Because the method of income was not halal, the marriage was broken, First episode.

in blurt-188398 •  22 days ago 

Because the method of income was not halal, the marriage was broken, First episode.

1000014111.jpgpexels

Assalamu Alaikum.

Hello dear friends! how are you all I hope you are doing well by God's grace. Alhamdulillah I am very well and healthy by the grace of Allah.

I've decided on a topic today that I think is very important, so let's get started without delay-

A few days ago when the exam was going on in my madrasa, a friend of mine called me and said that I am sending you an address to inquire about the boy and let me know. I said that since I am in Madrasa and my exams are going on, I can't think about these things now, I will talk to you when I go home in two or three days. My friend said ok then come home after exam then we will talk.

I went home after the exam, my friend called, said where are you? I said I am at home. Then he said to me that the address I sent you, let me know about the boy. I said that since I do not live in the village much, I am asking the people who live in the village. I found that the boy's father is very related to my father. Then I asked two or three people how the boy is! Everyone said that the boy is quite good, earns a lot of money.

1000014110.jpgpexels

After that I called my friend and said that I asked some people and they said good. After that I told my friend about my father's deep relationship with that boy's father, after that I asked others they gave good report about the boy, my friend said ok then we will go to your side in the afternoon. I said ok then come in the afternoon we will meet and talk directly and try to find out everything there is to know. Shortly before the Asr prayer, two of my friends came to our area on a motorcycle.

Came to our area and called me and said we came where are you? I said, I am at home, you should be late for five minutes, I am coming to wash my face. I quickly washed my hands and headed towards Jayabad. My friends left for home after five minutes delay when they saw I was not coming. I saw the motorcycle and called and said where are you going? My friends said you are coming late so we are leaving after asking a couple of others. I said: I saw you two minutes late I will meet.

After that I met them, talked about various things especially about the boy who came to see. I said let's go over the house and see and talk. My friends said: No, I will not go over the house today, I just came to inquire. Then he asked me what did you know? I said that many people said that the boy is good, not only that but also earns a lot of money. In 3 months, he changed three motorcycles, bought a cow with 3 lakh rupees, and then repaired the house.

1000014112.jpgpixels

Everything is fine, but where does this money come from, where do we get it from, but it is a matter of seriousness to know, because my friend has given me a responsibility, if I don't take it seriously, it will ruin the future of a girl, so I started to inquire very seriously. There is a sir next to that boy's house who is very familiar with me. I asked him about the boy, he gave me good comments about the boy. He also told me to find out what the boy earns.

You will find the rest of the article in the next post, inshallah.

I am leaving here for today, see you in the next post. Allah is Hafez.

ইনকামের পদ্ধতি হালাল না হওয়ায় ভেঙে গেল বিয়ে পার্ট (১)।

আসসালামু আলাইকুম।

হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।

আমি আজকে এমন একটি বিষয় নির্ধারণ করেছি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, তো চলুন দেরি না করে শুরু করা যাক-

গত কয়েকদিন আগে আমার মাদ্রাসায় যখন পরীক্ষা চলছিল তখন আমার এক বন্ধু আমাকে ফোন করে বলল যে, আমি তোমাকে একটা এড্রেস পাঠাচ্ছি তুমি ছেলেটির ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমাকে জানাও। আমি বললাম আমি যেহেতু মাদ্রাসায় আছি আর আমার পরীক্ষাও চলতেছে তাই এখন এ বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারতেছি না, আমি দুই তিন দিন পরে বাড়িতে যাব তখন তোমার সাথে কথা বলবো। আমার বন্ধু বললো আচ্ছা ঠিক আছে তাহলে পরীক্ষা শেষ করে বাড়িতে আসো তারপরে কথা হবে।

পরীক্ষা শেষ করে বাড়িতে চলে গেলাম, আমার বন্ধু ফোন করলো, বলল তুমি কোথায় আছো? আমি বললাম আমি বাসায় আছি। তখন আমাকে বলল তাহলে তোমাকে যে অ্যাড্রেসটা পাঠিয়েছি, সেই ছেলেটির খোঁজ খবর নিয়ে আমাকে জানাও। আমি বললাম যেহেতু আমি গ্রামে বেশি থাকি না তাই যারা গ্রামে থাকেন তাদের থেকে খোঁজখবর নিয়ে জানাচ্ছি। খোঁজখবর নিয়ে দেখলাম ওই ছেলের বাবা আমার বাবার সাথে খুব বেশি সম্পর্ক। এরপরে দুই তিনজনকে জিজ্ঞেস করলাম ছেলেটি কেমন! সবাই বলল ছেলে মোটামুটি ভালো, অনেক টাকা ইনকাম করে।

এরপরে আমি আমার বন্ধুর কাছে ফোন করে বললাম‌ যে, কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা ভালোই বলল। এরপরে আমি আমার বন্ধুকে বললাম ওই ছেলের বাবার সাথে আমার বাবার গভীর সম্পর্ক, এরপরে অন্যদেরকে জিজ্ঞেস করলাম তারা ছেলের ব্যাপারে ভালো রিপোর্ট দিলো, আমার বন্ধু বলল ঠিক আছে তাহলে আমরা বিকেলে তোমাদের ওই দিকে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে বিকালে আসো সরাসরি দেখা করে কথা বলব যা কিছু জানার আছে তা জানার চেষ্টা করব। আসরের নামাজের কিছুক্ষণ আগে আমার বন্ধু দুইজন মোটরসাইকেল নিয়ে আমাদের এলাকায় আসলো।

আমাদের এলাকায় এসে আমাকে ফোন করলো বলল আমরা এসেছি তুমি কোথায় আছো? আমি বললাম আমি তো বাসায় তোমরা পাঁচ মিনিট দেরি করো আমি হাতমুখ ধুয়ে আসতেছি। আমি দ্রুত হাতমুখ ধুয়ে জয়বাদের দিকে রওনা হয়ে গেলাম। আমার বন্ধুরা পাঁচ মিনিট দেরি করার পরে যখন দেখল আমি আসতেছি না তখন বাড়ির দিকে রওনা হলো। আমি মোটরসাইকেল দেখেই ফোন করলাম বললাম তোমরা কোথায় যাচ্ছো? আমার বন্ধুরা বলল তুমি আসতে দেরি করতেছ তাই আমরা অন্যদের থেকে দুই একটা কথা জিজ্ঞেস করেই চলে যাচ্ছি। আমি বললাম: আমি তোমাদের দেখেছি দুই মিনিট দেরি করো সাক্ষাৎ করব।

এরপরে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হল বিশেষ করে যে ছেলেটিকে দেখতে এসেছে তার ব্যাপারে কথাবার্তা হল। আমি বললাম চলো বাড়ির উপর গিয়ে দেখে আসি কথাবার্তা বলে আসি। আমার বন্ধুরা বলল: না, আজকে বাড়ির উপর যাব না শুধুমাত্র খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। এরপর আমাকে জিজ্ঞেস করল তুমি কি কি জানতে পেরেছো? আমি বললাম অনেকেই বলল ছেলে নাকি ভালো, শুধু তাই নয় অনেক টাকাও ইনকাম করে। ৩ মাসে নাকি তিনটা মোটরসাইকেল পাল্টাইছে, ৩ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, এরপরে ঘরবাড়ি ঠিকঠাক করেছে।

সব তো ঠিক আছে কিন্তু এত টাকা কোত্থেকে আসে, কোত্থেকে পাই এ বিষয়টি কিন্তু গুরুত্বের সাথে জানার বিষয়, কেননা আমার বন্ধু আমাকে একটা দায়িত্ব দিয়েছে যদি গুরুত্বের সাথে না দেখি তাহলে একটা মেয়ের ভবিষ্যতের ব্যাপার-স্যাপার, তাই খুবই গুরুত্বের সাথে খোঁজ খবর নেওয়া শুরু করলাম, ওই ছেলের বাড়ির পাশে একজন স্যার আছে আমার সাথে খুবই পরিচিত আমি তাকে জিজ্ঞেস করলাম ছেলেটার ব্যাপারে, উনি আমাকে ছেলের ব্যাপারে ভালো মন্তব্য করলেন। পাশাপাশি আমাকে এটাও বললেন যে ছেলেটা কি ইনকাম করে এ বিষয়টি খোঁজ করার জন্য।

লেখার বাকি অংশ পরবর্তী পোস্টে পাবেন ইনশাআল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  22 days ago  ·  


** Your post has been upvoted (11.35 %) **