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য উদিত হবে। এদিকে শীতের সকাল হওয়ার কারণে কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। শহরে থাকলে সূর্য উদিত হওয়ার ফটো উঠানো সম্ভব হয়ে ওঠেনা কিন্তু গ্রামে থাকলে সূর্য উদিত হওয়ার ফটো খুব সহজেই সংগ্রহ করা যায়। বারান্দা দিয়ে কিছুক্ষণ হাটাহাটি করার পরে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দুটি ক্লাস শেষ করে গিয়েছিলাম নাস্তা করার জন্য। সকালের নাস্তায় ছিল একটি বন রুটি সাথে দুধ চা। বন রুটির দাম ২০ টাকা একটি কাপ দুধ চায়ের দাম ১০ টাকা মোট ৩০ টাকা সকালের নাস্তা।

1000015370.jpg

নাস্তা শেষ করে যাত্রাবাড়ি আড়দে গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম আমার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আমার ব্রাশটি বাসায় রেখে এসেছি তাই সেখানে ব্রাশ কেনার জন্য গিয়েছিলাম। কিন্তু সকাল সকাল ফুটপাতের সেই দোকানগুলো বসে না। সেখানে দেখলাম প্রচুর পরিমাণ মাছ নিয়ে এসেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ফ্রিজিং করে মাছ নিয়ে আসে। আমরা মাছের বাজারে গিয়ে দেখলাম বড় বড়, ছোট ছোট বিভিন্ন ধরনের অনেক মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ দেখে আমি খুবই আশ্চর্য হলাম যে এত বড় বড় চিংড়ি মাছ! যদিও কেনার ইচ্ছে ছিল না কিন্তু দাম জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন বারোশো টাকা কেজি। আমি বললাম আমাদের রান্নার পরিস্থিতি থাকলে নিতাম, যেহেতু রান্নার কোন পরিস্থিতি নেই তাই নিতে পারলাম না।

1000015368.jpg

এরপরে মাদ্রাসায় এসে দুপুর পর্যন্ত ক্লাস করলাম। জোহরের নামাজ আদায় করে দুপুরে খাবার খাওয়ার জন্য হোটেলে গিয়েছিলাম, আমার দুপুরের খাবারে ছিল ভাত, মুরগির মাংস আর সবজি। দুই প্লেট ভাত নিয়েছিলাম যার মূল্য বিশ টাকা, এক পিস মাংস নিয়েছিলাম যার মূল্য ৪০ টাকা, ভাজি ও ডাল ফ্রি দিয়েছে। আমার খাবারের বিল হয়েছিল মোট ৬০ টাকা। ৬০ টাকা হলেই পেট ভরে খাবার খাওয়া যায়। কিন্তু যাত্রাবাড়ি ব্যতীত ঢাকার অন্য কোন জায়গায় ৬০ টাকা দিয়ে পেট ভরে ভাত খাওয়া সম্ভব হবে না। কেননা অন্যান্য হোটেলে খাবারের দাম বেশি তরকারির দাম আরো বেশি, সব মিলিয়ে কমপক্ষে ১০০ টাকা তো লাগবেই।

1000015372.jpg

আসরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিলাম, সারাদিন মাদ্রাসার মধ্যে বসে থাকতে ভালো লাগে না তাই বিকেলবেলা একটু হাটাহাটি করা খুবই দরকার, যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে হাটতে গিয়েছিলাম সেখান থেকে ওলামা পার্কে কিছু সময় বসে আবার মাদ্রাসার দিকে আসতে ছিলাম, মাদ্রাসায় এসে দেখলাম সূর্য ডুবে যাচ্ছে, তাই জানালা দিয়ে পশ্চিম আকাশের একটি ফটো সংগ্রহ করলাম। ঢাকা শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং এর জন্য সূর্য অস্তের ফটো উঠানো সম্ভব হয়নি। তারপরে ওযু করে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। একটু পরে বক্সে এলান করে দিল ছয়টা ১৫ মিনিটে ক্লাস শুরু হবে। আমরা ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম।

1000015384.jpg

ক্লাস শেষ করে রুমে চলে আসলাম, এশার নামাজের প্রস্তুতি নিলাম, এশারের নামাজ আদায় করে রাত্রে খাবার খেয়ে নিলাম। আবারো এলান করা হলো, দশটা পনের মিনিট থেকে ক্লাস শুরু হবে, তখন আমরা আবার ক্লাসের প্রস্তুতি নিলাম, প্রায় রাত ১১ টা পর্যন্ত ক্লাস করে রুমে চলে আসলাম। রুমে আসার পরে দেখলাম রং চা বিক্রি করার জন্য আসছে, আমাদের মাদ্রাসায় দুইজন ব্যক্তি রং চা বিক্রি করে, আমাদের প্রত্যেকটা রুমে রুমে গিয়ে দিয়ে আসে। তাই ৫ টাকা দিয়ে একটি রং চা নিয়েছিলাম। উনি চা বানাতে অনেক অভিজ্ঞ, কারণ অনেকদিন ধরেই তারা বিশ্বস্ততার সাথে এ ব্যবসাটি করে যাচ্ছে। রাতে চা টি খেয়ে শুয়ে পড়লাম।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পোস্টে আল্লাহ হাফেজ।
DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

Assalamu Alaikum.

Hello dear friends! How are you all? I hope everyone is well, I am also very well and healthy, Alhamdulillah, thanks to your prayers. I am going to write to you about another new day, let's start-

I woke up in the morning, prayed Fajr prayer and stood on the balcony, looking at the sky. The sun had not yet risen in the eastern sky, but the eastern sky was giving off light, it seemed that the sun would rise in a short while. Meanwhile, due to the winter morning, the sky was foggy. If you are in the city, it is not possible to take photos of the sunrise, but if you are in the village, you can easily collect photos of the sunrise. After walking around the balcony for a while, I fell asleep again. I woke up and finished two classes and went to have breakfast. Breakfast was a bun with milk tea. The price of bun is 20 taka, a cup of milk tea is 10 taka, a total of 30 taka for breakfast.

After breakfast, I went to Jatrabari Arad, I went there to buy the things I needed, I left my brush at home, so I went there to buy a brush. But those shops on the sidewalk were not open in the morning. I saw a lot of fish there. Fish is brought here by freezing from different parts of Bangladesh. We went to the fish market and saw many different types of fish, big and small. I was very surprised to see such big shrimp! Although I did not want to buy it, I asked the price, he said twelve hundred taka per kg. I said that if we had cooking conditions, I would have taken it, since there was no cooking conditions, I could not take it.

Then I came to the madrasa and studied until noon. After praying Zuhr, I went to the hotel to have lunch. My lunch consisted of rice, chicken and vegetables. I took two plates of rice which cost twenty taka, I took one piece of meat which cost 40 taka, and they gave me free bhaji and dal. My food bill was 60 taka in total. You can eat a full meal with only 60 taka. But it will not be possible to eat rice and fill your stomach with 60 taka in any other place in Dhaka except Jatrabari. Because the price of food in other hotels is higher and the price of vegetables is even higher, in total it will cost at least 100 taka.

I went out for a walk after Asr prayers, I don't like sitting in the madrasa all day, so it is very necessary to take a walk in the afternoon, I went to Jatrabari intersection, from there I sat in Ulama Park for some time and came back to the madrasa, when I arrived at the madrasa, I saw the sun setting, so I collected a photo of the western sky through the window. It was not possible to take a photo of the sunset just for buildings and buildings in Dhaka city. Then I performed ablution and offered Maghrib prayers. A little later, it was announced on the box that the class would start at 6:15. We prepared to go to class.

After finishing the class, I went to the room, prepared for Isha prayers, offered Isha prayers and had dinner. It was announced again that the class would start at 10:15, so we prepared for the class again, studied until about 11:00 PM and returned to the room. After coming to the room, I saw that Rong Cha was coming to sell tea. Two people in our madrasa sell Rong Cha, and they go to each of our rooms and give it to us. So I bought a Rong Cha for 5 taka. They are very experienced in making tea, because they have been doing this business faithfully for a long time. At night, I ate the tea and went to bed.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!