Because the method of income was not halal, the marriage was broken, last episode

in blurt-188398 •  last month 

Because the method of income was not halal, the marriage was broken, last episode

1000014205.jpgpixabay

You know, those of us who know a little bit about the online world can understand that it is usually not possible to earn so much money in such a short period of time, but if someone is an expert in gambling then it is possible only by him. But gambling is a game in which a millionaire can play, and if he loses, his head is not right. So his income must be seen, heard and known on any site.

So as far as I got to know from a few people, he earns money through gambling, so his income is not long-lasting and reliable, and there are matters of haram. So I told them this. And I asked them what you asked when you went to see the girl and what did she say to you? Then my friend said he told us that I do one job online which is accounting for companies.

1000014204.jpgpixabay

I said that there is no millionaire company online that will pay millions for such a short period of work. Also he doesn't know anything about online and he doesn't even have any idea about English. Talking to sir, I got to know how he studied in school. This means that he is not well versed in English. Then he does not have the ability to follow the lead of different companies. How can he earn so much money!

Anyway my friend is educated from madrasa so will marry his niece to someone who earns halal income even if it is little. Finally they themselves got the clear about the matter after much inquiry and immediately postponed the marriage. I never talked about anyone's marriage because they know me if I bring the girl here and if something goes wrong the blame will fall on me so I tried to take care of it myself. And asked them to look for subtle things. If the son's income was halal, then I would have tried to make the marriage happen.

1000014203.jpgpixabay

Finally, I want to say that we should make halal income, even if it is small, there is no problem, but our income should not be through any gambling and not in a haram way. If it is easy, then our situation can be like this, may Allah protect us, Ameen.

I am leaving here for today, see you in the next post. Allah is Hafez.

ইনকামের পদ্ধতি হালাল না হওয়ায় ভেঙে গেল বিয়ে শেষ পর্ব।

আপনারা জানেন আমরা যারা অনলাইন জগতে একটু হলেও জানি তারা বুঝতে পারি, সাধারণত এত অল্প সময়ের মধ্যে এত টাকা ইনকাম করা কোন ভাবেই সম্ভব না, তবে হা যদি কেউ জুয়া খেলাতে এক্সপার্ট থাকে তাহলে কেবল তার দ্বারাই সম্ভব। কিন্তু জুয়া এমন একটি খেলা যেখানে খেলতে পারলে কোটিপতি আর যদি লস খায় তাহলে তার মাথা ঠিক থাকে না, প্রয়োজনে সে সবকিছু বিক্রি করে এরপরেও খেলতে থাকে, পরিশেষে তার পথের ফকির ছাড়া কোন পথ থাকে না। তাই তার ইনকাম টা কোন সাইটের অবশ্যই ঘেঁটে ঘেঁটে দেখা, শোনা, জানা দরকার।

তাই কয়েকজনের থেকে ভালোভাবে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারলাম সে জুয়া খেলার মাধ্যমে টাকা ইনকাম করে, তাই তার ইনকামটা দীর্ঘস্থায়ীও নয় এবং নির্ভরযোগ্য নয় হারামের বিষয়ে তো আছেই। তাই আমি তাদেরকে এ কথাটি খুলে বললাম। এবং তাদেরকে জিজ্ঞেস করলাম যখন মেয়েকে দেখতে গিয়েছিল তখন তোমরা কি জিজ্ঞেস করেছ এবং তোমাদের উত্তরে সে কি বলেছে? তখন আমার বন্ধু বলল সে আমাদেরকে বলেছে আমি অনলাইনে একটা কাজ করি তা হচ্ছে কোম্পানির হিসাব-নিকাশ করি।

আমি বললাম অনলাইনে এমন কোন কোটিপতি কোম্পানি নেই যে, তার এত অল্প সময়ের কাজের বিনিময়ে লাখ লাখ টাকা পেমেন্ট করবে। তাও আবার সে অনলাইনের বিষয়ে কিছুই জানে না এমনকি ইংলিশ সম্পর্কে তার কোন ধারণাও নেই। স্যারের সাথে কথা বলে জানতে পারলাম সে স্কুলে কোন মত লেখাপড়া করেছে। এতে করে বোঝা যায় সে ইংরেজিতেও পাকা নয়। তাহলে বিভিন্ন কোম্পানির হাল ধরার যোগ্যতা ও তার তেমন নেই। এত টাকা ইনকাম সে কিভাবে করতে পারে!

যাই হোক আমার বন্ধু মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে তাই তার ভাতিজিকে এমন কারো সাথে বিবাহ দেবে, যে হালাল ইনকাম করে যদিও তা অল্প হয়। পরিশেষে তারা নিজেরাও অনেক খোঁজ খবর নিয়ে বিষয়টি ক্লিয়ার ভাবে জানতে পেরেছে এবং তৎক্ষণাৎ বিয়ে স্থগিত করে দিয়েছে। আমি কোনদিন কারো বিয়ের বিষয়ে কথা বলিনি এজন্য যে, ওনারা আমার পরিচিত যদি আমি মেয়েটিকে এখানে নিয়ে এসে দিই আর যদি কোন অঘটন ঘটে যায় তাহলে দোষটা আমার উপর পড়তে পারে তাই আমি নিজে থেকেই ভালো করে দেখার চেষ্টা করেছি। এবং তাদেরকে সুক্ষ সুক্ষ বিষয়গুলো খুজে খুজে দেখার জন্য বলেছি। ছেলের ইনকাম যদি হালাল হতো তাহলে আমিও চেষ্টা করতাম বিয়েটা যেন হয়ে যায়।

পরিশেষে বলতে চাই আমরা যেন হালাল ইনকাম করি, যদিও তা অল্প হয় তবুও কোন সমস্যা নেই, কিন্তু আমাদের ইনকাম যেন কোন জুয়ার মাধ্যমে না হয় হারাম ভাবে না হয়। যদি আরাম ভাবে হয় তাহলে কিন্তু আমাদের পরিস্থিতিও এমন হতে পারে, আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!