Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Starting in the name of Allah the Most Gracious, Hello dear Steemit friends! How are you all? I hope that by the grace of God, you are all very well with your families and are healthy. I am also very well and healthy, Alhamdulillah, by the grace of God and your prayers and love. The topic that I am going to share with you today is "About our village and the Yamuna River"
I have saved many photographs, photographs of our village and the Yamuna River. Our village was very big. Thousands of people lived here, our village had a market, a market, a school, a college and many more. People from far and wide came to our school to study. And everyone came to our village market and did business. But this good fortune did not last long, because the Yamuna River gradually broke down and some parts of our village disappeared into the river. The market, along with the school, college and the market, in our village gradually started to break down. I was very young then, but when I understood a little, I was able to see a little.
When the Yamuna River started breaking, many people stood by the river and watched, but no one was able to do anything. At one point, all the houses collapsed and they moved their houses to another place. The Yamuna River broke and came exactly 100 feet in front of our house. I was still young then, but I remember when there were only a few houses in front of our house, the Yamuna River was breaking and coming, the water was about 30 feet below the ground, so let's guess how deep it was. But the river stopped at our house. Today, by the grace of God, we have been here for almost 15 years.
Now, a lot of work has been done on the Yamuna River, that is, the banks of the Yamuna River are being built. Now, it can be said with certainty that we will be able to live here because the banks of the river are being built in front of our house. The work of repairing the river has been going on for the last two years. But we have lost our villagers, today they are staying in different places, some have gone far and wide and bought land and settled down. Some are building houses on the side of the village road. Because after the river broke, they could not afford to buy that much land. We have a lot of love for them.
Our Yamuna river was very big, our huge village was next to the Yamuna river, but our village was not small, it was very big. We were very small then. From what we saw with our eyes, we saw a huge village in front of our house. Thousands of people lived in that village. But what a game of fate. The Yamuna river slowly started growing and started breaking on all sides. We also saw with our eyes that the whole house disappeared into the river overnight. We saw so many trees and fields disappearing into the river before our eyes. It is all a game of fate.
We have no ability. Whatever Allah Ta'ala wills, it will happen. We cannot do more than we want. The Yamuna River that I have seen has disappeared into the river. It is still there. The Yamuna River has gradually become bigger. Although the government had dug the river to repair it, some dishonest people had jumped in there to do good business. Since the fascist government was in power, no one could do anything. As a result, they have stolen millions of crores of rupees, harming us.
In fact, if we look at their position now, we can see that their position has completely disappeared. This could also be due to people's bad wishes. So friends, whatever we do, we will do good work if we can, we will do good work, if we can't, we will not try to harm anyone, InshaAllah. Those of you who live near the Yamuna River or have an idea about the Yamuna River, must know the condition of the Yamuna River. However, all the other houses and houses that were near the Yamuna River were disappeared. My grandmother's house was also there, which had to be moved from there in a short time. Moreover, it was not possible to stay there.
What is the game of fate? Our house has remained in that place till today. Allah has kept it. If Allah had willed, our house could have disappeared from there among the ghosts. But it is all due to the grace and mercy of Allah. We are still able to live there. I will not make my writing longer. I intend to end it here. May everyone be well and healthy. If there is any mistake or error in writing, then I will definitely forgive you.
