Bismillahir Rahmanir Rahim
This is @abdulmomin from #Bangladesh.
Hello friends, how are you all? I hope everyone is doing well and I am also doing well, Alhamdulillah. I am here with another new day today, I am here with my 4th day of activities today, so let's start - I woke up early in the morning, offered Fajr prayers with the congregation and fell asleep again, although I was responsible for picking up food, but on the invitation of my friends, I was going to a function at Jamia Ashrafia Madrasa, so I gave my responsibility to another friend and prepared to go there. I often leave the madrasa around ten, my other friends were also supposed to leave but they said we will leave around eleven thirty.
So I went outside and stood, since it was often so I met another friend and I went with him to his shop. My friend has a laundry shop, I went there and sat down. I told my friend let's have breakfast, my friend said okay I will finish some work and then go have breakfast together, I said okay okay. Then my friend and I went to the hotel for breakfast, I usually eat roti but after eating it I get gas so I prefer to eat roti without oil. We ordered roti without oil.
We were given two rotis each and fried dal with it. My friend ate two rotis and took another but I couldn't eat anymore because my stomach was full. The bill for breakfast for all of us was 70 taka, five rotis and two fried dal. After that, we sat in the shop for some time when an elder came and said, "Would you like to have tea?" My friend said, "Would you like to have tea?" I said, "You should have tea in the morning, it will warm up your body a little, so you need to have tea." Then we had some tea. Then my friend called and said, "Where are you?" I said, "I'm at my friend's shop." Another friend of mine said, "Come here quickly to Jatrabari, we'll go together."
Then I stood at the Jatrabari pocket gate, everyone got into the car and went to the signboard. I got off the signboard and went to Jamia Ashrafia Madrasa, there was a Mahfil plus Reunion program there on the 4th. We went there, wrote our names and received a card each. Then we were sent to the room for a light breakfast. From there, we had a light breakfast and met and chatted with friends. Meeting friends after a long time, so many things were accumulated inside, we did not have time to talk about everything. Anyway, at noon, we performed ablution and offered Zuhr prayers and arrived for lunch.
Chicken Biryani was for lunch, there were many people at lunch, approximately fifteen hundred to two thousand. After lunch, we went to the third floor again with our friends, where we sat and chatted with friends for a long time, in the afternoon, friends from Jamia Ashrafia Madrasa arranged a sufficient amount of breakfast for all our friends, two types of biscuits, chanachur, puri, salad and saj and many more. About three big plates were given. Each plate often had 6 to 7 people sitting, this means that we were often about 20 to 22 friends present there.
Shortly before the Ashar prayer, I saw Hazrat Maulana Nurul Islam Olipuri, a famous scholar of Bangladesh, giving a sermon, so I stood inside the stage for a while and listened to some valuable advice. After the sermon ended, I went back to the room, then my friends took us to the VIP guest house for food, we ate beef biryani there. Our meal was very grand and enjoyable. However, at night, everyone got together and participated in a photo session. There were about 18 to 20 friends in our photography.
A funny moment for our friends. |
---|
First, I took photos with my friends' phones, then my friends took many photos, including me. Since I did not study in that madrasa, the number of my friends there is less and the number of my friends' friends is very large, so I went with my friends and there are many students studying in that madrasa who are my friends or acquaintances. However, this is how I spent the day of the 4th happily.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
I took three photos from my friend on WhatsApp. |
---|
