National Mosque Baitul Mukarram Tour.
Bismillahir Rahmanir Rahim
This is @abdulmomin from #Bangladesh.
Hello friends, how are you all? I hope you are very well by the grace of Allah, I am also very well by the grace of Allah, Alhamdulillah, I am very well and healthy. Today I have come before you with a very great unforgettable travel competition. I like to travel to different places at different times, sometimes I travel to Baitul Mukarram, sometimes I travel to Suhrawardy Udyan, sometimes I travel to Dhaka University, and sometimes I travel to Rajmoni Pyramid Narayanganj. In this way, I like to travel to different places at different times. So there is something interesting in all the buildings, but this trip of mine was the most interesting and unforgettable.
Baitul Mukarram Mosque is the national mosque of Bangladesh, the mosque is located in Dhaka. After getting off at Dhaka Gulistan intersection, you have to walk three to four minutes towards the north. Those who are in Bangladesh may know that all the movements called for after the Friday prayers at Baitul Mukarram Mosque are usually conducted from the North Gate. We went to the National Mosque Baitul Mukarram to offer Friday prayers that Friday. When we went, four of us friends went together and a book fair was also being held there. We went to Baitul Mukarram that day for two purposes, one was to offer Friday prayers under the leadership of the Khatib of Baitul Mukarram, Allama Abdul Malek Sahib, and the other was to go there to attend a book fair organized by the Islamic Foundation.
As you know, Baitul Mukarram Mosque is the national mosque of Bangladesh and international scholars are appointed there. Abdul Malek Sahib is an international mufti, that is why he has been appointed there. Numerous people from different parts of Dhaka and different parts of Bangladesh gather at Baitul Mukarram Mosque to offer Friday prayers, and many people from outside the country also come there to offer Friday prayers. When we went to the book fair premises after offering Friday prayers there, we looked at the sky and saw that the sky was very beautiful, so I collected a few photos.
We collected a few photos from there and met many acquaintances, talked and talked, and when we came to the premises on the south side, we took a few photos and took selfies. The space of Baitul Mukarram Mosque is very large, since many Muslims come there to offer prayers, the mosque is very large. If you also want, you can come to the National Mosque Baitul Mukarram and offer Friday prayers. I am saying goodbye here today. May everyone be well and healthy.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ভ্রমণ।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে অত্যন্ত দুর্দান্ত একটি অবিস্মরণীয় ভ্রমণ প্রতিযোগিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পছন্দ করি, কখনো বাইতুল মোকাররবে ভ্রমণ করি আবার কখনো সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রমণ করি, আবার কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্রমণ করি আবার কখনো কখনো রাজমনি পিরামিড নারায়ণগঞ্জ ভ্রমণ করি। এভাবেই আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভ্রমন করতে পছন্দ করি। তো সব ভবনের মধ্যেই কিছু না কিছু আকর্ষণীয় থাকে তবে আমার এই ভ্রমণটি ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং অবিস্মরণীয়।
বায়তুল মোকাররম মসজিদ হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ, মসজিদটি ঢাকায় অবস্থিত। ঢাকা গুলিস্তান মোড়ে নামার পরে তিন থেকে চার মিনিট হাঁটতে হয় উত্তর দিকে। যারা বাংলাদেশে আছেন তারা হয়তো জানেন বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজের পরে যতগুলো আন্দোলনের ডাক দেওয়া হয় সবগুলো আন্দোলন সাধারণত উত্তর গেইট থেকেই পরিচালনা করা হয়, আমরা সেদিন শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়েছিলাম। যাওয়ার সময় আমরা চারজন বন্ধু একসাথে গিয়েছিলাম আর তখন সেখানে বই মেলাও হচ্ছিল। আমরা সেদিন বাইতুল মোকাররমে দুটি উদ্দেশ্যে গিয়েছিলাম একটি হচ্ছে বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেবের ইমামতিতে জুমার নামাজ আদায় করার জন্য গিয়েছিলাম আর অপরটি হচ্ছে সেখানে ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে বইমেলা চলছিল সেখানে গিয়েছিলাম।
আপনারা জানেন বাইতুল মোকাররম মসজিদ হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ আর সেখানে আন্তর্জাতিক মানের আলেমদের নিয়োগ দেওয়া হয় আব্দুল মালেক সাহেব একজন আন্তর্জাতিক মুফতি এজন্য উনাকেই সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হয়, সেখানে দেশের বাইরে থেকেও অনেকে জুমার নামাজ আদায় করার জন্য আসে। আমরা সেখানে জুমার নামাজ আদায় করে যখন বইমেলার চত্বরে যায় তখন আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের রিভিউটা অত্যন্ত সুন্দর তাই আমি কয়েকটি ফটো সংগ্রহ করি।
সেখান থেকে কয়েকটি ফটো সংগ্রহ করি এবং পরিচিত অনেকের সাথে দেখা করে কথাবার্তা বলে গল্প করে সেখান থেকে যখন আমরা দক্ষিণ পাশের চত্বরে আসলাম তখন আমরা কয়েকটি ফটো উঠলাম এবং সেলফি উঠলাম। বায়তুল মোকাররম মসজিদের জায়গা অনেক বিশাল, যেহেতু সেখানে অসংখ্য মুসল্লী নামাজ পড়ার জন্য আসে তাই মসজিদটি অনেক বড়। আপনারাও চাইলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এসে জুমার নামাজ আদায় করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
X promotion
https://x.com/Monarul265535/status/1873830636949266483?t=H3pV8TUgiYMTatLwwp2lTg&s=19
Thank you very much for such a wonderful post.