I went out to buy a brush.

in blurt-188398 •  last month 

Bismillahir Rahmanir Raheem

Assalamu alaikum Everyone.
This is @abdulmomin from #Bangladesh.

1000015807.jpg

Hello friends, how are you all? I hope you are doing well by the grace of Allah, I am also doing well, Alhamdulillah by the grace of Allah. I have come to you with another new day, every day is not the same for us, every day is different. We can present our day in three ways, such as one environment in the morning, another environment in the afternoon and another environment in the afternoon. In the morning, I like to have tea for breakfast, I went out for breakfast in the morning, I almost often eat ban roti with milk tea at that shop. I went to the shop and started eating with a ban roti, I ordered a cup of milk tea.

1000015403.jpg1000015400.jpg

Milk tea is made with raw milk from local cows, the milk tea at that shop is very delicious to eat. When I came to the madrasa after breakfast, I saw a man selling oranges on a van, it is a type of orange, although the skin color of this orange is green, that is, it is not clear when ripe, but other oranges turn yellow when ripe. There is a difference between oranges and oranges. This is an orange, cut like a lemon. I asked the shopkeeper how much is an orange per kg? He replied that it was 120 taka per kg. I said that a few days ago, when they were bringing it to our madrasa, they sold it for 60 taka per kg. We bought one kg at that time and tasted it and it was very good. That day, I saw 120 taka per kg and did not buy it.

1000015412.jpg

I went to the hotel at noon to eat, since my madrasa had not issued abalone, so I had to eat outside, I went to the hotel to see what rice could be eaten with! Then I saw chicken with rice, which was cheap and good. I sat down at the table and ordered rice. He gave me a plate of rice and also fried rice. After eating one plate of rice, I ordered another plate of rice, then I was given another plate of rice, and I ate two plates of rice and left with a full stomach. My bill for the meal was 60 taka. For 60 taka, it is possible to eat rice with a full stomach.

1000015419.jpg1000015418.jpg

I prepared to take a shower around 3:00 PM, took a shower from 3:00 PM to 3:10 PM and came back to the room. It was a cold day, so I stood by the window with lotion on my hands and face and took a selfie. Then, since our class had started, I quickly went to class without delay. In the afternoon, I went out to buy a brush. Since I had left my brush at home, I had to buy one. One day, I went around to buy a brush, but that day I didn't have to go around anymore. When I went to Jatrabari, I saw the shops on the sidewalk. I chose the brush I wanted to buy. I thought this brush was the best, so I asked the price!

1000015422.jpg

The shopkeeper said that the price of this brush is 60 taka, I said how much will I pay? He told me that I can take it if it is 50 taka. I bought the brush for 50 taka and was coming towards the madrasa. While passing by the Jatrabari flyover, I collected a photo of the east, since the sun had already set in the western sky, I was still able to take a beautiful photo. This was my entire day's activities on the 4th.

I am saying goodbye here like today. May everyone be well and healthy, may Allah Hafez protect us.
DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি নতুন আরেকটি দিন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, প্রত্যেকদিন আমাদের একইভাবে কাটে না একেক দিন একেক রকম অতিবাহিত হয়। আমরা আমাদের দিনকে তিন ভাবে উপস্থাপন করতে পারি, যেমন সকাল বেলার একটি পরিবেশ দুপুর বেলার আরেকটি পরিবেশ এবং বিকেল বেলার আরেকটি পরিবেশ। সকালবেলা আমি চা নাস্তা করতে পছন্দ করি, আমি সকালবেলা নাস্তা করার জন্য বাইরে গিয়েছিলাম, আমি প্রায় প্রায়ই সেই দোকানে দুধ চা সাথে বন রুটি খেয়ে থাকি। আমি দোকানে গিয়ে একটি বন রুটি নিয়ে খাওয়া শুরু করলাম, এক কাপ দুধ চায়ের অর্ডার করলাম।

দেশী গরুর খাটি দুধ দিয়ে, দুধ চা বানানো হয়, ওই দোকানের দুধ চা খেতে খুবই সুস্বাদু। নাস্তা করে মাদ্রাসায় আসার সময় দেখলাম ভ্যানের উপর একজন কমলালেবু বিক্রি করছে, এটি এক ধরনের কমলা, যদিও এই কমলাটির গায়ের রং সবুজ অর্থাৎ পাকলেও বোঝা যায় না, কিন্তু অন্যান্য কমলা পাকলে গায়ের রং হলুদ হয়ে যায়। কমলালেবু ও কমলার মধ্যে ডিফারেন্স রয়েছে। এটি হচ্ছে কমলা লেবু, লেবুর মতো করেই কাটতে হয়। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম কমলালেবু কয় টাকা কেজি? সে উত্তরে আমাকে বলল ১২০ টাকা কেজি। আমি বললাম কয়েকদিন আগে আমাদের মাদ্রাসায় নিয়ে আসছিল তখন 60 টাকা কেজি বিক্রি করেছে, আমরা তখন এক কেজি কিনেছিলাম এবং খেয়ে দেখেছি খুবই ভালো লাগে। সেদিন ১২০ টাকা কেজি দেখে কিনলাম না।

দুপুর বেলা হোটেলে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য, যেহেতু আমার মাদ্রাসার আবাল জারি করা ছিল না তাই আমাকে বাহিরেই খেতে হচ্ছিল, আমি হোটেলে গিয়ে দেখলাম কি দিয়ে ভাত খাওয়া যায়! এরপর দামে কম ও মানে ভালো আমি দেখতে পেলাম ভাত সাথে মুরগির মাংস ভুনা। আমি টেবিলে বসে পড়লাম এবং ভাত দেয়ার জন্য অর্ডার করলাম। সে আমাকে এক প্লেট ভাত দিয়েছিল ভাতের সাথে ভাজিও দিয়েছিল। আমি এক প্লেট ভাত খাওয়ার পরে আরেক প্লেট ভাত অর্ডার করলাম তখন আমাকে আর এক প্লেট ভাত দেওয়া হলো, দুই প্লেট ভাত পেট ভরে খেয়ে চলে আসলাম। আমার খাবারের বিল হয়েছিল ৬০ টাকা। ৬০ টাকা দিয়ে মোটামুটি পেট ভরে ভাত খাওয়া সম্ভব।

প্রায় তিনটার দিকে গোসল করার জন্য প্রস্তুতি নিলাম, তিনটা থেকে তিনটা দশ পর্যন্ত গোসল করে রুমে চলে আসলাম। শীতের দিন তাই হাত মুখে লোশন মেখে জানালার পাশে দাঁড়িয়ে একটি সেলফি উঠেছি। এরপরে যেহেতু আমাদের ক্লাস শুরু হয়েছিল তাই বিলম্ব না করে দ্রুত ক্লাসে চলে যাই। বিকেল বেলা একটি ব্রাশ কেনার জন্য বাহিরে গিয়েছিলাম, আমি যেহেতু বাসায় ব্রাশ রেখে এসেছি তাই আমাকে একটি ব্রাশ কিনতে হবে। আমি একদিন ব্রাশ কেনার জন্য গিয়ে ঘুরে এসেছি কিন্তু সেদিন আর ঘুরে আসতে হয়নি, যাত্রাবাড়ী গিয়ে দেখি ফুটপাতের সেই দোকানগুলো বসেছে, আমি যে ব্রাশটি কিনব সেটি বেছে বেছে বের করলাম, আমার কাছে এই ব্রাশটি সবচেয়ে ভালো মনে হয়েছে তাই আমি দাম জিজ্ঞেস করলাম!

দোকানদার বললেন এই ব্রাশটির দাম ৬০ টাকা, আমি বললাম কত টাকা হলে দেবেন? উনি আমাকে বললেন ৫০ টাকা হলে নিতে পারো। আমি ৫০ টাকা দিয়ে ব্রাশটি কিনে নিয়ে মাদ্রাসার দিকে আসছিলাম। যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশ দিয়ে আসার সময় পূর্ব দিকের একটি ফটো সংগ্রহ করেছে, যেহেতু তখন সূর্য পশ্চিম আকাশে ইতিমধ্যে ডুবে গিয়েছে তবুও একটি সুন্দর ফটো ওঠাতে সক্ষম হয়েছি। এই ছিল আমার ৪ তারিখ সারা দিনের কার্যক্রম।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

  ·  last month  ·  


** Your post has been upvoted (14.42 %) **