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নতুন আরেকটি দিন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমি আজকে আমার ৪ তারিখ সারাদিনের কার্যক্রম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত, তো চলুন শুরু করা যাক- সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আবার ঘুমিয়ে পড়লাম, যদিও আমার খাবার উঠানোর দায়িত্ব ছিল কিন্তু বন্ধুদের আমন্ত্রণে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অনুষ্ঠানে যাব তাই আমার দায়িত্বটা অন্য বন্ধুকে দিয়ে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিলাম। আমি মাদ্রাসা থেকে প্রায়ই দশটার দিকে বের হয়েছি, আমার অন্য বন্ধুদেরও বের হওয়ার কথা ছিল কিন্তু তারা বলল আমরা সাড়ে এগারোটার দিকে বের হব।
তাই আমি বাহিরে গিয়ে দাঁড়ালাম, যেহেতু অনেক সময় তাই আমার আরেক বন্ধুর সাথে দেখা হলো এবং আমি তার সাথে তার দোকানে গেলাম। আমার বন্ধুর একটি লন্ড্রির দোকান আছে আমি সেখানে গিয়ে বসলাম। আমি আমার বন্ধুকে বললাম চলো আমরা সকালের নাস্তা করে আসি, আমার বন্ধু বলল আচ্ছা আমি একটু কাজ সেরে তারপর একসাথে নাস্তা করতে যাই, আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে আমি ও আমার বন্ধু দুজন মিলে হোটেলে গেলাম নাস্তা করার জন্য, আমি বেশিরভাগ সময়ই রুটি খেতে পছন্দ করি পরেটা খেলে আমার গ্যাস হয় তাই তেল ছাড়া রুটি খেতে পছন্দ করি। আমরা তেল ছাড়া রুটি বানানোর অর্ডার করলাম।
আমাদেরকে দুটি করে রুটি দেওয়া হলো এবং সাথে ডাল ভাজি দেওয়া হল। আমার বন্ধু দুটি রুটি খেয়ে আরেকটি নিল কিন্তু আমার পেট ভরে যাওয়ায় আর খেতে পারলাম না। আমাদের সকলের নাস্তার বিল হয়েছে ৭০ টাকা, পাঁচটি রুটি দুটি ডাল ভাজি। এরপরে দোকানে কিছু সময় বসেছিলাম তখনই এক মুরুব্বী এসে বলল চা খাবেন চা! বন্ধু বললো! চা খাবে? আমি বললাম সকাল সকাল একটা চা খেলে শরীরটা হালকা গরম হবে চা খাওয়াই দরকার। এরপর আমরা একটি চা খাইলাম। এরপর আমার বন্ধু ফোন করলো বলল কোথায় আছো? আমি বললাম আমার বন্ধুর দোকানে আছি। আমার আরেক বন্ধু বলল তাড়াতাড়ি যাত্রাবাড়ির এখানে আসো আমরা একসাথে যাব।
এরপর আমি যাত্রাবাড়ি পকেট গেটের ওখানে দাঁড়ালাম সবাই একত্রিত হয়ে গাড়িতে উঠে সাইনবোর্ড চলে গেলাম। সাইনবোর্ড নেমে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় চলে গেলাম, চার তারিখে সেখানে মাহফিল প্লাস পুনর্মিলন এর অনুষ্ঠান ছিল। আমরা সেখানে গিয়ে আমাদের নাম লেখিয়ে একটি করে কার্ড গ্রহণ করি। তারপরে আমাদেরকে হালকা নাস্তা করানোর জন্য রুমে পাঠানো হয় আমরা সেখান থেকে হালকা নাস্তা করে বন্ধুদের সাথে দেখা-সাক্ষাৎ করে গল্পস্বল্প করলাম। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা তাই তো অনেক কথাই ভিতরে জমে রয়েছে, সব কথা বলার ও সময় পাচ্ছিলাম না। যাইহোক দুপুরের সময় ওযু করে জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবারের জন্য উপস্থিত হলাম।
দুপুরে খাবারের জন্য ছিল চিকেন বিরিয়ানি, দুপুরে খাবারের সময় অনেক লোক হয়েছিল আনুমানিক পনেরশো থেকে দুই হাজার। আমরা দুপুরের খাবার শেষ করে আবারো বন্ধুদের সাথে তিনতলায় চলে গেলাম, সেখানে বন্ধুদের সাথে অনেক সময় বসে বসে গল্প সল্প করছিলাম, বিকেল বেলা আমাদের সকল বন্ধুদের জন্য জামিয়া আশরাফিয়া মাদ্রাসার বন্ধুরা আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ নাস্তার ব্যবস্থা করল, দুই প্রকারের বিস্কিট, চানাচুর,পুরি, সালাত ও সজ সহ আরো অনেক কিছু। প্রায় তিনটি বড় প্লেট দেওয়া হয়েছে। প্রত্যেক প্লেটে প্রায়ই ৬ থেকে ৭ জন করে বসা হয়েছে, এর মানে আমরা প্রায়ই ১৮ থেকে ২০ জনের মত বন্ধু সেখানে উপস্থিত ছিলাম।
এশারের নামাজের কিছুক্ষণ পূর্বে দেখলাম বাংলাদেশের বিখ্যাত আলেম হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব বয়ান করতেছেন তাই কিছুক্ষণ স্টেজের ভিতরে দাঁড়িয়ে মূল্যবান কিছু নসিহত শুনলাম। এরপর বয়ান শেষ হওয়ার পরে পরে আবার রুমে চলে গেলাম তখন বন্ধুরা আমাদেরকে ভিআইপি মেহমান খানায় খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেল, আমরা সেখানে গরুর মাংসের বিরিয়ানি খাইলাম। আমাদের খাওয়া দাওয়া খুবই জাঁকজমক ভাবে হয়েছে এবং আনন্দদায়ক হয়েছে। যাইহোক রাত্রেবেলা সবাই একত্রিত হয়ে ফটো সেশন এ অংশগ্রহণ করলাম। আমাদের ফটোগ্রাফির মধ্যে প্রায় ১৫ থেকে ১৬ জন বন্ধু ছিল।
প্রথমে বন্ধুদের ফোন দিয়ে আমি ফটো উঠিয়ে দিয়েছি এরপর বন্ধুরা আমাকে সহ অনেকগুলোই ফটো উঠিয়েছে। যেহেতু আমি ওই মাদ্রাসায় লেখাপড়া করিনি তাই ওখানে আমার বন্ধুর সংখ্যা কম এবং আমার বন্ধুদের বন্ধুর সংখ্যা খুবই বেশি তাই আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম এবং সেখানে ওই মাদ্রাসায় অধ্যায়নরত অনেক ছাত্র আছে যারা আমার বন্ধু অথবা পরিচিত ভাই ব্রাদার আছে। যাইহোক এভাবেই আমি ৪ তারিখ এর দিনটি আনন্দের সাথে অতিবাহিত করলাম।
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1879988992516714621?t=Z49D61lnsNzSpNVqAw-vXg&s=19
Apni amader discord server a join koresen vai???
জি জয়েন করেছি।
আমি লক্ষ্য করে দেখলাম আপনার একাউন্টে অনেক পাওয়ার থাকা সত্ত্বেও আপনি ডেলিগেশন করেননি।
জি, আমার টার্গেট পূরণ হলে করব ইনশাআল্লাহ।
** Your post has been upvoted (12.42 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan