Bismillahir Rahmanir Rahim
This is @abdulmomin from #Bangladesh.
Hello friends, how are you all? I hope you are doing well by the grace of Allah, I am also doing well and healthy, Alhamdulillah by the grace of Allah. After a long time, I have come to you with my new diary game, so let's start without delay-
I woke up early in the morning, prayed Fajr prayer and fell asleep again, since I am not in the madrasa now but have come home, so I can sleep as I wish. It was almost 8:30 when I woke up, at 8:30 I woke up and saw that the sun had risen a lot. I woke up with a brush in my hand and stood on the banks of the Yamuna river and saw that the river had started its work in the morning. I stood in the sun with a brush in my hand and brushed and I was watching the river work in the morning and I felt good in my heart. Because our house is on the banks of the Yamuna river, so when the Yamuna river works strongly, I feel happy in my heart.
Anyway, I freshened up and had breakfast, after finishing breakfast I stood on the banks of the Yamuna River again, since it is winter now, I like to stand in the light sun. So after a while I went out and stood in the sun, and after standing in the sun for a long time, my body started itching, then I had to come under the shade of a tree again. My cousin! He has made a swing and tied it to two trees. My cousin can make many things himself, he cannot speak or listen to anyone, but he is able to make any thing. He has made it strong and hung it between two trees and the two of them are lying in the swing together. I collected photos of the two of them then.
Then, around 11 am, my father said let's go to the hospital to see the doctor, then I went with my father to Beripotol Hospital, Beripotol Hospital is a 100-bed Upazila Health Complex. I took my father there to get an X-ray done and to see the doctor. But after going there, I saw that there were no people, only a few people and very few doctors. I asked why the situation is like this today? Then they replied that there is no electricity today, so no treatment is being done.
What should I do! Still, I showed the previous prescription to a doctor there, and after seeing this prescription, he said! Keep taking these medicines and nothing else needs to be done. But we turned around from there and advised that we take him to Sirajganj Munsur Ali Medical College Hospital for better treatment. Then instead of coming home from there, both my father and I went to my aunt's house because my aunt was very sick, so we went to see her. We came home from there just after noon.
After coming home, I took a bath and sat on the banks of the Jamuna River for some time. A little later, I looked up and saw that the call for Asr prayers was being made and the sun was setting in the western sky. Then I took a few selfies of myself along with the Jamuna River. Currently, the work on the Jamuna River has started in full swing. We hope that the work will move forward very quickly and the work must be completed before the floods next year. Otherwise, all the arrangements will be ruined and everything will have to be started again at a new cost. Therefore, we are paying great attention to the work to avoid this costly waste.
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি। অনেকদিন পরে আমি আমার নতুন একটি ডায়েরি গেম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, তো চলুন দেরি না করে শুরু করা যাক-
সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে আবার ঘুমিয়ে পড়লাম, যেহেতু আমি এখন মাদ্রাসায় নেই বরং বাসায় এসেছি তাই ইচ্ছামত ঘুমাতে পারি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল, সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠে দেখি সূর্য অনেকটাই উপরে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে দেখলাম নদীর কাজ সকাল-সকাল শুরু করে দিয়েছে। আমি ব্রাশটা হাতে নিয়ে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করলাম এবং সকালবেলা নদীর কাজ দেখছিলাম আর মনে মনে ভালোলাগা অনুভব করছিলাম। কেননা আমাদের বাড়ি তো যমুনা নদীর তীরে তাই যমুনা নদীর যখন মজবুতভাবে কাজ হয় তখন মনের মধ্যে আনন্দ লাগে।
যাইহোক, ফ্রেশ হয়ে সকালের নাস্তা করলাম, সকালের নাস্তা শেষ করে আবারো যমুনা নদীর তীরে দাঁড়ালাম, যেহেতু এখন শীতের সময় তাই হালকা রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। তাই একটু পরে পরে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকি আবার বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার কারণে শরীরের মধ্যে চুলকানি শুরু হয় তখন আবার গাছের নিচে ছায়াতে আসতে হয়। আমার চাচাতো ভাই! দোলনা বানিয়ে দুটি গাছের সাথে বেঁধে রেখেছে। আমার চাচাতো ভাই নিজেই অনেক কিছু বানাতে পারে, ও কথা বলতে পারে না কারো কথা শুনতেও পারে না অথচ যে কোন জিনিস বানাতে সক্ষম। মজবুত করে বানিয়ে দুটি গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এবং দুজন মিলে দোলনার মধ্যে শুয়ে আছে। আমি তখন দুজনের ফটো সংগ্রহ করেছি।
এরপর, ১১ টার দিকে আমার আব্বা বলল চলো আমরা ডাক্তার দেখানোর জন্য হসপিটালে যাই, তখন আমি আমার বাবাকে নিয়ে বেড়িপোটল হসপিটালে গিয়েছিলাম, বেড়িপটল হসপিটালটি 100 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে আমার বাবাকে নিয়েছিলাম এক্স-রো করার জন্য এবং ডক্টর দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পরে দেখলাম কোন লোকজন নেই শুধুমাত্র অল্প কয়েকজন লোকজন আছে এবং ডাক্তারও খুব কম জিজ্ঞেস করলাম আজকে এমন অবস্থা কেন? এরপরে উত্তরে তারা বললেন আজকে বিদ্যুৎ নেই তাই কোন চিকিৎসা করা হচ্ছে না।
কি করব! তবুও সেখানে একজন ডাক্তারকে আগের প্রেসক্রিপশন দেখালাম, সে এই প্রেসক্রিপশন দেখে বলল! এই ওষুধ গুলোই খেতে থাকেন আর কিছুই করতে হবে না। কিন্তু আমরা সেখান থেকে ঘুরে চলে আসলাম এবং উন্নতমানের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাব বলে পরামর্শ করলাম। এরপর সেখান থেকে বাড়িতে আসার পরিবর্তে আমি এবং আমার বাবা দুজনেই আমার ফুফুর বাসায় চলে গেলাম কেননা আমার ফুফা খুবই অসুস্থ তাই উনাকে দেখার জন্য গিয়েছিলাম। আমরা দুপুরের পরই সেখান থেকে বাসায় চলে আসলাম।
বাসায় এসে গোসল করে যমুনা নদীর তীরে কিছু সময় বসে ছিলাম, একটু পরে তাকিয়ে দেখলাম আসরের নামাজের আজান হচ্ছে এবং সূর্য পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে তখন যমুনা নদী সহ আমার কয়েকটি সেলফি উঠালাম। বর্তমানে যমুনা নদীর কাজ পরিপূর্ণভাবে আরম্ভ হয়ে গিয়েছে, আমরা আশা করি খুব তাড়াতাড়ি কাজ করে এগিয়ে যাবে এবং আগামী বছর বন্যা আসার আগেই কাজ সম্পন্ন করতে হবে অন্যথায় সব ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাবে এবং আবার নতুন খরচে সবকিছু শুরু করতে হবে তাই এই ব্যয়বহুল অপচয় যেন না হয় সেজন্য কাজের প্রতি খুবই মনোযোগ দিচ্ছে।
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1875237447837348327?t=cK0_J1rqJIKB8Uj5d4-y6w&s=19