Best wishes to everyone. Always take care of yourself and your family. Thank you all.
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি, হ্যালো স্টিমিট প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে আপনারা সবাই নিজ পরিবারের সাথে অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হলো "আমাদের গ্রাম ও যমুনা নদী সম্পর্কে"
আমি অনেকগুলো ফটোগ্রাফি সংরক্ষণ করেছি, আমাদের গ্রাম এবং যমুনা নদীর ফটোগ্রাফি। আমাদের গ্রামটি ছিল অনেক বড়। এখানে বসবাস করত হাজার হাজার জনসংখ্যা, আমাদের গ্রামে হাট, বাজার, স্কুল, কলেজসহ ছিল আরো অনেক কিছু। অনেক দূর দূরান্ত থেকে আমাদের স্কুলে এসে লেখাপড়া করত। এবং আমাদের গ্রামের হাটে এসে সবাই বাজার করত। কিন্তু এই সৌভাগ্য আর বেশি দিন হল না, কেননা যমুনা নদী ধীরে ধীরে ভাঙতে ভাঙতে আমাদের গ্রামের কিছু অংশ নদীর মধ্যে বিলীন হয়ে গেল। আমাদের গ্রামের স্কুল কলেজ সহ হাট বাজার ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। আমি তখন খুবই ছোট ছিলাম, কিন্তু যখন একটু আমার বুঝে আসলো তখন আমি কিছুটা দেখতে পেরেছি।
যখন যমুনা নদীর ভাঙ্গন শুরু হয় তখন অনেকেই নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিন্তু কিছুই করার সাধ্য কারো নেই। এক পর্যায়ে ভাঙতে ভাঙতে সকল ঘরবাড়ি ভেঙে যায় এবং তারা ঘরবাড়ি সরিয়ে অন্য কোন জায়গায় চলে যায়। যমুনা নদী তখন ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির ঠিক ১০০ ফিট সামনে এসে দাঁড়ায়। আমি তখনও ছোট ছিলাম, কিন্তু আমার মনে পড়ে যখন আমাদের বাড়ির সামনে মাত্র কয়েকটি বাড়ি ছিল, যমুনা নদী ভেঙ্গে ভেঙ্গে আসতেছিল, পানি ছিল উপরের জমিন থেকে প্রায় ৩০ ফিট নিচে তাহলে অনুমান করা যাক কি পরিমান গভীর ছিল। কিন্তু নদী আমাদের বাড়ি পর্যন্ত এসে থেমে গেল আজ প্রায় ১৫ টি বছর হল আল্লাহর রহমতে আমরা এখানেই রয়ে গেছি।
এখন যমুনা নদীর অনেক কাজ হয়েছে অর্থাৎ যমুনা নদীর পার বাঁধাই করা হচ্ছে। এখন মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় আমরা এখানে থাকতে পারবো কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে নদীর পাড় গুলো বাঁধাই করে দেওয়া হচ্ছে। গত দুই বছর যাবত নদী মেরামতের কাজ চলছে। কিন্তু আমরা হারিয়েছি আমাদের গ্রামবাসীকে, আজ তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, কেউবা দূর-দূরান্তে চলে গিয়েছে এবং জায়গা কিনে বাসাবাড়ি করেছে। আবার কেউ কেউ গ্রামের রাস্তার পাশ দিয়ে ঘরবাড়ি উঠিয়ে বসবাস করছে। কারণ নদী ভেঙ্গে যাওয়ার পরে তাদের জায়গা কেনার মত ওই পরিমাণ সামর্থ্য হয়নি। তাদের জন্য রইল প্রাণঢালা ভালবাসা।
আমাদের যমুনা নদীটি ছিল অনেক বড় যমুনা নদীর পাশ দিয়েছিল আমাদের সেই বিশাল গ্রাম আমাদের গ্রামটি কিন্তু ছোট ছিল না অনেক বড় ছিল আমরা তখন অনেক ছোট ছিলাম আমরা আমাদের চোখে যতটুকু দেখেছি তার মধ্যে আমি দেখেছি আমাদের বাড়ির সামনে দিয়ে বিশাল একটি গ্রাম ছিল সেই গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ বসবাস করত কিন্তু নিয়তির কি খেলা যমুনা নদী ধীরে ধী রে বড় হতে লাগলো চতুরপাশ দিয়ে ভাঙ্গা শুরু হল আমরা আমাদের চোখে এমনও দেখেছি পুরো বাড়ি রাত্রে মধ্যে নদীর মধ্যে বিলীন হয়ে গিয়েছে আমাদের চোখের সামনে কত গাছপালা ক্ষেত সবকিছুই নদীর মধ্যে বিলীন হতে দেখলাম সবই নিয়তির খেলা।
আমাদের কোন সাধ্য নেই আল্লাহ তাআলা যতোটুকু করবেন যা করবেন সেভাবেই হবে আমরা চাইলে তারচেয়ে বেশি কোনভাবেই করতে পারব না। আমার দেখা অসংখ্য বাড়ি নদীর মধ্যে বিলীন হয়ে গিয়েছে সেই যমুনা নদী এখনো আছে তখনও ছিল যমুনা নদী ধীরে ধীরে আরো বড় হয়েছে যদিও সরকারিভাবে কিছু মেরামত করার জন্য নদী খনন করে দিয়েছিল কিন্তু কিছু অসৎ লোক ভাল ব্যবসা করার জন্য সেখানে উঠে পড়ে লেগেছিল যেহেতু ফ্যাসিবাদী সরকার রাজত্বে ছিল তাই কেউ কিছুই করতে পারেনি ফলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমাদের ক্ষতি করে।
আসলে আমরা যদি এখন তাদের দিকে তাকাই তাদের অবস্থান টা কোথায় তাহলে আমরা দেখতে পাই তাদের অবস্থান একেবারেই বিলীন হয়ে গিয়েছে এটা শুধুমাত্র মানুষের বদদোয়ার কারণে এটাও হতে পারে। তো বন্ধুরা আমরা যা করব ভাল কাজ করব পারলে ভালো কাজ করব সৎ কাজ করবো না পারলে কারো ক্ষতি করার চেষ্টা করব না ইনশাআল্লাহ।আপনারা যারা যমুনা নদীর আশেপাশে থাকেন বা যমুনা নদী সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানেন যমুনা নদীর কি অবস্থা যাইহোক যমুনা নদীর পাশে থাকা আরও যতগুলো বাড়ি ঘর বাড়ি ছিল সব বিলীন হয়ে গিয়েছিল সেখানে আমার নানুর বাড়িও ছিল যা অল্প সময়ের মধ্যে সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে তাছাড়া সেখানে থাকা সম্ভব হয়নি।
নিয়তির কি খেলা আজ পর্যন্ত আমাদের বাড়ি সেই জায়গাতেই টিকে আছে আল্লাহতালা টিকে রেখেছেন যদি আল্লাহতালা চাইতেন তাহলে ভূতের মধ্যে আমাদের বাড়ি ও সেখান থেকে বিলীন হতে পারতো কিন্তু সবই আল্লাহতালার ফজল ও করমে আমরা এখনো সেখানে বসবাস করতে পারছি। আমি আর আমার লেখা দীর্ঘস্থায়ী করব না এখানেই সমাপ্ত করার ইচ্ছা পোষণ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে লেখার মধ্যে মিষ্টি করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল সর্বদা নিজের ও পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে।