Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Starting in the name of Allah, the Most Gracious,
Hello Steemit dear friends! How are you all? I hope that by the grace of God, you are all very well. I am also very well and healthy, Alhamdulillah by the grace of God.
I will share an important topic with you today, the topic of my discussion today is, how to juice the leaves of the papul tree and what are its benefits? I hope that after reading my post, you will definitely understand, InshaAllah.
How to juice the leaves of the papul tree?:-
First, you should get some leaves from the papul tree and put them in a bowl. You can take seven to eight leaves, put the leaves in the bowl and wash them well with water. Make sure that there is no dirt on the leaves. When you are done washing them well, take half a liter of water in a bowl / or as much water as you can drink. Then put the leaves in the bowl. And keep grinding those leaves with your clean hands.
After a while you will see that the white liquid water is gradually changing color and the water is gradually getting darker. Then when you see that all the juice has come out of the leaves, chop the leaves well and throw them away. Then you will notice that white foam has accumulated on the water, clean that foam from the top. Then you will notice that the leaves in the bowl are torn into pieces and many remain. Even if you want, you will not be able to clean them with your hands. Because the water has become very dark and very slippery.
So you have to take a glass and a strainer. Wash a glass and a strainer well and pour the juice of that pipul into the strainer and strain it. When it becomes clear, you can mix sugar or something sweet in the glass and eat it. It is best not to use anything sweet. It is much better if you can eat it like that.
What are the benefits of drinking papula leaves juice?:-
The benefits of drinking papula leaves juice are many. I will tell you as much as I have benefited from it, and I will only tell you what I have told people to drink it.
Stomach upset is gone.
The stomach is good and the stomach is clear.
It is very beneficial for indigestion.
There are many more benefits, when I come home, I drink papula leaves juice daily. Alhamdulillah, my stomach upset is gone now. You can also drink it if you want, and yes, I hope you will not have any problems due to drinking it. If so, then it will be beneficial, I hope it will not be harmful.
We see some microphones or boxes on the street at different times and in different places, they are saying that we make syrups from different plants and plants, and drinking those syrups not only improves the stomach, but also has many other benefits for the body. Drinking it improves the stomach and if there is any problem, it is solved. Especially there is aloe vera there, you can make a syrup with aloe vera. There are many benefits of aloe vera that you know.
Syrup is made with the bark of various plants, roots, leaves, etc. In particular, there is a root of a tree that will be very beneficial if eaten, which is the root of the shimul tree. In our rural language, we also call the shimul tree Koragachha. When that tree is small, we pull it up and clean the roots of that tree and wash them and eat them. It is very beneficial for our body, especially for those who have stomach problems. I hope you can stay healthy by eating these cheap medicines.
So friends, let's make a syrup made with the leaves of nature, various plants, and the leaves of the pipul and drink that juice to maintain health. And we will definitely learn about the medicines that can be taken with the leaves of nature and we will try to eat the ones that are beneficial, Insha Allah.
So friends, how did you like my post today? Of course, let me know by leaving your valuable comment.
