Bismillahir Rahmanir Rahim
This is @abdulmomin from #Bangladesh.
Hello friends, how are you all? I hope you are doing well by the grace of Allah. I am also very well and healthy by the grace of Allah, Alhamdulillah. Today I will discuss with you about my trip. Traveling from Sirajganj to Dhaka Jatrabari for the purpose of studying. Many of you may be aware that I study at Jamia Islamia Darul Uloom Madaniya Jatrabari Boro Madrasa in Dhaka. I went home due to my father's illness, and when I came back from home, I came to Dhaka by train. I mostly like to travel by train.
Since tickets are available online ten days before traveling by train, I buy tickets online most of the time. I bought a train ticket online about six days before traveling to Dhaka. Since I will board the train from Shaheed M. Mansur Ali station, I gave the location to buy tickets from there, but since I did not get any tickets from there, I had to buy tickets from Jamuna Setu East station. I bought a ticket from Jamuna Setu East Station to Kamalapur Station for 140 taka and 20 taka VAT, totaling 160 taka. Then, six days after buying the ticket, I left home for Dhaka at my scheduled time.
Since it was Friday, I came to Sirajganj city and offered Juma prayers. I offered Juma prayers at Sirajganj Bazar Station Jame Masjid. From there, after offering Juma prayers, I drove to Kaddar More on CNG. There is Shaheed M Mansur Ali Railway Station at Kaddar More, which is now named Sadanandapur Railway Station. Before I got on the platform of the railway station, I collected a few photos of the station. It was 2 pm then. When I stood at the station, it was not yet time for the train to arrive. So I sat there for an hour. My friend Rezaul and I were with me.
At 2:45 pm, a train leaving Dhaka stopped at Sadanandapur Railway Station, i.e. Shaheed Mansur Ali Railway Station. Many passengers got off there whose homes were in Sirajganj, and many passengers boarded the train who were going to Rajshahi. At about 3:30, the Chitra Express leaving Rangpur stopped at Shaheed Mansur Ali Railway Station. We tried to board the train but could not get on due to the large crowd, but since we had purchased tickets, we had to board the train. So we managed to get on after trying a lot. But many could not get off due to lack of time. They got off at the next station.
We boarded the train at 3:30, and often got off at Kamalapur Railway Station at 7:00 pm. When we got off at Kamalapur Station, we saw about thousands of passengers, some sitting for the train and some waiting for someone else. We did not delay much and immediately got out. When we got off, our tickets were checked, so we showed our tickets. In this way, I happily traveled by train and reached Dhaka safely.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে আমার ভ্রমণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। লেখাপড়ার উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে ঢাকা যাত্রাবাড়ী ভ্রমণ। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে, আমি ঢাকাতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদ্রাসায় লেখাপড়া করি। আমি বাবার অসুস্থতার কারণে বাসায় গিয়েছিলাম, বাসা থেকে আসার সময় ট্রেনে করে আমি ঢাকায় আসি। আমি বেশিরভাগ ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি।
যেহেতু ট্রেনে ভ্রমণের দশ দিন আগে অনলাইনে টিকিট পাওয়া যায় তাই আমি অনলাইন থেকেই অধিকাংশ সময় টিকিট কাটি। আমি ঢাকা ভ্রমণের প্রায় ছয় দিন আগে অনলাইন থেকে একটি ট্রেনের টিকিট সংগ্রহ করেছি। যেহেতু আমি শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে ট্রেনে উঠবো তাই সেখান থেকেই টিকিট কাটার জন্য লোকেশন দিলাম কিন্তু সেখান থেকে আমি কোন টিকিট না পাওয়াই যমুনা সেতু পূর্ব স্টেশন থেকে আমাকে টিকিট সংগ্রহ করতে হলো। যমুনা সেতু পূর্ব স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ১৪০ টাকা ভাড়া আর ২০ টাকা ভ্যাট মোট ১৬০ টাকা দিয়ে আমি একটি টিকিট সংগ্রহ করেছি। এরপরে টিকিট কাটার ছয় দিন পরে আমি আমার নির্ধারিত সময়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
যেহেতু দিনটি ছিল শুক্রবার তাই সিরাজগঞ্জ শহরে এসে আমি জুমার নামাজ আদায় করি। আমি জুমার নামাজ আদায় করেছি সিরাজগঞ্জ বাজার স্টেশন জামে মসজিদে। সেখান থেকে জুমার নামাজ আদায় করে আমি কড্ডার মোড় পর্যন্ত সিএনজিতে চলে যায়। কড্ডার মোড়ের ওখানে হচ্ছে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন যা এখন সদানন্দপুর রেলওয়ে স্টেশন নামে নামকরণ করা হয়েছে। আমি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপর ওঠার পূর্বে স্টেশনের কয়েকটি ফটো সংগ্রহ করি। তখন ছিল দুপুর ২ টার সময়। আমি যখন স্টেশনে দাঁড়িয়েছিলাম তখনো ট্রেন আসার সময় হয়নি। তাই এক ঘণ্টা আমি সেখানে বসে ছিলাম। আমি এবং আমার সাথে আমার বন্ধু রেজাউল ছিল।
২ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন সদানন্দপুর রেলওয়ে স্টেশন অর্থাৎ শহীদ মনসুর আলী রেলওয়ে স্টেশনে থামলো। সেখানে অনেক যাত্রী নেমে পরল যাদের বাসা সিরাজগঞ্জে , আবার অনেক যাত্রী ট্রেনে উঠলো যারা রাজশাহীতে চলে যাবে। প্রায় ৩:৩০ মিনিটে রংপুর থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস শহীদ মনসুর আলী রেলওয়ে স্টেশনে থামলো। আমরা ট্রেনে ওঠার চেষ্টা করলাম কিন্তু পর্যাপ্ত ভিড় হওয়ার কারণে উঠতে পারছিলাম না, কিন্তু টিকিট যেহেতু কেটেছি আমাদেরকে ট্রেনে উঠতেই হবে। তাই আমরা অনেক চেষ্টা করে উঠতে সক্ষম হয়েছি। কিন্তু অনেকেই সময় স্বল্পতার কারণে নামতে পারেনি। তারা পরবর্তী স্টেশনে নেমেছে।
আমরা সাড়ে তিনটার সময় ট্রেনে উঠেছি, প্রায়ই রাত সাতটার সময় কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমেছি। কমলাপুর স্টেশনে নেমে দেখি প্রায় হাজার হাজার যাত্রী ট্রেনের জন্য কেউ বসে রয়েছে আবার কেউ কারো জন্য অপেক্ষা করছে। সেখান থেকে আমরা বেশি সময় দেরি না করে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম। বের হওয়ার সময় আমাদের টিকিট চেক করেছিল তখন আমরা আমাদের টিকিট দেখিয়েছি। এভাবেই আমি আনন্দের সাথে ট্রেন ভ্রমণ করে নিরাপদে ঢাকায় এসে পৌছালাম।
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1876627578750144612?t=08J2m190rJp8H7-wbPPmPA&s=19
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
** Your post has been upvoted (16.48 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan