Books are our greatest friend in life. Part (2) |
---|
Edit by canva |
---|
It is great to be able to buy books and read them yourself, and to have friends, siblings and relatives buy them. Because they will be able to gain a lot of knowledge from that book. So I told my younger sister I was at the book fair. Then I told him if you like any new book tell me. He said I don't need any new book. If possible, bring the book written by Maulana Jalaluddin. I entered the fair again in search of this book. I visited different stalls.
But no, I did not find this book, so I searched on Google. Then came to know that it was printed from Mahmudia Library. So I went around the entire fair and started looking for the stall of Mahmudiya Library. But I did not find any trace of that stall. Compelled, I looked at the stall of RockMary.com. But even that was not found. So I decided to come back.
At that time, I saw an Islamic quiz program at the north gate of Baitul Mukarram. I stood there for a while, wishing to participate in that quiz show. But could not participate due to busyness. At that time I met a childhood friend. I exchanged tricks with him for a while. Then I left for Madrasa.
Sitting in the bus, I started thinking about different things. I plan to come again for the second time. The quotes of various writers and philosophers started coming to mind. At this time, the best writer of all time Matiur Rahman's quote comes to mind. He wrote in his poetry book 'No one goes bankrupt by buying books'. I bought so many books! I spent a lot of money! Again, no one goes bankrupt by buying books. Then it occurred to me that no one goes bankrupt by buying books.
Because by reading books, many things are known which cannot be achieved by thousands of years of pursuit. Which we can know through books. Books inspire us to live anew, to always stand united against injustice and to govern the country beautifully and properly. Guides us from darkness to light, from lies to truth. We discover new countries, new races and new worlds through books.
Finally it can be said that no one goes bankrupt by reading books or buying books. When you learn something new by reading a book and understand something new, then the desire to know more, understand more, discover more will be created in the heart, this is called getting something new, knowing something new. You know, learning something new is more expensive than a thousand rupees. That is why big book libraries have been built in the big cities of the world.
Finally, I would appeal to all the publishers to raise the prices of the books keeping the book buyers in check. Because many people are interested in buying books but they cannot collect them for money. We wish all writers and readers a happy life. I finished here today. Allah is Hafez.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
এমন সময় আমার ছোট্ট বোন ফোন দিল। বলল ''তুই মাকে কিছু না বলে বাইরে চলে গেয়েছিস, মা তোকে নিয়ে খুব টেনশন করছে। দেশের পরিস্থিতি বেশি ভালো না মাদ্রাসায় ফিরে যা।'' তখন আমি বললাম আমি বইমেলায় আছি। তারপর তাকে বললাম তোমার কোন নতুন বই লাগলে বলো। সে বলল আমার কোন নতুন বই এর প্রয়োজন নাই। পারলে মাওলানা জালালউদ্দিন উনার লেখা শব্দ করে হাসতে মানা বইটা নিয়ে আসিস। এই বইয়ের খুঁজে আবারো মেলায় ঢুকলাম। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখলাম।
কিন্তু না এই বইয়ের কোন খোঁজ পাইনি, তাই গুগলে সার্চ করলাম। অতঃপর জানতে পারলাম যে এটা মাহমুদিয়া লাইব্রেরী থেকে ছাপানো হয়েছে। তাই সম্পূর্ণ মেলা ঘুরে ঘুরে মাহমুদিয়া লাইব্রেরি এর স্টল খুজতে লাগলাম। কিন্তু ওই স্টলের কোন খোঁজ পাইনি। বাধ্য হয়ে আমি রকমারি ডটকম এর স্টলে খোঁজ নিলাম। কিন্তু তারমধ্যেও পাওয়া গেল না। তাই বাধ্য হয়ে ফিরে আসতে ইচ্ছা করলাম।
এমন সময় বাইতুল মোকাররম এর উত্তর গেটে দেখলাম ইসলামী কুইজ অনুষ্ঠান হচ্ছে । ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ালাম, মনে মনে আকাঙ্ক্ষা করলাম ওই কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কিন্তু ব্যস্ততার জন্য আর অংশগ্রহণ করতে পারিনি। এমন সময় আমার এক বাল্যকালের বন্ধুর সাথে দেখা হল। তার সাথে কিছুক্ষণ কৌশল বিনিময় করলাম। অতঃপর মাদ্রাসা দিকে রওনা হলাম।
বাসে বসে বসে বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করতে লাগলাম। আবার দ্বিতীয়বার আসার প্লান করলাম। মনে মনে বিভিন্ন লেখক দার্শনিকদের উক্তি মাথায় আসতে লাগলো। এ সময় মাথায় আসে সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্যিক মতিউর রহমান এর উক্তিটি। তিনি তার কাব্যগ্রন্থে লিখেছেন 'বই কিনে কেউ দেউলিয়া হয় না'। এতগুলো বই কিনলাম! অনেক টাকা খরচ করলাম ! আবার বলে : বই কিনে কেউ দেউলিয়া হয় না। ☺️ অতঃপর মাথায় আসলো সত্যিই তো বই কিনে কেউ দেওলিয়া হয় না।
কেননা বই পড়ার মাধ্যমে এমন অনেক কিছু জানা যায় যেগুলো হাজার বছরের সাধনা করে যা অর্জন করা সম্ভব নয় । যে গুলো আমরা বইয়ের মাধ্যমে জানতে পারি। বই আমাদের কে নতুন করে বাঁচতে , অন্যায়ের বিরুদ্ধে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে এবং দেশকে সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করতে উদ্বুদ্ধ করে। আধার থেকে আলোর দিকে , মিথ্যা থেকে সত্যের দিকে আমাদেরকে পরিচালনা করে। আমরা বইয়ের মাধ্যমে নতুন দেশ নতুন জাতি এবং নতুন বিশ্বের সন্ধান পায়।
পরিশেষে বলা যায় বই পড়ে বা বই কিনে কেউ দেউলিয়া হয় না। তুমি যখন বই পড়ে নতুন কিছু জানবে এবং নতুন কিছু বুঝবে তখন আরো জানার আরও বোঝার আরো কিছু আবিষ্কার করার আকাঙ্ক্ষা উদ্দীপনা অন্তরে সৃষ্টি হবে, এটার নামই নতুন কিছু পাওয়া নতুন কিছু জানা। তোমার এই জানা, নতুন কিছু শিখা হাজার টাকা থেকে বেশি দামী। এজন্যই তো পৃথিবীর বড় বড় শহরগুলোতে বড় বড় বইয়ের লাইব্রেরি গড়ে উঠেছে।
অবশেষে আমি সকল প্রকাশকদের কাছে আবেদন করব, তারা যেন বই ক্রেতাদের আয়ত্তে রেখে বইয়ের দাম বৃদ্ধি করেন। কেননা অনেকের বই কেনার আগ্রহ থাকে কিন্তু টাকার জন্য তারা তা সংগ্রহ করতে পারে না। আমরা দোয়া করি সকল লেখক এবং পাঠকদের জীবন সুখময় হোক। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
The photographs are very beautiful.