May everyone be well and healthy. I am making this brief statement here with the wish of good health for everyone. May Allah preserve me.
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরম করুনাময় আল্লাহতালার নামে শুরু করছি,
হ্যালো স্টিমিট প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।
আমি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, পেপুলটি গাছের পাতা কিভাবে রস করতে হয় এবং তার উপকারিতা কি? আশা করি আমার পোস্টটি পড়লে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
কিভাবে পেপুলটির পাতা রস করতে হয়?:-
প্রথমে আপনি পেপুলটি গাছ থেকে কিছু পাতা পেরে আনবেন এবং একটি বাটির মধ্যে রাখবেন। আপনি সাত থেকে আটটি পাতা নিতে পারেন, পাতাগুলো বাটির মধ্যে রেখে সুন্দর করে পানি দিয়ে ধৌত করে নেবেন। খেয়াল রাখবেন পাতার সাথে যেন কোনো ভাবে ময়লা না থাকে। যখন সুন্দর করে ধোয়া শেষ হবে তখন একটি বাটির মধ্যে আধা লিটার পানি নেবেন / অথবা আপনি যতটুকু পানি পান করতে পারবেন ততটুকু পানি নেবেন। এরপরে পাতাগুলো বাটির মধ্যে রাখবেন। এবং আপনার পরিষ্কার হাত দিয়ে সেই পাতাগুলো পিষতে থাকবেন।
একটু পরে দেখবেন সাদা তরল পানি ধীরে ধীরে রং হচ্ছে এবং ধীরে ধীরে পানি গাড়ো হচ্ছে। এরপরে যখন দেখবেন পাতার মধ্যে থেকে সম্পূর্ণ রস বেরিয়ে এসেছে তখন পাতাগুলো ভালো করে চিপ দিয়ে ফেলে দিবেন। তখন খেয়াল করে দেখবেন পানির উপর সাদা ফেনা জমে গেছে, সেই ফেনাগুলো উপর থেকে পরিষ্কার করে নেবেন। এরপর আপনি খেয়াল করে দেখবেন বাটির মধ্যে পাতাগুলো টুকরো টুকরো হয়ে ছিরে অনেক রয়ে গেছে। আপনি চাইলেও সেগুলো হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন না। কারণ পানি অনেক গাঢ় হয়েছে এবং অনেক পিছলা হয়েছে।
তাই আপনাকে একটি গ্লাস এবং একটি ছাকনা নিতে হবে। একটি গ্লাস এবং একটি ছাকনা সুন্দর করে ধৌত করে রাখবেন এবং সেই পিপুলটির রস গুলো ছাকনার মধ্যে ঢেলে ছেঁকে নেবেন। যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনি গ্লাসের মধ্যে চিনি অথবা মিষ্টি জাতীয় কোন জিনিস মিশিয়ে খেতে পারেন। সবচেয়ে ভাল হচ্ছে মিষ্টি জাতীয় কোন কিছু ব্যবহার না করা। এমনি খেতে পারলে অনেক ভালো।
পেপুলটির পাতা রস করে খাওয়ার উপকারিতা কি?:-
পেপুলটির পাতা রস করে খাওয়ার উপকারিতা অনেক বেশি। আমার যতটুকু উপকার হয়েছে আমি ততটুকু বলব, এবং আমি যাদেরকে খেতে বলেছি তাদের যা উপকার হয়েছে আমি শুধু তাই বলব।
১. পেটের গেস্টিক দূর হয়।
২. পেট ভালো থাকে এবং পেট ক্লিয়ার হয়।
৩. আমাশার জন্য খুব বেশি উপকারী।
আরো অনেক উপকার রয়েছে, আমি যখন বাড়িতে আসি তখন দৈনন্দিন পেপুলটির পাতা রস করে খাই। আলহামদুলিল্লাহ আমার পেটের গেস্টিক এখন দূর হয়ে গিয়েছে। আপনারও চাইলে খেতে পারেন, আর হ্যাঁ, আশা করি এটি খাওয়ার কারণে আপনার কোন সমস্যা হবে না। যদি হয় তাহলে উপকার হবে আশা করি অপকার হবে না।
আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি রাস্তায় কিছু মাইকের বা বক্সের আওয়াজ পাওয়া যায় সেখান থেকে তারা বলতেছে আমরা লতাপাতা গাছপালার বিভিন্ন লতাপাতা গাছপালা দিয়ে শরবত বানায় সেই শরবত গুলো খেলে পেট ভালো হয় শুধু তাই নয় শরীরের আরো অনেক উপকার হয় যেটা খেলে পেট ভালো হয় এবং যদি কোন সমস্যা থাকে তাহলে সেটা সমাধান হয়ে যায়। বিশেষ করে সেখানে এলোভেরা রাখা আছে এলোভেরা দ্বারা শরবত বানিয়ে খাওয়া যায় অ্যালোভেরার মধ্যে অনেক উপকার রয়েছে যা আপনারা জেনে থাকেন।
বিভিন্ন গাছপালা ছাল বিভিন্ন গাছপালা শিকড় পাতা ইত্যাদি দিয়ে শরবত বানানো হয় বিশেষ করে একটা গাছের শিকড় আছে যেটা খেলে অনেক উপকার হবে সেটি হচ্ছে শিমুল গাছের গোড়া, আমরা আমাদের গ্রাম্য ভাষায় শিমুল গাছকে কোড়াগাছ ও বলে থাকি, সে গাছটি যখন ছোট থাকে তখন আমরা টান দিয়ে উঠিয়ে সেই গাছের শিকড় পরিষ্কার করে ধুয়ে খেয়ে থাকে আর সেটি আমাদের শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে যাদের পেটে সমস্যা রয়েছে তাদের জন্য আরো বেশি উপকার হয়। আশা করি আপনারা এসব বেজোস ওষুধ খেয়ে সুস্থতা অবলম্বন করতে পারবেন।
তো বন্ধুরা আসুন আমরা প্রাকৃতির সেই গাছপালা বিভিন্ন গাছপালা লতাপাতা দিয়ে বানানো শরবত এবং পিপুলটির পাতা রস করে সে রস খেয়ে সুস্থতা ঠিক রাখি। এবং প্রাকৃতির সেই গাছ গাছালি দিয়ে যে, ওষুধ সেবন করা যায় সে বিষয়ে আমরা অবশ্যই জেনে নেব এবং যেগুলো উপকারী আমরা খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের পোস্টটি? অবশ্যই আপনার মূল্যবান একটি কমেন্ট করে আমাকে জানাবেন।
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে এই সমস্ত করছি আল্লাহ হাফেজ।