Hello friends, how are you all? I hope you are doing well by the grace of Allah, I am also doing well by the grace of Allah. Today I have come to you with another new diary game, let's start-
Every day I start my day with my Fajr prayer, now the night has become much longer, the weather is changing, there is a hint of mild winter, when you go to the village you can understand how much cold it has become! But when you go to the city, you don't understand the cold at all. Especially since we always stay in the room, the windows are closed, so the weather is always hot in the room. We don't even realize that it is cold outside until we go outside. In mild winter, a soft, thin blanket wrapped around our body makes our morning sleep comfortable. Although it is difficult to wake up from that sleep to perform Fajr prayer, it is not a hardship for believing Muslims.
After the Fajr prayer, I fell asleep again. I was supposed to wake up at 7:30 and go to class, but I was so sleepy that I couldn't get up at 7:30 that day. Actually, I didn't attend that day. If I had, maybe the food would have been stopped. Our madrasa's rule is that if I was absent from class, the food would be stopped and I have to apply for food. Anyway, I got up in the morning, freshened up, had breakfast, and went out around 9:30 to buy some necessary things. There were many things I needed, one of which was shampoo. If I took a bath without shampoo, my head itched, so I had to use shampoo every day.
Then I went to the madrasa and studied until noon. When the class ended, I started making arrangements to eat lunch. Since my food was not provided on the 2nd, I went to the hotel to buy it. I didn't really want to eat food at the hotel, so I bought it from there and ate it at the madrasa. I bought rice for 15 taka and roasted chicken for 40 taka. One and a half plates of rice for fifteen rupees, and one and a half plates of rice were enough for me. My food bill was 55 rupees. I bought the food and ate it sitting in the madrasa.
After eating, I slept for about 20 minutes, because it is sunnah to perform Khairullah after eating lunch, so I slept for some time after eating lunch. Then I went to take a bath at 2:50, after taking a bath in 10 to 15 minutes, I came back to the room. Since it is getting cold now, my hands and face dry up, for this I have to use something like glycerin or lotion. I took a selfie standing by the next window. At 3:10, I went back to class. Because we have classes until Asr. We will go out after Asr prayers.
A friend of mine called, my friend has rented a laundry shop. We went to see that shop, since I don't know that shop, so I tried to contact my friend and go there. On the way, I called my friend to ask where to go? Then my friend told me to come out of the madrasa and come to the Shahi Mosque, take the road that goes east from the Shahi Mosque, then turn right, then turn left and turn right again to the tenth road. According to the location, we went here and saw my friend standing on the road.
Then I met my friends and discussed various matters, since my friends have taken a shop there, they told us that you have to arrange for some Punjabi clothes to be laundered from the madrasa, because it will take time for our new shop to be set up, so we have to work like this in the first stage. Then they further planned that we will bring clothes from home and deliver them to our house, this will also make it possible to bring a lot of clothes. Then when the shop is set up, they will come and deliver them to the shop. The plan is not bad, but a very good one. The name of the laundry shop is two friends Laundy. Then we went to the madrasa.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
আসসালামু আলাইকুম।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে আমার নতুন আরেকটি ডাইরি গেম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, চলুন শুরু করা যাক-
প্রতিদিন আমার ফজরের নামাজ দিয়ে শুরু হয় দিন, এখন রাত্রি অনেক বড় হয়ে গিয়েছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, হালকা শীতের আভাস পাওয়া যাচ্ছে, গ্রামে গেলে বোঝা যায় কি পরিমান শীত পড়েছে! কিন্তু শহরে আসলে শীত মোটেও বোঝা যায় না। বিশেষ করে আমরা তো সবসময়ই রুমের মধ্যে থাকি জানালাগুলো লাগানো থাকে তাই রুমের মধ্যে সব সময় গরম আবহাওয়া। বাহিরে যে শীত আছে এটাও বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত বাইরে না যায়। হালকা শীতের মধ্যে নরম পাতলা কম্বল গায়ের সাথে জড়িয়ে সকালের ঘুমটা হয় আরামদায়ক। সেই ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করা কষ্টকর হলেও মুমিন মুসলমানদের জন্য কোন কষ্ট নয়।
ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লাম, কথা ছিল ৭ঃ৩০ মিনিটে ঘুম থেকে উঠে ক্লাসে যাওয়া, কিন্তু এতটাই ঘুমিয়ে ছিলাম যে, ৭ঃ৩০ মিনিটে উঠতে না পারায় ক্লাসে যেতে পারিনি। আসলে সেদিন হাজিরা হয়নি, যদি হাজিরা হত তাহলে হয়তো খাবার বন্ধ হয়ে যেত, আমাদের মাদ্রাসার নিয়ম হচ্ছে ক্লাসে অনুপস্থিত থাকলে খাবার বন্ধ হয়ে যায় আবার দরখাস্তের মাধ্যমে খাবার জারি করতে হয়। যাইহোক সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, উপরে সাড়ে নয়টার দিকে বাইরে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য, অনেক কিছুই প্রয়োজন ছিল তার মধ্যে একটি ছিল শ্যাম্পু। আমি শ্যাম্পু ছাড়া গোসল করলে মাথার মধ্যে চুলকায় তাই প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করতে হয়।
এরপরে মাদ্রাসায় চলে আসলাম এবং দুপুর পর্যন্ত ক্লাস করলাম, ক্লাস শেষ হলে দুপুরের খাবার খাওয়ার ব্যবস্থা করতে লাগলাম, যেহেতু ২ তারিখে আমার খাবার জারি ছিল না তাই হোটেল থেকে কিনে আনতে গিয়েছিলাম। হোটেলে খাবার খেতে খুব বেশি ইচ্ছা করে না তাই সেখান থেকে কিনে নিয়ে এসে মাদ্রাসায় খেয়েছি। ১৫ টাকার ভাত কিনেছিলাম আর ৪০ টাকা দিয়ে মুরগির মাংস ভুনা কিনেছিলাম। পনেরো টাকার ভাত দেড় প্লেট, আর দেড় প্লেট ভাত হলে আমার যথেষ্ট হয়ে যায়। আমার খাবারের বিল হয়েছিল ৫৫ টাকা। খাবার কিনে নিয়ে এসে মাদ্রাসায় বসে খেয়ে নিলাম।
খাবার খেয়ে ২০ মিনিটের মত শুয়েছিলাম, কেননা দুপুরে খাবার খাওয়ার পরে কাইরুল্লাহ করা সুন্নত, তাই দুপুরের খাবার খেয়ে কিছু সময় শুয়ে থাকা। এরপরে ২ টা ৫০ মিনিটে গোসল করতে গিয়েছিলাম, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে গোসল সেরে রুমে চলে আসলাম। যেহেতু এখন শীত পড়ে যাচ্ছে তাই হাত মুখ শুকিয়ে যায়, এজন্য কিছুনা কিছু ব্যবহার করতে হয় যেমন গ্লিসারিন অথবা লোশন ব্যবহার করতে হয়। এর পরের জানালা পাশে দাঁড়িয়ে একটি সেলফি উঠেছি। তিনটা দশ মিনিটে আবার ক্লাসে চলে গিয়েছিলাম। কেননা আসর পর্যন্ত আমাদের ক্লাস হয়। আসরের নামাজ পড়ে আমরা বাহিরে যাব।
আমার এক বন্ধু কল করেছিলো, আমার বন্ধু একটি লন্ডির দোকান ভাড়া নিয়েছে। আমরা সেই দোকানটি দেখতে গিয়েছিলাম, যেহেতু আমি ওই দোকানটি চিনি না, তাই আমার বন্ধুর সাথে যোগাযোগ করে সেখানে যাওয়ার চেষ্টা করলাম। পথের মধ্যে গিয়ে আমার বন্ধুকে ফোন করলাম যে, কোথায় দিয়ে যেতে হবে? তখন আমার বন্ধু বলে দিয়েছিলো মাদ্রাসা থেকে বের হয়ে শাহী মসজিদের কাছে আসবে, শাহী মসজিদ থেকে পূর্ব দিকে যে রাস্তাটি গেছে সেখান দিয়ে চলে আসবে এরপরে ডান দিকে আসবে এরপরে বামদিকে গিয়ে আবার ডান দিকে দশ নাম্বার রাস্তায় আসবে। লোকেশন মোতাবেক আমরা এখানে গিয়ে দেখি আমার বন্ধু রাস্তার উপর দাঁড়িয়ে আছে।
এরপরে বন্ধুদের সাথে দেখা করলাম এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম, যেহেতু আমার বন্ধুরা ওখানে দোকান নিয়েছে তাই আমাদেরকে বলল তোমাদের মাদ্রাসা থেকে কিছু পাঞ্জাবির কাপড় লন্ডি করার জন্য ব্যবস্থা করে দিতে হবে, কেননা আমাদের নতুন দোকান চলে উঠতে সময় লাগবে তাই প্রথম পর্যায়ে এভাবেই কাজ করতে হবে। এরপরে আরো পরিকল্পনা করলো যে, আমরা বাসা থেকে কাপড় নিয়ে আসবো এবং বাসাতে হোম ডেলিভারি দিয়ে আসবো, এর দ্বারাও অনেক কাপড় নিয়ে আসা সম্ভব হবে। এরপরে দোকানটা যখন চলে উঠবে তখন তারা এসেই দোকানে দিয়ে যাবে। পরিকল্পনাটি খারাপ না অনেক ভালো একটি পরিকল্পনা করেছে। লন্ডির দোকানের নাম দুই বন্ধু লন্ডি। এরপর আমরা মাদ্রাসায় চলে আসি।
X promotion
https://x.com/Monarul265535/status/1872868474604982547?t=1HSo3eWWjM5ZI39w_KlbUQ&s=19
** Your post has been upvoted (11.61 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan