ইসলামি মহাসমাবেশে উপস্থিত ছিলাম। I was present at the Islamic Conference.

in blurt-188398 •  2 months ago 

আসসালামু আলাইকুম।

হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি।

🌅ডায়েরি গেম🌄

1000013729.png

আমি আজকে সারাদিনের কার্যক্রম আপনাদের সামনে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি, আজকে ৫ই নভেম্বর ২০২৪ ইংরেজি তারিখ। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত আছেন যে পাঁচই নভেম্বর ওলামা মাশায়েখের উদ্যোগে ইসলামী মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল, যে সমাবেশ কে সফল করার জন্য সারা দেশের প্রত্যেকটা বিভাগ, থানা, জেলা থেকে অসংখ্য মানুষ ঢাকার মূল পয়েন্ট সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছিলেন তারা সোমবারে রওনা দিয়েছিলেন, মঙ্গলবারে রাতে অথবা সকালের মধ্যেই তারা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছে।

1000013550.jpg

আমরা যেহেতু যাত্রাবাড়ী থেকে রওনা করব তাই আমরা ফজরের নামাজ আদায় করে এরপরে রওনা হয়েছি। যাত্রাবাড়ী থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বাসে যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। বাসে ওঠার জন্য আমরা রাস্তায় দাঁড়ালাম, অনেকগুলো বাস এসেছিল কিন্তু সবাই গুলিস্তান পর্যন্ত যাবে। কেননা তারা ইতিমধ্যে জেনেছিল যে, সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হবে তাই তারা যানজট নিয়ে টেনশনে থাকাই শাহাবাগ পর্যন্ত যেতে রাজি হচ্ছিল না। এজন্য আমরা গুলিস্তান নেমে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে হেঁটে রওনা হলাম।

1000013708.jpg
1000013707.jpg

আমরা মনে করেছিলাম হয়তো সামনে জায়গা পাবো, কিন্তু মাঠে গিয়ে দেখি মাঠের মধ্যে দাঁড়ানোর মতোও কোন পরিস্থিতি নেই। তবুও সামনে যাওয়ার চেষ্টা করলাম, একদম সামনে পর্যন্ত যাইতে পারি নাই কিন্তু স্টেজের বাম পাশে বসার মত সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন, সেখানে কিন্তু কেউ বিরিয়ানি খাওয়ার জন্য যায়নি শুধু তাই নয় সেখানে গেলে টাকা পয়সা পাওয়া যাবে বিষয়টা কিন্তু এমনও নয়, কিন্তু সারাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা কেন সেখানে উপস্থিত হয়েছে? একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হয়েছে।

1000013706.jpg
1000013705.jpg

আমরা সেখানে প্রায় দুপুর পর্যন্ত অবস্থান করেছি, পুরো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ সেখানে বক্তৃতা দিয়েছেন। ওলামায়ে কেরামগণ বক্তৃতা দিতে গিয়ে অনেকেই অনেক যুক্তি দিয়েছেন যদি সেগুলো উপস্থাপন করতে যায় তাহলে আমি লেখা শেষ করতে পারবো না। আর আমরা কি জন্য সমাবেশের আয়োজন করেছিলাম এটা অবশ্যই আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন। যাইহোক সমাবেশ শেষ হওয়ার পরে আমরা বের হওয়ার চেষ্টা করলাম, যেহেতু সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল তাই খুব সহজেই মাদ্রাসায় যাইতে পারবো না।

1000013709.jpg
1000013626.jpg

এজন্য কিছু সময় রমনা পার্কের ভেতরে বসে ক্লান্তি দূর করলাম। তখন হালকা কিছু নাস্তাও করেছিলাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে বাইতুল মোকাররম পর্যন্ত আসলাম, বাইতুল মোকাররম মসজিদে এসে দেখি পুরো মসজিদ ভরা। এতে করে বুঝতে পারলাম, যারা দূর দুরন্ত থেকে এসেছিল তারা মাঠ পর্যন্ত পৌঁছাতে পারেনি বরং যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই অবস্থান করেছে। আমরা বায়তুল মোকাররম মসজিদে গিয়ে অজু করে আসরের নামাজ আদায় করলাম। এরপরে সেখান থেকে পাঁচ মিনিটের মধ্যে বইমেলাটা ঘুরে দেখে মাদ্রাসার দিকে রওনা হলাম।

1000013710.jpg

গুলিস্তান এসে ফ্লাইওভারে ওঠার শুরুতেই বাস দাঁড়িয়ে ছিল, আমরা বাসে উঠে বসলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি ফ্লাইওভারের নিচে ছোট্ট ছোট্ট চারটা ছেলেমেয়ে কি যেন খাচ্ছে! আমি আমার বন্ধুদের কে জিজ্ঞেস করলাম, আমার বন্ধুরা বলল ওরা নেশা করছে। আমি অবাক হয়ে কিছু সময় তাকিয়ে রইলাম, এবং চিন্তা করলাম এত ছোট ছেলে মেয়ে কিভাবে এভাবে নেশা করতে পারে? বড়ই আফসোস লাগে এই দৃশ্যগুলো দেখলে। যাইহোক ইচ্ছা থাকলেও কিছু করার মত সাধ্য নেই।

পাশাপাশি তাদেরকে নিয়ে আমাদের খুব বেশি চিন্তাভাবনা করতে হবে কিভাবে তাদেরকে এ পথ থেকে ফিরিয়ে আনা যায় যদিও তারা রাস্তার টোকাই হিসেবেই গণ্য কিন্তু তাদেরকে যদি আমরা সরকারি পরিকল্পনার মাধ্যমে তাদেরকে সেখান থেকে উঠিয়ে ভর্তি করিয়ে দেওয়া যায় তাহলে তারা সেখান থেকে গড়ে উঠতে পারে একজন মানুষের মত মানুষ। আর এটা করতে হবে সরকারের উদ্যোগের মাধ্যমে, তাহলে তারা উৎসাহিত হবে এবং ভালো কাজের প্রতি আগ্রহ হবে। তারা এভাবে রাস্তায় থাকতে থাকতে তাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে, আর এখন ভালো কাজ করতে চায় না তাদেরকে বোঝাতে হবে ভালো কাজের দিকে আগ্রহ সৃষ্টি করতে হবে। তাহলে তারা অনেকটাই শুধরে যাবে।আল্লাহ তৌফিক দান করুন আমিন।

এই ছিল আমার মঙ্গলবারের সারা দিনের কার্যক্রম, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

Assalamu Alaikum.
Hello Steam friends! How are you all? I hope you are very well by the grace of God. I am also very well by the grace of God. I am healthy.

🌅Diary Game🌄

I am here today to share the activities of the day with you, today is November 5, 2024 English date. You are aware through various social media that on November 5, an Islamic Mahasamavesh was organized at the initiative of Ulama Mashaikh, to make the gathering a success, numerous people from every division, police station, and district of the country attended the main point of Dhaka, Suhrawardy Udyan. Those who came from different parts of Bangladesh left on Monday, and they reached Suhrawardy Udyan on Tuesday night or in the morning.

Since we will be leaving from Jatrabari, we offered Fajr prayers and then left. It takes 15 to 20 minutes to go by bus from Jatrabari to Suhrawardy Udyan. We stood on the road to board the bus, many buses came but all of them would go till Gulistan. Because they already knew that there would be a big gathering at Suhrawardy Udyan, they were not willing to go till Shahabagh due to the tension of the traffic jam. That is why we got down from Gulistan and walked towards Suhrawardy Udyan.

We thought that we might get a place in the front, but when we went to the field, we saw that there was no situation to stand in the field. Still we tried to go to the front, we could not go all the way to the front but we were lucky enough to sit on the left side of the stage, Alhamdulillah. If you notice, you will definitely understand the issues, but no one went there to eat biryani, not only that, but if you go there you will get money, but it is not like that, but why did millions of people from all over the country come there? They have gathered to establish the religion of Allah only for Allah.

We stayed there until almost noon, leading scholars of all Bangladesh gave speeches there. Many scholars gave many arguments while giving speeches, if I had to present them, I would not be able to finish writing. And you must have already known through social media why we organized the rally. However, after the rally ended, we tried to leave, since there were millions of people there, we could not easily go to the madrasa.

Therefore, I sat inside Ramna Park for some time to relieve my fatigue. Then I had some light breakfast. From there, I walked to Baitul Mukarram, and when I reached Baitul Mukarram Mosque, I saw that the entire mosque was full. This made me realize that those who had come from far away could not reach the field, but stayed wherever they found a place. We went to Baitul Mukarram Mosque, performed ablution, offered Asr prayers. After that, we toured the book fair within five minutes and headed towards the madrasa.

When we reached Gulistan, the bus was standing at the beginning of the flyover, we got on the bus and sat down. Looking through the window, I saw four small children eating under the flyover! I asked my friends, my friends said they were taking drugs. I looked at them in surprise for some time, and thought how can such young children get addicted like this? It is very regrettable to see these scenes. However, even if we want to, we cannot do anything. May Allah grant us success, Amen.

In addition, we have to think a lot about them, how to bring them back from this path, although they are considered street urchins, but if we can take them out of there and enroll them through a government plan, then they can develop into human beings from there. And this has to be done through the government's initiative, then they will be encouraged and interested in good work. While they are living on the streets like this, their mentality has become such that now they do not want to do good work, we have to convince them to take interest in good work. Then they will improve a lot.

This was my entire day's activities on Tuesday, everyone will be fine and healthy, may Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

এ বন্ধু তোমার পোস্টটি অনেক সুন্দর হয়েছে, এভাবে সুন্দর করে সাজিয়ে আমিও পোস্ট করতে চাই সময় হলে আমাকে একটু শিখাবে। তোমার জন্য আপনাকে অনেক শুভকামনা রইল।

  ·  2 months ago  ·  

মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ, হ্যাঁ অবশ্যই অবশ্যই শেখাবো ইনশাআল্লাহ।

  ·  2 months ago  ·  


** Your post has been upvoted (41.26 %) **